সন্দ্বীপে ডাকাতি মামলার ছয় আসামী গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সন্দ্বীপে ডাকাতি মামলার ছয় আসামী গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে সন্দ্বীপ,থানা পুলিশ। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৯ ভরি ২ আনা স্বর্ণালংকার ও ২ টি মোবাইল। সন্দ্বীপ থানার দেওয়া সুত্রমতে গত ১৪:মার্চ দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকা হতে ৪ ঘটিকার মধ্যে সন্দ্বীপ থানাধীন বাউরিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডের এ.টি.এম শামসুল আলমের বাড়ীর মোঃ আকতার হোসেন প্রকাশ মামুন এর বসত ঘরে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন ডাকাত মিলে বিল্ডিং এর ছাদের সিঁড়ির লোহার দরজার ছিটকিনি কেটে সু-কৌশলে বিল্ডিং ঘরে ঢুকে পড়ে। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এবং মুখোশ পরিহিত অবস্থায় প্রবেশ করে তারা ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করিয়া নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।এতে ক্ষতিগ্রস্থ পরিবার সন্দ্বীপ থানায় এফআইয়ার করে। এফআইআর নং-৬, তারিখ- ১৫ মার্চ, ২০২৪; জি আর নং-২৩, সময়- ২২.৩০ ঘটিকা ধারা- 395/397 The Penal Code, 1860।
মামলা রুজুর পর তার তদন্তভার ভার পরে এসআই আনছিুর রহমান উপর। এবং মামলা রুজুর পর চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম.শফিউল্লাহ্ বিপিএম, পিপিএম এর তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আসাদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম নায়হানুল বারী, সীতাকুন্ড সার্কেল, চট্টগ্রাম এর দিক নির্দেশনা মোতাবেক মোঃ কবির হোসেন পিপিএম, অফিসার ইনচার্জ, সন্দ্বীপ থানা এর নেতৃত্বে পুলিশ টিম গঠন করে বিজ্ঞান ভিত্তিক তদন্তের মাধ্যমে ঘটনায় সম্পৃক্ত আসামীদেরকে গ্রেফতার করার জন্য সন্দ্বীপ থানা সহ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের ধারাবাহিকতায় গত ১ এপ্রিল ঘটনায় সম্পৃক্ত আসামী নুরুল আবছার (৩৪), পিতা-মৃত আব্দুল নবী, মাতা-বিবি জয়নাব, ঠিকানা: স্থায়ী: গ্রাম- মগধরা (০৩নং ওয়ার্ড) , উপজেলা/থানা- সন্দীপ, জেলা –চট্টগ্রামকে মগধরা হতে গ্রেফতার করে তার দখল হতে লুন্ঠিত মালামালের বিক্রয়ের ৭,১৬৫ টাকা ও ০১টি বাইসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। আসামী নুরুল আবছারের দেওয়া তথ্য মতে ঘটনায় জড়িত আসামী মোঃ সোহেল(৩০), পিতা-ইদ্রিস আলম, মাতা-ঝরনা বেগম , ঠিকানা: স্থায়ী: গ্রাম- বাউরিয়া (০৪নং ওয়ার্ড, কলির গো বাড়ী) থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রামকে বাউরিয়া হতে গ্রেফতার করে উক্ত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন করলে আসামী নুরুল আবছার (৩৪) বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,সন্দ্বীপ কোর্ট, চট্টগ্রাম বেলাল হোসাইন আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।অপর আসামী মোঃ সোহেল রানাকে পুলিশ রিমান্ডে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ পূর্বক তাহার বসত ঘর হতে ডাকাতির ঘটনায় ব্যবহৃত দরজা ভাঙ্গার যন্ত্রপাতি আরি ব্লেড, কোরাবারি, স্ক্রু এবং গামছা গত ১৮ এপ্রিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
অভিযানের ধারাবাহিকতায় চট্টগ্রাম র্যাব-৭ এর সহযোগিতায় ২০ এপ্রিল দুপুর বেলা ১১ টার সময় সীতাকুন্ড ভাটিয়ারি হতে ঘটনায় সম্পৃক্ত আন্তঃ জেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য ঘটনার মূলহোতা ৩। মোঃ রুবেল (৩৩), পিতা- মৃত মনির উদ্দিন প্রঃ মনির হোসেন প্রঃ মনু মিয়া, মাতা- রোকেয়া বেগম, স্থায়ী : গ্রাম- কালাপানিয়া (০৮নং ওয়ার্ড, ইউসুফ ভেন্ডারের/সেলিম সওদাগরের বাড়ী),উপজেলা/থানা- সন্দীপ, জেলা-চট্টগ্রামকে আটক করা হয় এবং তাহার তথ্যের ভিত্তিতে র্যাব-৭ এর সহযোগিতায় চট্টগ্রাম ফিরিঙ্গি বাজার হতে ২০ এপ্রিল বেলা ৩ টার সময় ডাকাত চক্রের সদস্য ৪. মোঃ মিজানুর রহমান (৫৩), পিতা- শফি উল্যাহ, মাতা- কাঞ্চন নুর, স্থায়ী : গ্রাম- মগধরা (৬নং ওয়ার্ড, ওহিদ সুকানীর বাড়ি), উপজেলা/থানা- সন্দীপ, জেলা -চট্টগ্রাম, বাংলাদেশ, ৫. মোঃ সিরাজ (৪১), পিতা- মোহাম্মদ বাহার, মাতা- পেয়ারা বেগম প্রঃ পাখি বেগম স্থায়ী : গ্রাম- উড়িরচর ৬নং ওয়ার্ড (দক্ষিণ উড়িরচর, বাহারের বাড়ী ) , উভয় উপজেলা/থানা- সন্দ্বীপ জেলা-চট্টগ্রামকে আটক করা হয়।
এরপর অফিসারর ইনর্চাজ সন্দ্বীপ থানা, চট্টগ্রাম এর নেতৃত্বে ডাকাত মোঃ রুবলে, মোঃ সিরাজ, মোঃ মিজানুর রহমান প্রকাশ নিজাম কে ধরে জ্ঞিাসাবাদ করে অভিযান পরিচালনাকালে আসামীদের দেখানো মতে সন্দ্বীপ থানার মুছাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ধোপারহাট বাজারে দিপা জুয়েলার্স নামীয় স্বর্ণের দোকান হতে স্বর্ণকার দিলিপ চন্দ্র বনিক (৪৮) পিতা-নিখিল চন্দ্র বনিক, মাতা-দূর্গা রানী বনিক, সাং-মাইটভাঙ্গা, ওয়ার্ড নং-০৯, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম থেকে ডাকাতির সময় লুন্ঠিত স্বর্ণালংকারের ৯ ভরি ২ আনা ওজনের স্বর্ণালংকার (স্বর্ণের বার) মূল্য অনুমান ১০ লক্ষ টাকা বিধি মোতাবেক ২০ তারিখ রাত ১০ ঘটিকার সময় সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার পূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়। তাছাড়াও গ্রেফতারকৃত আসামী মোঃ রুবেল এর নিকট হতে লুন্ঠিত ১ টি রেডমি এ মডেলের এনড্রয়েড মোবাইল সেট মূল্য অনুমান ৩০ হাজার টাকা এবং ঘটনায় ব্যবহৃত ১ টি মোটরসাইকেল মূল্য অনুমান ১ লক্ষ ৫০ হাজার টাকা ও আসামী মোঃ সিরাজ এর নিকট লুন্ঠিত হতে ১ টি স্যামসাং মডেলের এনড্রয়েড মোবাইল যার মূল্য অনুমান ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
আসামীদের স্বীকারোক্তি মতে জানা যায় আসামী সোহেল রানা ও আসামী মোঃ রুবেল দুঃসম্পর্কের আত্মীয়। ঘটনাস্থলে পাশেই সোহেল রানার বাড়ী। সোহেল রানা বাদী মোঃ আকতার হোসনে প্রকাশ মামুনের বাড়ীতে ঘটনার ২/৩ দিন পূর্বে ডাকাতির পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী রুবেল ডাকাত তার চক্রের অপরাপর সদস্য নুরুল আবছার, মিজানুর রহমান প্রকাশ নিজাম, সিরাজ, কালু গং দের গত ১৪ তারিখ রাত অনুমানিক ৮ ঘটিকার সময় গুপ্তছড়া বাজারে একত্রিত হয়ে মোটরসাইকেল ও বাইসাইকেল যোগে রাত অনুমান ১০ ঘটিকার সময় বাউরিয়া সোহেল এর বাড়ীতে পৌছে অবস্থান করে। রাত গভীর হলে ৬/৭জনের ডাকাত দল হাফ প্যান্ট ও এক সাইজ গেঞ্জি পরে দিবাগত রাত অর্থ্যাৎ ১৫ তারিখ ঘটনার তারিখ ও সময়ের মধ্যে বাদীর বসত বাড়ীর বিল্ডিং ঘরের ছাদ সংলগ্ন গাছ বেয়ে ছাদে উঠে ঘরে ঢোকার স্টীলের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ পূর্বক স্বর্ণালংকার ও নগদ টাকা মোবাইল লুন্ঠন করে।
এমএসএম / এমএসএম

খালিয়াজুরীতে মিথ্যা মামলায় গ্রেফতার আওয়ামীলীগ নেতা, দাবী পরিবারের

টেকনাফ সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড উদ্ভোদন

মহেশখালীতে ডাকাত সর্দার মঞ্জুর পুলিশের হাতে আটক

হাইব্রিডদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে: শেখ সাদী

শ্রীপুরে মাদকমুক্ত যুব সমাজ গড়তে সপ্তাহব্যাপী ফুটবল উৎসব

পুকুর ও খালে ভেঙ্গে পড়েছে সড়ক, ১ লাখ মানুষের দুর্ভোগ

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত
