শ্রীমঙ্গলে জমে উঠেছে ঈদ বাজার, বাড়ছে ক্রেতাদের আনাগোনা

পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন। ঈদ যতই ঘনিয়ে আসছে মার্কেটগুলোতে ক্রেতাদের আনাগোনা ততই বাড়ছে। আর সেই সাথে জমে উঠেছে ঈদের কেনাকাটা।শহরের বিভিন্ন বিপনি বিতানের পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতে কেনাকাটা শুরু হয়ে গেছে।। মার্কেট, শপিং সেন্টার, বিপণি বিতান থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত সব জায়গায় চলছে বেচাকেনা। মানুষের ভিড়ে শহড়জুড়ে তৈরি হয়েছে যানজটও।
রবিবার (৭ এপ্রিল) সরেজমিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের বিভিন্ন মার্কেটগুলোতে কাপড়, জুতা ও কসমেটিক্স দোকানে ক্রেতা সাধারণের ভিড় লক্ষ্য করা গেছে। ফুটপাতের মৌসুমি ও ভ্রাম্যমাণ দোকানেও নিম্নবিত্ত মানুষদের আনাগোনা রয়েছে।
শহরের অধিকাংশ ছোট-বড় মার্কেট এবং শপিং সেন্টার, দোকানগুলোতে করা হয়েছে লাল-নীল আলোকসজ্জা। জ্বলছে রং বেরঙের বাতি। মার্কেটগুলোতে পাঞ্জাবি-পায়জামা, শার্ট-প্যান্ট, টিশার্ট, গেঞ্জি,বোরকা,শাড়ি কাপড়, থ্রি পিস, বাচ্চাদের পোশাক, টুপিসহ বিভিন্ন চাকচিক্যময় পোশাকের ব্যাপক সমাহার।
শহরের স্টেশন রোডের মদিনা মার্কেটের গীতাশ্রী বস্ত্রালয়ের বিক্রেতা লিটন অধিকারীর সঙ্গে কথা হলে তিনি বলেন, এবার ক্রেতার চাহিদা মাথায় রেখে ভিন্ন ভিন্ন ডিজাইনের দেশী-বিদেশী পোশাক উঠিয়েছি। রোজার শেষেরদিকে ক্রেতাদের ভিড় কিছুটা দেখা যাচ্ছে। এবার বিক্রি বেশি ভালো হবে না বলে ধারণা করছেন মার্কেটের দোকানীরা।
ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবারের মতো এবারও ঈদ বাজারে এসেছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় সব পোশাক। বাজারে দেশী বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের আধুনিক ডিজাইনের সব ধরনের পোশাক রয়েছে।পাঞ্জাবি, শার্ট, গেঞ্জি, ফতোয়া, থ্রি-পিস, ট্রপিস ও শিশুদের জন্য সব ধরনের কাপড় পাওয়া যাচ্ছে। পুরুষ ক্রেতাদের তুলনায় নারী ক্রেতাই বেশি। তবে গত বছরের তুলনায় এবার সব পোশাকের দাম একটু বেশি বলে দাবি ক্রেতাদের।
শাপলা সুপার মার্কেটের পাঞ্জাবি ব্যবসায়ী এমডি আসিক বলেন, মানুষ দূর-দূরান্ত থেকে শাপলা সুপার মার্কেটে আসে কম দামে ভালো জিনিস কেনার জন্য। এ বছর রোজার শুরু থেকেই ক্রেতার পরিমাণ অনেক ভালো। আমরাও ঈদকে কেন্দ্র করে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি। বিভিন্ন ধরনের পাঞ্জাবি আমার দোকানে রয়েছে। সব ধরনের মানুষজন যাতে কেনাকাটা করতে পারে সেজন্য আমরা কম দাম থেকে শুরু করে অনেক দামের পাঞ্জাবিও রেখেছি। সর্বনিম্ন ৫শত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে ৬হাজার টাকা দামের পাঞ্জাবি আমার দোকানে রয়েছে। বিক্রি নিয়ে আমি সন্তুষ্ট। আশা করি, সামনে দিনগুলোতে আরও ভালো বিক্রি হবে।
ইশরাত জাহান (ইমা) নামের অপর এক ক্রেতা বলেন, দেশীয় ব্রান্ডের সবকিছু অনেক সুন্দর হয়, বিশেষ করে পরিবারের সবার জন্য এক ডিজাইনের মধ্যে পোশাক কেনা যায়। যেমন ছেলে আর বাবার জন্য যে পাঞ্জাবি কিনেছি, আমিও ঠিক সেইম ডিজাইনের থ্রি পিস পেয়েছি সেখানে। এই সুবিধাগুলো পেতে আগে শহরের বাহিরে ছুটতে হতো, আর এখন এখানেই পাচ্ছি সেজন্য খুব ভালো লাগছে।
সাইফুর রহমান পৌর সুপার মার্কেটের শার্ট-প্যান্ট ব্যবসায়ী রাব্বি আহমেদ বলেন, যতটা আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি ক্রেতার দেখা পাচ্ছি।জিনিস পত্রের দাম বেশি থাকার কারনে ক্রেতারা হীমসিম খাচ্ছে সারাদিনে যতটা বেচা বিক্রি হয় তারচেয়েও বেশি বিক্রি হয় সন্ধ্যার পর। এখন তো দোকানের নির্দিষ্ট টাইম নেই। সকালে থেকে রাত পর্যন্ত যতক্ষণ ক্রেতা থাকে ততক্ষণ দোকান খোলা রাখা হয়।অপরদিকে ক্রেতারা বলছেন, সারাদিন রোজা রেখে মার্কেট করতে আসলে ক্লান্ত হয়ে যেতে হয়। তাই ইফতার করে সন্ধ্যার পরই বাড়ি থেকে বের হন তারা। আর মধ্যরাত হয়ে গেলেও মার্কেট বন্ধ না হওয়ায় তেমন কোন সমস্যায় পড়তে হয় না।
কিবরিয়া চৌধুরী নামে আরেক ক্রেতা বলেন, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাব। তাই বাড়ির সবার জন্য কাপড় নিয়েছি। আসলেই শ্রীমঙ্গলে অপেক্ষাকৃত কম দামে কাপড় পাওয়া যায়। আর মার্কেটে কাপড় না মিললে ফুটপাতেও পাওয়া যাচ্ছে। মধ্যবিত্ত ক্রেতাদের জন্য এটি একটি বড় সাশ্রয়।
শহরের মিদাদ শপিং সিটি,নিউ মার্কেট,খাতুন ম্যানশন ও আব্দুল ওয়াব ম্যানশন বাজারের কয়েকজন কসমেটিক্স দোকানদারের সঙ্গে কথা হলে তারা বলেন, জিনিসপত্রের দাম গতবছরের তুলনায় বেশি কেনাবেচা তেমন ভালই হচ্ছে না, তবে রোজার শেষের দিকে ঈদের আগ মূহুর্তে আরও ভালো হবে বলে আশা করি। পোশাক ও কসমেটিক্সের পাশাপাশি বেড়েছে জুতা-স্যান্ডেলের বিক্রি। ছোট বড় সবাই আসছেন সাধ্যের মধ্যে পছন্দ মতো জুতা-স্যান্ডেল কিনতে।
সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)সার্কেল মো.আনিসুর রহমান সকালের সময়-কে বলেন,আমরা শহরের বিভিন্ন মার্কেটগুলোতে শ্রীমঙ্গল থানা পুলিশের টহল টিম দিনের বেলা টহল দেয়। শহরের বিভিন্ন বাজারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করেছি ঈদকে সামনে রেখে ব্যবসায়ী ও ক্রেতারা যেন নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে। নিরাপত্তা ও শহরের যানযট এড়াতে ট্রাফিক পুলিশের পাশাপাশি শ্রীমঙ্গল থানা পুলিশও কাজ করছেন।
এমএসএম / এমএসএম

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ
