আক্কেলপুরে নির্ধারিত সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যকরে প্রশিক্ষণ কর্মশালা
জয়পুরহাটের আক্কেলপুরে নির্ধারিত সময়ে জন্ম ও মৃত্যু সনদ কার্যকরের ক্ষত্রে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার স্থানীয় সরকারের উপপরিচালক ইসরাত ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ,পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, সরকারী কমিশনার(ভূমি) মিজানুর রহমান সহ বিভিন্ন ইউনিয় পরিষদের চেয়ারম্যান , সচীব ও জনপ্রতিনিধরা প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় নির্ধারিত সময়ে জন্ম ও মৃত্যু সনদ কার্যকরের উপর গুরুত্ব দিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এমএসএম / জামান