ঢাকা বৃহষ্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি


তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও SDG অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 
 
আজ রবিবার (২১ এপ্রিল ২০২৪) বিকাল ৪টায় নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে ''বৃক্ষরোপন করি, সবুজ সুন্দর আগামি গড়ি'' স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আল মাহমুদ কায়েস এবং সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রিয়েল সরকারের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচির আওতায় প্রথম দিনেই ক্যাম্পাসের বঙ্গবন্ধু স্কয়ার থেকে বিভিন্ন জায়গায় প্রায় ২৫০টিরও অধিক বিভিন্ন প্রকার ফলের গাছ লাগানো হয়।
 
শাখা ছাত্রলীগের সভাপতি আল মাহমুদ কায়েস বলেন, ''এই বৃক্ষরোপণ কর্মসূচিতে রোপণকৃত সকল বৃক্ষের পরিচর্যা করবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও ক্যাম্পাসের প্রতিটি উপযুক্ত স্থানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বৃক্ষরোপণ করবে। একটি সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে, সবুজের সমারোহে ছবির মতো সুন্দর ক্যাম্পাস গড়ার লক্ষ্যে, ক্যাম্পাসকে সর্বদা শীতল রাখার লক্ষ্যে তথা সবুজ-সুন্দর আগামী গড়ার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার এই বৃক্ষরোপণ কর্মসূচি‌।''
 
গাছ লাগানো কর্মসূচি উপলক্ষে শাখা ছাত্রলীগের   সাধারণ সম্পাদক রিয়েল সরকার বলেন, ''বাংলাদেশে হিট ওয়েব এলার্ট জারি করা হয়েছে।আগামী ১০দিনে সারা বাংলাদেশ ছাত্রলীগ ৫ লক্ষ গাছ লাগানো পরিকল্পনা হাতে নিয়েছে । তারই ধারাবাহিকতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আগামী ১০দিনে ৫০০ গাছ  লাগানোর সিদ্ধান্ত নিয়েছে।''
 
বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তৃণা মির্জা বলেন, ''পৃথিবীতে মানুষের অন্যতম বন্ধু হলো গাছ। গাছকে ভালোবেসে যত্ন করলে ভালোবাসা গাছ কয়েকগুণ আকারে ফিরিয়ে দেয়। আমরা আজকে যে গাছ লাগিয়েছি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়, আমরা এই গাছগুলোর নিয়মিত পরিচর্যা করব। প্রকৃতির, গাছের যত্ন করলে তারা যেমন ভালো থাকবে, তারা আমাদেরকেও ভালো রাখবে।''
 
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আগামী দশদিনে সবুজ ক্যাম্পাস গড়তে প্রায় ৫০০ টি গাছ লাগাবে। সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষের অধিক বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করছে। শনিবার (২০ এপ্রিল)  সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী

বাঁশখালীতে কৃষি জমি ধ্বংস করছে মাটি খেকো সিন্ডিকেট, নির্ঘুমে প্রশাসনের অভিযান

সাভারে দৃপ্ত শপথে মানবাধিকার দিবস: অবিচার বিরোধী কণ্ঠস্বর আরও শক্তিশালী

তানোরে ৩০ ফুট গভীর নলকূপে ২ বছরের শিশু, জীবিত উদ্ধারের চেষ্টা

খালিয়াজুরীতে ইঞ্জিনের সাথে পরিহিত লুঙ্গি প্যাঁচে এক শ্রমিকের মৃত্যু

তাড়াশে আদালতের রায় অমান্য করে জমি দখলের চেষ্টা

দেশ ও জাতীর উন্নয়নে তারেক জিয়ার কর্মপরিকল্পনা প্রত্যেক ঘরে ঘরে পৌছাতে হবে : অনিন্দ্য ইসলাম অমিত

বাগেরহাটে আন্তজার্তিক দুর্নীতি প্রতিরোধ দিবসে অগ্রনী ব্যাংক পিএলসি র‌্যালী

শেরপুরে এমপি প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ: 'সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো রোধই বড় চ্যালেঞ্জ'

মধুখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

বইমেলায় লেখক-পাঠকের সেতুবন্ধন তৈরি হয়- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

জয়পুরহাট পৌরসভার নবনির্মিত জৈব সার উৎপাদন কেন্দ্রের উদ্বোধন

ফ্যাসিবাদীদের কারনে মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি-মানিকগঞ্জে রিতা