সাভারে ব্যাংক ম্যানেজারের সাথে পালালেন ইটালী প্রাবাসীর স্ত্রী

সাভারে পরকীয়ার বলি হয়ে এক ইটালি প্রবাসীর জীবন এখন দুর্বিষহ। জীবনের ঘাত-প্রতিঘাত আর অনিশ্চয়তার চোরাবালিতে পড়ে আজ তিনি নিঃস্ব। ঘটনাটি ঘটেছে সাভার পৌরসভার পূর্ব মজিদপুর এলাকায়। ইটালি প্রবাসী এ কে ফজলুল হকের স্ত্রী লাবনী হক পরকীয়ায় আসক্ত হয়ে সাভার রূপালী ব্যাংকের সাবেক ম্যানেজার ওমর ফারুকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। সাথে প্রবাস থেকে স্বামীর পাঠানো সর্বস্বও হাতিয়ে নিয়েছে। টাকা-পয়সা, মূল্যবান স্বর্ণালংকারসহ জীবনের সঞ্চিত সবকিছু হারিয়ে প্রবাসী ফজলুল হক এখন দিশাহারা। সেই সাথে প্রতারণা করে তার শেষ সম্বল মজিদপুর এলাকায় একটি দোতলা বাড়িও তার নামে লিখে নিয়েছেন। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত গৃহবধূর নাম লাবনী হক(৪২)। তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সরাইল এলাকার এ কে ফজলুল হকের স্ত্রী । ওই দাম্পতির মাহফুজ হক তন্ময় (২২) ও হাবিবুল হক ফাহিম (১৮) নামে পুত্র সন্তান রয়েছে। এদিকে সাভার রূপালী ব্যাংক (বাজার রোড) শাখার সাবেক ম্যানেজার ওমর ফারুক জামালপুর জেলার সরিষাবাড়ি থানার পলিশা গ্রামে গাজিউর রহমানের ছেলে। তারও স্ত্রী সন্তান রয়েছে বলে জানাগেছে।
আত্মীয় ও স্থানীয়রা জানাযায়, প্রবাসী ফজলুল হক ২৪ বছর আগে লাবনী হকে বিয়ে করেন। বিয়ের পর তাদের সংসার ভালো চলছিলো। তিনি প্রতি বছর ইটালী থেকে একবার দেশে আসতেন পরিবারকে সময় দিতে। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। তাদের স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক গভীর ছিলো। স্ত্রীর কোন অভিযোগ ছিলো না। এরই মধ্যে গত ৬ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে লাবনী হক ও তার প্রেমিক ওমর ফারুকে মজিদপুরের বাসায় অনৈতিক কাজ করার সময় এলাকার লোকজন তাদেরে হাতেনাতে ধরে ফেলে। পরে তারা বিবাহিত দাবি করলে উপস্থিত সবাই কাবিন নামা দেখতে চাইলে তারা কাবিন নামা দেখাতে পানেনি। পরে স্থানীরা পুলিশে খবর দিলে পুলিশ তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে জান।
প্রবাসী ফজলুল হক জানান, তার বিয়ের বয়স ২৪ বছর এবং আমার দুটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের এতো বছর পর এসে ব্যাংকে লেনদেন করতে গিয়ে সাভার রূপালী ব্যাংকের (বাজার রোড শাখা) সাবেক ম্যানেজর ওমর ফারুকের সাথে পরকীয়ায় আসক্ত হয়ে পরে। তিনি আরও বলেন, একটা শাখার গুরুত্বপূর্ণ দ্বায়িত্বে থেকে তার গ্রাহকের স্বামী প্রবাসে থাকায় তার সুযোগ নিয়ে পরকীয়া করে বিয়ে করতে পারে? আমি এর সুষ্ঠু বিচার চাই।
বিষয় জানার পর থেকে আমি ওই ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাদের বরাবর অভিযোগ করেছি।
এছাড়াও প্রবাসী ফজলুল হকের ছোট ছেলে লাবিবুল হক ফাহিম তার মায়ের পরকীয়া সম্পর্কে আসক্তসহ অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার বিষয়ে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন। সেই সাথে মায়ের অবৈধ পরকিয়া সম্পর্ক ও অবৈধ বিয়ের সত্যায়িত কাবিন নামা চাওয়া প্রসঙ্গে স্থানী জনপ্রতিনিধিদের কাছে লিখিত অভিযোগ করেন। এছাড়াও ওই অভিযোগে তাকে বালিশ চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে বলেও উল্লেখ করেন।
সুশীল সমাজ এঘটনাকে চরম সামাজিক অবক্ষয় হিসেবে দেখছেন। তারা মনে করেন এধরনের ঘটনায় যথাযথ কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থ নেওয়া। তা না হলে সমাজ এধরণের ঘটনা বাড়বে। সে সাথে প্রবাসীরা তাদেরর পরিবারের নারী সদস্যদের দিয়ে ব্যাংকিং লেনদেন অস্থা হারাবে। এ জন্য ওই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে কতৃপক্ষ দ্রুতই ব্যবস্থ নিবে এমনটি প্রত্যাশা তাদের।
এমএসএম / এমএসএম

শিবচরের এক্সপ্রেসওয়েতে চার বাসের সংঘর্ষে আহত অন্তত ২৫

সন্দ্বীপে বিএনপি নেতা তারিকুল আলম তেনজিং-এর উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরন

সাভার উপজেলার জামগড়া আর্মি ক্যাম্পের অভিযানে ৩ কিশোর গ্যাং গ্রেফতার

মিয়ানমার জলসীমায় প্রবেশকারি ১৯ ট্রলারসহ ১২২ মাঝিমাল্লাকে আটক করলো কোস্টগার্ড

মানিকগঞ্জে হারুনার রশিদ খান মুন্নু স্মৃতি স্বরণে ফুটবল টুর্নামেন্ট

লাকসামে মামলা তোলার হুমকি ও প্রতারণার অভিযোগে বাদীর সংবাদ সম্মেলন

রাণীনগরে কৃষকের ক্ষতি প্রায় ৩৪কোটি ৩০লাক্ষ৪০হাজার টাকা

শালিখায় বিএনপি'র কর্মীসভা অনুষ্ঠিত

মিয়ানমার জলসীমায় প্রবেশকারি ১৯ ট্রলারসহ ১২২ মাঝিমাল্লাকে আটক করলো কোস্টগার্ড

বরগুনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাক প্রতিবন্ধীকে কুপিয়ে জখম

নরসিংদীতে মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল, বিদেশী মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার

বাকেরগঞ্জের প্রায়ত সাংবাদিক দিনুর বৃদ্ধ বাবা-মায়ের মানবেতর জীবন
