ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

পাবিপ্রবিতে এ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৪-২০২৪ দুপুর ৩:৫৮

পাবিপ্রবিতে এ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত গুচ্ছ পদ্ধতিতে দেশের ২২টি সাধারণ ও বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  এবং বাইরের ৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।‘এ'  ইউনিটের ভর্তি পরীক্ষায়  চারটি(০৪) কেন্দ্রে মোট ১১ হাজার ৩৪৩ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা ছিল এ উপকেন্দ্রে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৮৫০০জন, টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে ৪০০ জন, ইমাম গাজ্জালী গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১৭১৯ জন এবং পাবনা জিলা স্কুল কেন্দ্রে ৭২৪ জন শিক্ষার্থীর আসনের ব্যাবস্থা করা হয়।  এর মধ্যে উপস্থিতির হার ছিল  ৮৭ দশমিক ০৬ শতাংশ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

 উল্লেখ্য, সোয়েব হোসেন নামের একজন শিক্ষার্থী পরীক্ষা দিতে এসে গরমে অসুস্থ হয়ে পরে, পাবিপ্রবি মেডিকেল সেন্টারে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এদিকে পরীক্ষা চলাকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুন  পরীক্ষার হল  পরিদর্শন করেন।  

পরীক্ষা শেষে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা উৎসব মুখোর ভাবে অংশগ্রহণ করে। গরমের জন্য কেন্দ্রে ও কেন্দ্রে বাইরে পানির ব্যাবস্থা করা হয়। যাতে শিক্ষার্থীদের গরমে কষ্ট কিছুটা লাঘব হয়।একই সঙ্গে তিনি পরীক্ষার জন্য দায়িত্ব পালনকারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন,  ছাত্র উপদেষ্টা পরিচালক,  বিভিন্ন অনুষদের ডিন, ও শিক্ষকবৃন্দ।

এমএসএম / এমএসএম

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি

বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা

জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল

ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

দুুুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ

ইবিতে কুরুচিপূর্ণ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা