দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সাতক্ষীরায় জঙ্গিবিরোধী মানববন্ধন

২০০৫ সালের ১৭ আগস্ট সাতক্ষীরাসহ দেশের ৬৩টি জেলায় একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে জঙ্গিবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১টায় শহরের নিউমার্কেটসংলগ্ন সাতক্ষীরা-যশোর মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে ফজলুল হক। প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, আওয়ামী লীগ নেতা অ্যাড. আজহারুল ইসলাম, হারুনার রশীদ, লায়লা পারভীন সেজুতি, ডা. মুনসুর আহমেদ, শামীমা পারভীন রত্না, মিসেস মাহবুবা রুবি, সদস্য নাজমুন নাহার মুন্নি, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গণি।
বক্তারা বলেন, ১৬ বছর আগে ২০০৫ সালের এই দিনে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সাতক্ষীরাসহ দেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে। জঙ্গিবাদ আবারো মাথাচাড়া দিতে শুরু করেছে উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানান বক্তারা।
তারা বলেন, জঙ্গিদের যারা লালন করে তাদেরও আইনের আওতায় নিয়ে আসতে হবে। সিরিজ বোমা হামলার ঘটনায় সাতক্ষীরায় দায়ের হওয়া মামলায় গত ১০ ফেব্রুয়ারির বিচারে ১২ জনকে বিভিন্ন মেয়াদে ৩ বছর থেকে সর্বোচ্চ ১৩ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে আদালত। বক্তারা এ সময় জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা পরিহার করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
এমএসএম / জামান

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও
