চৌগাছায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সামগ্রিক উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। দেশব্যাপি প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেছেন। প্রোটিনের জন্য উৎপাদন বাড়াতে বর্তমান সরকার বিভিন্ন সহযোগিতা অব্যহত রেখেছেন।
তিনি বলেন খাদ্যের মধ্যে প্রোটিন দুই ধরনের। এই প্রোটিন আমরা ভেজিটেবল আর বিভিন্ন প্রাণি থেকে পেয়ে থাকি। প্রোটিন না খেলে আমাদের মাসেল বিলডাপ হয়না। মেধাশক্তি হয়না। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না। তাই আমাদের প্রতিদিন ১’শ ২০ গ্রাম প্রোটিন খেতে হবে। মাংশের দামের কারনে অনেকের পক্ষে প্রানিজ প্রোটিন ক্রয় করা সম্ভব হয়না। তাই দ্রæত বর্ধনশীল ভালো জাতের প্রাণি পালন করতে হবে। একইসাথে গুণগত মানের দিকে খেয়াল রাখতে হবে।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্তরে আয়োজিত প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উল্লেখিত কথাগুলো বলেন।
তিনি বলেন, পুরুষের পাশাপাশি নারীদের সমান গুরুত্ব দিতে হবে। যুগেযুগে নারীদের সহযোগিতা ছাড়া কোন কাজই সম্পর্ণ হতোনা। এক সময় বাড়ির বিভিন্ন কাজেই নারীরা নিয়োজিত থাকতেন। কিন্তু এখন যুগ বদলেছে। প্রতিযোগিতার যুগ। পুরুষের সাথে নারীরাও বিভিন্ন কাজের সাথে যুক্ত। তাই সরকারের উন্নয়ন কর্মকান্ডে নারীদের সম্পৃক্ত করতে হবে। তাহলেই সামগ্রিক উন্নয়নে এগিয়ে যেতে আমাদের সহজ হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাঃ আনোয়ারুল করিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী ও আরজান আলী, ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি, আব্দুল হামিদ মল্লিক, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলীসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের খামারিবৃন্দ।
আলোচনা সভার আগে প্রধান অতিথি ডাঃ মোঃ তৌহিদুজ্জামান প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এছাড়া সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপি প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান নেতৃবৃন্দ প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করেন।
এছাড়া বিকালে সংসদ সদস্য উপজেলা পরিষদ মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি নেতাকর্মীদের খোঁজখবর নেন।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
