ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

শ্রীমঙ্গলে তৃতীয়বারের মতো ইস্টার সানডে উপলক্ষে সূর্যোদয় প্রার্থনা


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৩১-৩-২০২৪ দুপুর ৪:২২

খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তমান্ডলিক সূর্যোদয় প্রার্থনা।রবিবার (৩১ মার্চ) ভোরে শহরতলীর ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে ভোর ৬টায় প্রার্থনার মধ্যে দিয়ে সূচনা হয় খ্রিষ্ট ধর্মাবলম্বীদের যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস বা ইস্টার সানডের অনুষ্ঠান।

পুনরুত্থান সূর্যোদয় আন্তমান্ডলিক কমিটির সহ সভাপতি। রেভা: গুনধর রায় এর প্রার্থনার মধ্য দিয়ে ইস্টার সানডের প্রাতঃকালীন বিশেষ উপাসনা সভাটি অনুষ্ঠিত হয়।প্রভু যীশু খ্রিষ্টের পুনরুত্থান উপলক্ষে সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ও সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল পুনরুত্থান সূর্যোদয় আন্তমান্ডলিক উপাসনা কার্যকরী কমিটির সভাপতি রেভা. ফাদার জেমস শ্যামল গমেজ।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কমিটির সহ সাধারণ সম্পাদক রেভা.জন ব্রাইড গাজী।

প্রধান বক্তা হিসেবে প্রভুর বাক্য প্রচার করেন রেভা.টমাস রয়।এসময় আরও উপস্থিত ছিলেন, পালক রেভা: এভরিসন পলং,রেভা.পাইরিন সুটিং, রেভা.স্বপন হেমব্রম,রেভা ব্যাঞ্জামিন পাত্র,নরেশ বিশ্বাসসহ প্রমূখ।আলোচনা সভার ফাঁকে ফাঁকে খ্রিষ্টীয় ধর্মীয় সংগীত পরিবেশন করেন মাগুরছড়া খাসিয়াপুঞ্জির যুবক যুবতীরা। ফাদার রেভা. জেমস্ শ্যামল গমেজ বলেন, পুনরুত্থানের দিনে আমরা চাই যেনো সবাই নতুন আশা নিয়ে নতুন ভালোবাসা দিয়ে, সত্য দিয়ে জীবন- যাপন করি। সেই স্বপ্ন যেনো সবার কাছে প্রকাশিত স্বপ্ন সবার কাছে প্রকাশিত হয়।

পুনরুত্থান সূর্যোদয় আন্তঃমান্ডলিক উপাসনা কমিটির অন্যতম সদস্য পালক রেভা: জন ব্রাইট গাজী বলেন, আজকের এই দিনে খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। বাংলাদেশসহ বিশ্বের সব স্থানে খ্রিষ্ট ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় মর্যাদায় ইস্টার সানডে পালন করছেন। শ্রীমঙ্গল উপজেলায় এবার তৃতীয় বারের মতো ইস্টার সানডের প্রাতঃকালীন প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা বড় আয়োজন করেছি। এখানে ক্যাথলিক, ব্যাপ্টিস্ট, প্রেসবিটারিয়ান, চার্চ অফ গড ন্যাজরিন মিশনসহ সব খ্রিষ্ট ধর্মাবলম্বী প্রার্থনায় অংশ নিয়েছেন। এখানে আমরা ভ্রাতৃত্ববন্ধনের সঙ্গে উপাসনা করেছি। আমরা চাই আমাদের পুনরুত্থিত প্রভু যিশুখ্রিষ্টের মধ্য দিয়ে আমরা যেন সবার জন্য প্রার্থনা করতে পারি। 

মাগুরছড়া চার্চ মিশন থেকে অনুষ্ঠানে আসা খাসি জনগোষ্ঠীর খ্রিষ্ট ধর্মাবলম্বী জেনেসিসন সুটিং বলেন, শ্রীমঙ্গলে ইস্টার সানডের অনুষ্ঠান হচ্ছে, তাই ভোরবেলা ধর্মীয় সংগীত পরিবেশন করতে আমরা একটি দল নিয়ে প্রার্থনা সভায় এসেছি। আমরা এখানে আসতে পেরে খুবই আনন্দিত। কারণ দিনটি আমাদের কাছে অনেক বড় একটি দিন। এত বড় পরিস্বরের এই আয়োজনে আসতে পেরে বেশ ভালো লাগছে। আমরা এখানে প্রার্থনা করেছি, গান করেছি, সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়েছে। সব মিলিয়ে দারুণ হয়েছে।

আজ ভোরে শ্রীমঙ্গলের প্রার্থনায় যোগ দিতে আসা রেভা.গুনধর রায় এই প্রতিবেদককে বলেন,সম্মিলিত উদ্যোগের এই সূর্যোদয় সমবেত প্রার্থনা যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে। প্রার্থনায় একসঙ্গে এত মানুষের উপস্থিতি দেখে উৎসাহিত হয়েছি। শ্রীমঙ্গলের মতো প্রত্যন্ত একটি অঞ্চলে এমন আয়োজন এবারই তৃতীয়বার। এখানে অংশ নিতে পেরে ভালো খুবই ভালো লেগেছে।

তিনি আরও বলেন, 'আমরা বিশ্বের সকলের শান্তির জন্য প্রার্থনা করেছি। আমরা যেন সকল ধর্মের মানুষের সঙ্গে মিলেমিশে সুন্দরভাবে বসবাস করতে পারি। প্রভু যিশু যেন আমাদের সকলের মঙ্গল করেন।

এমএসএম / এমএসএম

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন