মাত্র আড়াই কিলোমিটার রাস্তার জন্য চরম দুর্ভোগে হাজারো মানুষ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আখিলা গ্রাম মাত্র আড়াই কিলোমিটার রাস্তায় অল্প বৃষ্টিতে হাঁটু পযর্ন্ত কাদা হওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয় হাজার হাজার মানুষকে। ২০০০ সালের পর পাঁচ সংসদ সদস্য বদল হলেও বদল হয়নি আখিলা গ্রামের মানুষের ভাগ্য, যেন দেখার কেউ নেই।
নাচোল উপজেলার বরেন্দ্র ভুমির এই গ্রামটিকে দেখে মন হয় অভিশাপ্ত একটি গ্রাম। নাচোল উপজেলার আখিলা গ্রাম যাওয়ার কোনো রাস্তাই নয়, বর্ষা-বদলের দিনে এ যেন আবাদি জমি। এই রাস্তা দিয়ে হাজার হাজার বিঘা জমির ধান-সবজি তুলে নিয়ে আসেন কৃষকরা। কিন্তু অল্প বৃষ্টিতে হাঁটু কাদার সৃষ্টি হওয়ায় বন্ধ হয়ে যায় সকল যান চলাচল। ফলে কৃষকদের পড়তে হয় চরম ভোগান্তিতে। এই রাস্তা দিয়ে প্রায় প্রতিদিনই হাজার হাজার মানুষ চলাফেরা করে। কিন্তু বছরের অধিকাংশ সময় কাদা থাকায় রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় কোনো কাজে আসে না।
বরই চাষি মো. সাব্বির, সবজি চাষি মো. নূর আলম, মাছ চাষি আব্দুর রাজ্জাক, ধান চাষি মো. হাবিবুর ও পেয়ারা এবং আম চাষি আলতাফ আলী বলেন, অল্প বৃষ্টিতেই মাত্র ২ কিলোমিটার রাস্তায় এক হাঁটু কাদা হয়ে যায়। এ কারণে কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে হাজার হাজার বিঘা জমির ধান-সবজিসহ অন্যান্য ফসল তুলে নিয়ে আসতে চরম বিপদের মুখে পড়তে হয়। রাস্তাটিতে মাঝেমধ্যে লাখ লাখ টাকা খরচ করে চেয়ারম্যান-মেম্বাররা মাটি ভরাট করেন। মাটি ভরাট করে আরো কাদার সৃষ্টি হয় এতে সরকারের টাকা খরচ করে মানুষের কোনো লাভ হয় না বরং ক্ষতি হচ্ছে। তাই রাস্তাটি পাকা করলে হাজার হাজার বিঘা জমির ফসল সহজেই তুলে নিয়ে আসা যাবে। এ স্থানে অতি ঘনবসতিপূর্ণ অঞ্চল, প্রায় ৪০০টি ঘর বাড়ি রয়েছে গ্রামটিতে এবং ৩ হাজারের বেশি মানুষ বসবাস করে।
এদিকে ব্যবসা-বাণিজ্যের জন্য যাওয়ার রাস্তাটি বহুদিন থেকে অবহেলায় পড়ে আছে। সরকারিভাবে পাকাকরণের কোনো উদ্যোগ নেয়া হয়নি। গুরুত্বপূর্ণ এ রাস্তাটি দিয়ে জ্ঞান পিপাসুরা জ্ঞান আহরণ করতে গেলে রাস্তার কারণে চরম দুর্ভোগে পড়তে হয়। রাস্তাটি পাকাকরণ হলে কৃষক ও জ্ঞান পিপাসুসহ সকল মানুষের জন্য ভালো হবে।
কসবা ইউনিয়ন পরিষদের বতর্মান ওয়ার্ড সদস্য মো. ফজলুর রহমান জানান, হাট-বাজার, স্কুল কলেজ, ডাক্তারের কাছে নিত্যদিনের আড়াই কিঃমিটার কাঁচা রাস্তা দিয়ে যেতে হয়। তাছাড়া এর আশে পাশে রয়েছে হাজার হাজার বিঘা ফসলি জমি। অল্প বৃষ্টিতে কাঁচা রাস্তাটি কাদা হয়ে যাওয়ায় কৃষকেরা তাদের ফসল তুলতে দুর্ভোগে পড়েন। ফলে তিনি রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছেন।
কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান জানান, আখিলা মোড় থেকে বেড়াচৌকি সমাজকল্যাণ এই আড়াই কিলোমিটার রাস্তাটি জনগুরুত্বপূর্ণ। রাস্তাটি পাকা না হওয়ার কারণে কৃষকদের হাজার হাজার বিঘা জমির ফসল তুলতে কষ্ট হয়। এদিকে ঐতিহাসিক গরুর হাট সোনাচণ্ডী যাওয়ার সোজাসুজি রাস্তা থেকে বঞ্চিত শত শত মানুষ। ফলে রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ। আমি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি এবং আমার জানামতে দেড় কিলোমিটার রাস্তাটির বাজেট পাস হয়ে আছে। শুধু টেন্ডার বাকি আর টেন্ডার হয়ে গেলেই রাস্তাটি পাকাকরণের কাজ মাত্র সময়ের ব্যাপার।
এমএসএম / জামান

চসিকের সিইওকে সরাতে মেয়রের ডিও লেটার

নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আবুল হাসনাতের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ

মুলাদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামালপাড়া যুব সংঘের আহ্বায়ক কমিটি গঠন

‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর জরুরি’: কানাডা বিএনপি নেতা হুমায়ুন পাটোয়ারী

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ লক্ষাধিক টাকার মাদক ও জাল নোট জব্দ

কেরানীগঞ্জে চাষের মাগুরকে খাওয়ানো হচ্ছে মরা মুরগি, তীব্র গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

যথা সময়ে নির্বাচন, সহিংসতা প্রতিরোধে জনগণকেও ভূমিকা রাখতে হবে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু
Link Copied