ঢাবিতে চান্স পেয়েও অর্থাভাবে ভর্তি অনিশ্চয়তায় পূর্বধলার সাইফুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় মেধা তালিকার ৭২তম অবস্থানে স্থান পেয়েও অর্থের অভাবে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় রয়েছে মেধাবী ছাত্র মোঃ সাইফুল ইসলাম। সে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় সাধুপাড়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ- ৫ এবং ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় পূর্বধলা সরকারি কলেজ থেকে জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ হয়। সে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নিজ হোগলা গ্রামের মোঃ জামাল উদ্দিনের ছেলে। পূর্ব ভিকুনীয়া গ্রামের দিনমজুর মইজ উদ্দিনের মেয়ে মোছাঃ রিনা বেগমের ছেলে। সে তার নানার বাড়িতে মায়ের সাথে বসবাস করে। সংসারের ব্যয় ভার মিটিয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ালেখার খরচ বহন করার সামর্থ নেই মা মোছাঃ রিনা বেগম এর। প্রাথমিক অবস্থায় ভর্তির জন্য যে টাকা লাগবে সেটাই এখনো জোগাড় করতে পারেননি তিনি।
সাইফুল ইসলামের মা মোছাঃ রিনা বেগম জানান, একমাত্র ছেলে ছাড়া আমার আর কিছু নেই। স্বামীর সঙ্গে ডিভোর্স হবার পর থেকে ছেলেকে নিয়ে বৃদ্ধ বাবার অভাব অনটনের সংসারে বসবাস করছি। অভাবের কারনে ছেলেকে তেমন প্রাইভেট কোচিং এ পড়াশোনা করাতে পারিনি। কোনো মতে সংসার চলে। সাইফুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে এখন খরচ আরো বেড়ে গেল। দারিদ্রের সাথে লড়াই করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মোঃ সাইফুল ইসলাম জানায়, আমার বয়স যখন দুই বছর পাঁচ মাস তখন আমার বাবা এবং মায়ের ডিভোর্স হয়ে যায়। তখন থেকে মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকি। আমার বাবার বাড়ি নিজ হোগলা এবং নানার বাড়ি পূর্ব ভিকুনীয়া। আমার মা তখন থেকে নিয়ত করেছিল যে কোনভাবেই হোক আমাকে পড়াশোনা করিয়ে মানুষের মত মানুষ করবে। তাই আমাকে পূর্ব ভিকুনীয়া সরকারি বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেয়। নানার আর্থিক অবস্থা খুবই দুর্বল ছিল তাই আমাকে পড়াশোনা করানোর জন্য আমার মাকে অন্যের বাড়িতেও কাজ করতে হয়েছে। কিন্তু আমার ভাগ্য ভালো যে আমি আমার নানা- নানু, মামাদের পাশাপাশি আশেপাশে অনেক ভালো মানুষ পেয়েছি। যারা আমাকে অনেক সহযোগিতা করেছে । আমার যখন টাকার প্রয়োজন হয়েছে অথবা কোন সমস্যার সম্মুখীন হয়েছি তারা সমাধান করেছে। আমার শিক্ষকরা আমাকে অনেক সহযোগিতা করেছে। আমার এলাকার বড় ভাই ঢাকা ভার্সিটির স্টুডেন্ট শ্যামল চন্দ্র এবং আমার আরেক বড় ভাই জসিম শেখ তারা আমাকে খুব কাছ থেকে সাহায্য করেছে। দিলরুবা হাবিব শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ওসমান গনি সুমন স্যার, আমার এলাকার একজন সম্মানীয় ব্যক্তি সাংবাদিক মোস্তাক আহমেদ খান সম্পর্কে আমার নানা হয় উনিও আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। এভাবেই আমি পড়াশোনা চালিয়ে গেছি এবং পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজ করে নিজেও টাকা উপার্জন করেছি। আমি স্বপ্ন দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবো আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। ‘ঢাবিতে ভর্তির সুযোগ পেয়েছি কিন্তু মায়ের পক্ষে পড়াশোনার টাকা জোগাড় করা অসম্ভব। চান্স পেয়ে খুশি হয়েছিলাম কিন্তু ভর্তি ও পড়াশোনার টাকার চিন্তায় সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার স্বপ্ন মনে হয় আর পূরণ হবে না।’
ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রুকন উদ্দিন রানা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদ (DUPSWA) মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করে। এরই ধারাবাহিকতায় সাইফুল ইসলামকে সকল বিষয়ে সংগঠনের পক্ষ থেকে সাধ্য মতো সহযোগিতার চেষ্টা করা হবে।
পূর্বধলা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেল বলেন, ‘সাইফুল ইসলাম অসম্ভব মেধাবী। আমরা যতটুকু পেরেছি তাকে সহযোগিতা করেছি। পারিপার্শ্বিক অবস্থার কারণে সে হয়তো মেধা তালিকায় প্রথম থেকে দশের মধ্যে স্থান পায়নি, তবে সে যে মেধাবী তার প্রমাণ সে দিয়েছে। সমাজের বিত্তবান মহৎ ব্যক্তি, সরকারি বা বেসরকারি দাতা সংস্থা পাশে দাঁড়ালে সাইফুলের স্বপ্ন পূরণ হতে পারে। সাইফুল ইসলামের সাথে 01990-626170 নম্বরে যোগাযোগ করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতি বছর ‘গ’ ইউনিটে যে ৪ হাজার ৫৮২জন মেধাবী শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে তাদের মধ্যে ৭২তম মোঃ সাইফুল ইসলাম। অদম্য মেধাবী সাইফুল ইসলামের উচ্চ শিক্ষা অর্জনের লড়াইয়ে বিত্তবান মহৎ ব্যক্তি ও দাতা সংস্থা শরিক হলে লড়াইটা সহজ হবে।
এমএসএম / এমএসএম

অসদাচরণের অভিযোগ নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদককে শোকজ

‘এসব দিবস আমাদের মতো দিনমজুরের জন্য আসেনি’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

সিংড়ায় ধানের ট্রাকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজন আটক

আসল অপরাধী আমার ছেলের বউ, বললেন হিটু শেখ

নেত্রকোণা পৌরসভায় ৩টি ফার্মেসীকে ৩৩ হাজার টাকা জরিমানা

ইউএনডিপি প্রতিনিধিদলের অভয়নগরের বিভিন্ন গ্রাম আদালত পরিদর্শন

কেরানীগঞ্জে এলজিইডি অফিসে দুদক

গাকৃবিতে গ্র্যাজুয়েশন ডে উদযাপন গৌরব ও প্রত্যয়ের নতুন সূচনা

মধুখালীতে মাদ্রাসা শিক্ষক হত্যা: দ্বিতীয় স্ত্রী, শাশুড়ি ও সহযোগী গ্রেপ্তার, একজনের স্বীকারোক্তি

উৎপাদন অনুযায়ী ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়নি
