ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

কোন ভাবেই থামছে না ডা. শোভনের টেস্ট বানিজ্য, সহকারী রেখে ধরিয়ে দিচ্ছে টোকেন


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৮-৪-২০২৪ বিকাল ৫:১৯

একের পর এক টেষ্ট বানিজ্য পছন্দের ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট না করানোই ডাঃ শোভনের খেদোক্তি।    যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র মেডিকেল অফিসার ডা. শোভন বিশ্বাস'র টেস্ট বানিজ্য কোন ভাবেই থামছে না। নিজের নামের সাথে একাধিকবার সংবাদের শিরোনাম হওয়ার পরেও   কোন ভাবেই থামছে না তার এই সফল টেস্ট বানিজ্য - এখন কৌশল অবলম্বন করে সহকারী রেখে সফল এই রোগীদের পকেট কাটা ব্যবসায় মেতে উঠেছে এই চিকিৎসক। গত পরশু,  আনুমানিক সকাল সাড়ে দশটার সময়ে শারীরিক অসুস্থতা জনিত সমস্যা নিয়ে স্ত্রী, সন্তানকে নিয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন নওয়াপাড়া সামছুল উলুম তেতুলতলা মাদ্রাসার শিক্ষক  মাওলানা মোঃ জাকির হোসেন।আউটডোরের টিকেট সংগ্রহ করে তিনি তার স্ত্রী, সন্তান কে নিয়ে যান ১১০নং কক্ষের ডা. শোভন বিশ্বাস'র কাছে। পরে রোগী দু'জনকে চিকিৎসা সেবা দিয়ে কিছু পরিক্ষা করাতে বলেন ডা. শোভন। রোগী দু'জনেরই টিকিটে লেখা প্রেসক্রিপশনে দেওয়া হয়,  ক্যালসিয়াম,হরমোনাল পরিক্ষার টিএসএইচ,সিবিসি নামক কিছু রক্তের পরিক্ষা। সেই পরিক্ষা করাতে সহকারীর সাথে যোগাযোগ করতে বলেন ডা. শোভন।পরে সহকারীর দেওয়া যোগাযোগের নম্বর ও নাম সম্বলিত ছোট একটি কাগজ  হাতে ধরিয়ে ডা. শোভনের কমিশন প্রাপ্ত ডায়াগনস্টিক থেকে করাতে বলেন সহকারী। এদিকে, অভিযুক্ত শিক্ষকে'র পরিচিত জায়গা থেকে উক্ত পরিক্ষা নীরিক্ষা করিয়ে ১৭ই এপ্রিল আবারও একই চিকিৎসকের কাছে রিপোর্ট দেখাতে গেলে, চিকিৎসক রাগান্বিত হয়ে বলেন, আমি কি এখান থেকে করাতে বলেছি আপনাকে?  যেখান থেকে বলেছি সেখানে জাননি কেন? আর এই রিপোর্ট করতে কত নিয়েছে বলেই ধৈর্য হারান ডা. শোভন। এদিকে রিপোর্ট দুটি দেখে মাওলানা জাকির হোসেন'র স্ত্রী কে দুটি ঔষধ ও ছেলে মাসুম বিল্লাহকে খুলনাতে মানুষিক রোগের ডাক্তার দেখাতে বলেন।ওই শিক্ষক  প্রাথমিক ভাবে ঔষধের কথা লিখে দিতে বললে অসৌজন্যমূলক আচরণ করে তার কক্ষ থেকে বাহিরে চলে যেতে বলেন।
পরে ওই শিক্ষক  তার মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী ও  পরিচিত কয়েকজন সাংবাদিককে সাথে নিয়ে চিকিৎসকের দারস্থ হলে তাদের সাথেও অসৌজন্যমূলক আচরণ করতে থাকে। এদিকে সে-সময় সাংবাদিক মিঠুন ডা. শোভন বিশ্বাসকে রোগীর সমস্যার কথা জানতে চাইলে তার সাথেও অসৌজন্যমূলক আচরণ করে তাকে চাঁদাবাজ বলে আখ্যা দেন ও  নিজের মুঠোফোনে ভিডিও ধারণ করতে বলেন আরও একজন সহকারীকে।

এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অহিদুজ্জামান বরাবর মৌখিক ও লিখিত অভিযোগ দায়ের করার সময়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন,  ক্যালসিয়ামের রক্তের পরিক্ষা হাসপাতালে হয় বললে উপস্থিত সাংবাদিকেরা প্রশ্ন করেন তাহলে বাহিরে যেতে কেন বললেন চিকিৎসক তার জবাবও চাওয়া হয়। এছাড়াও  অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা  কে এম আবু নওশাদ' বরাবরও লিখিত অভিযোগ এবং সরকারি পোস্ট অফিস হয়ে যশোর জেলা সিভিল।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান