ঢাকা শনিবার, ১ নভেম্বর, ২০২৫

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সাতক্ষীরায় জঙ্গিবিরোধী মানববন্ধন


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৭-৮-২০২১ দুপুর ৩:২৭

২০০৫ সালের ১৭ আগস্ট সাতক্ষীরাসহ দেশের ৬৩টি জেলায় একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে জঙ্গিবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার (১৭ ‍আগস্ট) বেলা ১১টায় শহরের নিউমার্কেটসংলগ্ন সাতক্ষীরা-যশোর মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে ফজলুল হক। প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম।

এ সময় আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, আওয়ামী লীগ নেতা অ্যাড. আজহারুল ইসলাম, হারুনার রশীদ, লায়লা পারভীন সেজুতি, ডা. মুনসুর আহমেদ, শামীমা পারভীন রত্না, মিসেস মাহবুবা রুবি, সদস্য নাজমুন নাহার মুন্নি, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গণি।

বক্তারা বলেন, ১৬ বছর আগে ২০০৫ সালের এই দিনে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সাতক্ষীরাসহ দেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে। জঙ্গিবাদ আবারো মাথাচাড়া দিতে শুরু করেছে উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানান বক্তারা।

তারা বলেন, জঙ্গিদের যারা লালন করে তাদেরও আইনের আওতায় নিয়ে আসতে হবে। সিরিজ বোমা হামলার ঘটনায় সাতক্ষীরায় দায়ের হওয়া মামলায় গত ১০ ফেব্রুয়ারির বিচারে ১২ জনকে বিভিন্ন মেয়াদে ৩ বছর থেকে সর্বোচ্চ ১৩ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে আদালত। বক্তারা এ সময় জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা পরিহার করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

এমএসএম / জামান

‎পিরোজপুরে জাতীয়তাবাদী ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের পক্ষে গণসংযোগ

নওগাঁয় তথ্য অধিকার আইন অবজ্ঞার অভিযোগে ৬ কর্মকর্তার বিরুদ্ধে আপিল আবেদন

নাচোলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে জাতীয় সমবায় দিবস পালিত

রাণীনগরে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পে ব্যাপক অনিয়ম

মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বি.এম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফ লিটন

জয়পুরহাটে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

রাজশাহী মহানগর বিএনপি'তে সভাপতি মামুন, সম্পাদক রিটন

‎ পিরোজপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

বারহাট্টায় সমবায় দিবস পালিত

ভোলায় বিএনপি বিজেপি পাল্টাপাল্টি শোডাউন, হামলা বিজেপি অফিস ভাংচুর আহত- ২০

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন

কাউনিয়ায় ৫৪তম সমবায় দিবস পালন