ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

চৌগাছায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১৮-৪-২০২৪ বিকাল ৫:১৮

যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সামগ্রিক উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। দেশব্যাপি প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেছেন। প্রোটিনের জন্য উৎপাদন বাড়াতে বর্তমান সরকার বিভিন্ন সহযোগিতা অব্যহত রেখেছেন। 

তিনি বলেন খাদ্যের মধ্যে প্রোটিন দুই ধরনের। এই প্রোটিন আমরা ভেজিটেবল আর বিভিন্ন প্রাণি থেকে পেয়ে থাকি। প্রোটিন না খেলে আমাদের মাসেল বিলডাপ হয়না। মেধাশক্তি হয়না। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না। তাই আমাদের প্রতিদিন ১’শ ২০ গ্রাম প্রোটিন খেতে হবে। মাংশের দামের কারনে অনেকের পক্ষে প্রানিজ প্রোটিন ক্রয় করা সম্ভব হয়না। তাই দ্রæত বর্ধনশীল ভালো জাতের প্রাণি পালন করতে হবে। একইসাথে গুণগত মানের দিকে খেয়াল রাখতে হবে। 
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্তরে আয়োজিত প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উল্লেখিত কথাগুলো বলেন। 

তিনি বলেন, পুরুষের পাশাপাশি নারীদের সমান গুরুত্ব দিতে হবে। যুগেযুগে নারীদের সহযোগিতা ছাড়া কোন কাজই সম্পর্ণ হতোনা। এক সময় বাড়ির বিভিন্ন কাজেই নারীরা নিয়োজিত থাকতেন। কিন্তু এখন যুগ বদলেছে। প্রতিযোগিতার যুগ। পুরুষের সাথে নারীরাও বিভিন্ন কাজের সাথে যুক্ত। তাই সরকারের উন্নয়ন কর্মকান্ডে নারীদের সম্পৃক্ত করতে হবে। তাহলেই সামগ্রিক উন্নয়নে এগিয়ে যেতে আমাদের সহজ হবে। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাঃ আনোয়ারুল করিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী ও আরজান আলী, ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি, আব্দুল হামিদ মল্লিক, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলীসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের খামারিবৃন্দ। 

আলোচনা সভার আগে প্রধান অতিথি ডাঃ মোঃ তৌহিদুজ্জামান প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এছাড়া সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপি প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪  উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান নেতৃবৃন্দ প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করেন।
এছাড়া বিকালে সংসদ সদস্য উপজেলা পরিষদ মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি নেতাকর্মীদের খোঁজখবর নেন।

এমএসএম / এমএসএম

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক

তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত

পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার

উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির

আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ

নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক

নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার

লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ