ঢাকা মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত র‌্যাবের নকল ড্রেস, নকল পিস্তলসহ বিভিন্ন মালামাল উদ্ধার


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২৮-৪-২০২৪ দুপুর ৪:১৭

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত র‌্যাবের নকল ড্রেস, ওকিটকি, ও নকল পিস্তলসহ নানা মালামাল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ এপ্রিল) সকালে কাশিয়ানী উপজেলার চরচাপতা গ্রামে কাশিয়ানী পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।

মুন্সিগঞ্জের গজারিয়া থানার তদন্ত কর্মকর্তা কে,এম  রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া মালামালগুলো হলো, র‌্যাবের ৮টি কোটি, র‌্যাবের ১৮টি মাস্ক, ৩টি পুলিশের মাস্ক, ২টি ওয়াকিটকি, ২টি খেলনা পিস্তল, ২টি ওয়াকিটবি চার্জার, ১টি টার্গেট লাইট, ২টি মোবাইল, ১০ টেলিটক সিম, ২টি মাইক্রোবাসের নাম্বার প্লেট, ২টি র‌্যাব লেখা স্টিকার, এসএসএফ লেখা একটি সিল। র‌্যাবে ভূয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী জালালউদ্দিন ওরফে রবিউলের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুন্সিগঞ্জের গজারিয়া থানার তদন্ত কর্মকর্তা কে. এম. রিয়াজুল ইসলাম জানান, গত ২৩ এপ্রিল দুবাই ফেরত কুমিল্লা জেলার তিতাস থানার মজিদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে নুরুজ্জামান বাড়ি ফিরছিলেন। এসময় এশিয়া ট্রন্সপোর্টের একটি বাসের গতিরোধ করে নুরুজ্জামানকে র‌্যাবের ভূয়া সদস্যরা মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। এসময় র‌্যাবের ভূয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী জালাল উদ্দিন ওরফে রবিউলের নেতৃত্বে ভূয়া সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নুরুজ্জামানের কাছে থাকা নগদ ১৭ লাখ টাকা ও ২৮ লাখ টাকার স্বর্ণালংকারসহ মোট ৪৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়। পরে তাকে নারায়নগঞ্জ জেলার একটি ইটের ভাটার পাশে ফেলে রেখে চলে যায়। 

পরে ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দিলে পুলিশ নুরুজ্জামানকে উদ্ধার করে। এ ব্যাপারে নুরজ্জামান বাদী হয়ে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার সূত্র ধরে পুলিশ তদন্তে নামে এবং মাইক্রোবাসের চালক নজরুলকে মাইক্রোবাসসহ গ্রেফতার করে।

পরে তার দেয়া তথ্য অনুযায়ী আজ রোববার সকালে কাশিয়ানী উপজেলার চরচাপতা গ্রামের হাবিবুর মোল্লার কাছ থেকে ভাড়া নেয়া নিচ তালার একটি ঘরে অভিযান চালানো হয়। এসময় ওই ঘর থেকে র‌্যাবের নকল ড্রেস, ওয়াকিটকি, ও নকল পিস্তলসহ নানা মালামাল উদ্ধার করে পুলিশ। তবে র‌্যাবের ভূয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী জালালউদ্দিন ওরফে রবিউল আগেই বাড়ী থেকে পালিয়ে যায়।

তিনি আরো জানান, র‌্যাবের ভূয়া ক্যাপ্টেন পরিচয়দানকারী জালালউদ্দিন ওরফে রবিউলসহ অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।

এমএসএম / এমএসএম

মান্দায় স্কুলের পাশে ইটভাটা, কালো ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পাবনার ৫টি আসনে লড়তে চান ৩২ প্রার্থী, বিএনপির বিদ্রোহী ৬

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে মোট ৭২ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাসারের মনোনয়ন দাখিল

রাজশাহী-৪ বাগমারা আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মনোনয়ন দাখিল

বরগুনার দুটি আসনে ১৮ জনের মনোনয়নপত্র জমা

জাতীয় সংসদ নির্বাচন: শেরপুরের তিনটি আসনে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

১৩ 'রোহিঙ্গা' নাগরিকের জন্মনিবন্ধন তৈরি- ইউপি উদ্যোক্তার স্বামী শাওন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে উলিপুর উপজেলা বিএনপির শোক প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে নেত্রকোণা জেলা বিএনপির শোক ও দোয়া মাহফিল

রায়পুরে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাসারের মনোনয়ন দাখিল

আত্রাইয়ে মাঝরাতে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ইউএনও শেখ মো. আলাউল ইসলাম