আক্কেলপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর
৪৬তম জাতীয় শোক দিবস উপলক্ষে করোনায় আক্রান্ত রোগীদের সহায়তায় জয়পুরহাটের আক্কেলপুরে পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে একটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
জানা গেছে, পল্লী সঞ্চয় ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা থেকে সকল উপজেলার সরকারি হাসপাতালে অনুদান আকারে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরের অংশ হিসেবে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন সরকার, আক্কেলপুর পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক কেএম মামুনুর রশিদ প্রমুখ।
এমএসএম / জামান