ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

মানিকগঞ্জে পাঁচ ডাকাত গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৪-৪-২০২৪ দুপুর ৪:২৯

মানিকগঞ্জের সিংগাইরে চেতনানাশক মিশিয়ে খাবার খাওয়ানোর পর বারান্দার লোহার গ্রীল কেটে ডাকাতির ঘটনায় ৫ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় উদ্ধার করা হয়েছে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি বড় রামদা, ১টি লোহার নাক চিরানী (তালা ও গ্রীল ভাঙ্গার কাজে ব্যবহৃত), ১টি  বড় সেলাই রেঞ্জ, ১টি ধারালো চাকু, ১টি প্লাস, ১টি টর্চ লাইট। এছাড়া লুন্ঠিত স্বর্ণালংকারের মধ্যে ৫ ভরি ৩ আনা ৫ রত্তি স্বর্ণালংকার ও স্বর্ণালংকার বিক্রির ৩ লক্ষ ৫৩ হাজার টাকাসহ লুন্ঠিত মাল বিক্রয়ের ভাগের নগদ চল্লিশ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান বিপিএম,পিপিএম বার।

গ্রেফতারকৃত আসামিরা হলো,জেলার সিংগাইর উপজেলার ওয়াইজনগর এলাকার মৃত সাদেক খানের ছেলে আব্দুল কুদ্দুস(৫০), মোঃ পর্বত খানের ছেলে মোঃ আরমান(৩৫) একই উপজেলার ছয়ানী এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ মিজান(২৫) এবং চর মাধবপুর এলাকার মোঃ ফারুকের ছেলে 
সোহাগ(২৫) ও মৃত হামিদের ছেলে ফারুক হোসেন (৩৭)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম আজাদ খান জানান, চলতি বছরের ২৮ মার্চ একটি ডাকাত চক্র কৌশলে চেতনানাশক খাবারের সাথে মিশিয়ে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের কমলনগর এলাকার প্রবাসী উজ্জ্বল সন্যাসী(৩৭) এর বাড়ীর একতলা বিল্ডিংয়ের বারান্দার লোহার গ্রীল কেটে বাড়িতে ঢুকে নগদ ৮৫ হাজার টাকা, ২০ ভরি ৮ আনা ওজনের স্বর্ণালংকার ও আনুমানিক ৫ হাজার টাকার কসমেটিকস্ পণ্যসহ সর্বমোট আনুমানিক ২১ লক্ষ ২০ হাজার টাকার মালামার লুন্ঠন করে। 

উক্ত ঘটনায় প্রবাসী উজ্জল সন্যাসীর স্ত্রী পূজা সরকার(২৩) বাদী হয়ে এজাহার দায়ের করলে অজ্ঞাতনামা ৪ জন দুস্কৃতিরকারীর বিরুদ্ধে সূত্রোক্ত মামলাটি রুজু হয়। মামলা রুজু হওয়ার পর আসামিদের ধরতে মাঠে নামে পুলিশ। পরে সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নে অভিযান চালিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত দূধর্ষ ডাকাত এবং আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় ২ জনকে গ্রেফতার করে, পরে তাদের দেওয়া তথ্যমতে অন্য ৩ জনকে গ্রেফতার করা হয় সেই সাথে লুন্ঠিত কিছু মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে এবং ঘটনার সাথে জড়িত বাকিদেরও দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি।

এমএসএম / এমএসএম

কালীগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু

বেনাপোলে মেয়াদোত্তীর্ণ কমিটিতে চলছে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন

শার্শায় সরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনে উদ্বুদ্ধকরণ

পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ বাকেরগঞ্জ বাসী

সীমান্তে রোহিঙ্গা পারাপারে সক্রিয় পাচঁ পাচারকারী আটক

রিকশাচালকের ছেলে রতন স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

বিদ্যালয়ের মূল্যবান গাছ কম দামে বিক্রির অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও তার স্বামীর বিরুদ্ধে

গোমস্তাপুরে বিএনপি নেতা মাসুদের গণসংযোগ

টাঙ্গাইলে নিউ ধলেশ্বরী নদীতে বালুবাহী বাল্কহেড চলাচলের ভাঙনে ৪০ পরিবার নিঃস্ব

কুড়িগ্রামে দুধকুমার নদীতে ডুবে বৃদ্ধা নিখোঁজ

পাঁচবিবিতে কৃষকের বাড়ী ভস্মীভূত, শত্রুতার আগুন নাকি, শর্ট সার্কিট ?

ঝিনাইদহ সূর্যের হাসি ক্লিনিকে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় বাবা ও মেয়ে দুজন নিহত