ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

পরিবেশ সংরক্ষণ বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে: পরিবেশমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৪-২০২৪ বিকাল ৭:১৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা সংক্রান্ত  বিষয়সমুহ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। তিনি বলেন, পাঠ্যক্রমে পরিবেশ সংরক্ষণের বিষয়বলী যুক্ত করে ছোট থেকেই  শিশুদের সচেতন করার তাগিদ হিসেবেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি বলেন, এছাড়া বায়ু ও শব্দ দূষণ রোধেও কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে। 

সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও এ টেকসই নগরায়ন ও পরিবেশের সুরক্ষা সুপারিশমালা বিষয়ক জাতীয় জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী এসময় পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে সকলের অভ্যাসগত দৈনন্দিন ব্যবহার পরিবর্তনের তাগিদ দেন। তিনি প্লাস্টিক ব্যবহারে সকলকে আরও সচেতন হবার আহ্বান জানান। তিনি বর্জ্য অপসারণে নগর সংশ্লিষ্টদের কার্যকরী ভূমিকার রাখার আহ্বান জানান।  মন্ত্রী বলেন, সরকার একক ভাবে কিছু করতে পারবেনা, সবাইকে নিয়ে কাজ করতে হবে।  নির্বাচনের আগে যারা বর্জ্য ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দিয়েছিলেন এমন ৪৬ জন এমপিকে নিয়ে সংসদে একটি ককাস ঘটনার আহ্বান জানান মন্ত্রী। 

এর আগে সুশীলনের প্রধাণ নির্বাহী মোস্তফা নুরুজ্জামান বলেন, খুলনা সিটি করপোরেশন এলাকায় ২টি ওয়ার্ডে আমরা কাজ শুরু করি। এখানে বর্জ ব্যবস্থাপনা ছাড়াও পানি বিষয়ক কাজ করি। যেখানে সেখা যাতে ময়লা ফেলা না হয় সে জন্য জন সচেসতনতা সৃষ্টি করা হয় ডাতে একটি সুন্দর পরিবেশ তৈরি করা যায়। বর্তমান মেয়র তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করে ওই দুই ওয়ার্ডকে মডেল হিসেবে ঘোষনা করেন।

ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরিফ জামিল বলেন, বর্তমানে পরিবেশের যে পরিস্থিতি তাতে নদীরক্ষা কমিশনকে কার্যকর করতে হবে। এখানে যাকে নিয়োগ দেয়া হয়েছে তিনি এই কাজ গুলো পারবেন বলে মনে হয় না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান বর্জব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপটেন মোহাম্মদ ফিদা হাসান বলেন, আজকের আয়োজনে আমি এসেছি কিছু শিখতে, জানতে যা পরবর্তী সময় কাজে লাগাতে পারি। বর্জব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়নে দরকার জনসচেতনতা, জনসম্পৃক্ততা। শুরুতেই যদি শিশুদের এই বিষয় শিক্ষা দেয়া যায় তাহলেই পরিবর্তন সম্ভব। 

এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রান্তিক জনগোষ্ঠীর যুব নাগরিক নেতারা তাদের বক্তব্য উপস্থাপন করেন। পরিকল্পিত নগরায়ন এবং পরিষেবা সরবরাহ, টেকসই কঠিন বর্জ্য উন্নত করার জন্য সুপারিশ করা হয়। এছাড়া ব্যবস্থাপনা, এবং নদী দূষণ, এবং বাস্তবায়নে তাদের সহায়তার জন্য নীতিনির্ধারকদের কাছে অনুরোধ করেছেন। 

এসময় , ইউএসএআইডির ডিরেক্টর মুহাম্মদ এন. খান বলেন, “সুশীল সমাজ মানবাধিকারের অগ্রগতি এবং মূল সংস্কারের পক্ষে অগ্রসর হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রমোটিং অ্যাডভোকেসি এবং রাইটস প্রোগ্রামের মতো মার্কিন সরকারের প্রতিশ্রুতিকে আন্ডারস্কোর করে। বাংলাদেশের নাগরিক সমাজ, জনসাধারণ এবং সরকারের মধ্যে অংশীদারিত্ব জোরদার করা হবে। ইউএসএআইডি এখানে ফলপ্রসূ সংলাপ সমর্থন করতে পেরে আমি গর্বিত।

তিনি বলেন, নাগরিকরা কীভাবে ইতিবাচক পরিবর্তনকে প্রভাবিত করতে পারে তা প্রদর্শন চালিয়ে যেতে আপনাদের সকলকে উৎসাহিত করি। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএসএইডের বাংলাদেশের অফিস ডিরেক্টর মোহাম্মদ খান, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট অব প্রোগ্রামস গোয়েনডোলিন এ্যাপেল, বাংলাদেশ প্রকৌশল বিশ্বদ্যিালয় সাবেক অধ্যাপক ও ডিন, ডিপার্টমেন্ট অব কেমিকেল ইঞ্জিনিয়ারিং ড. ইজাজ হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল পিএআর কর্মসূচির চিফ অব পার্টি কেটি ক্রোক, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের যুগ্ম-পরিচালক প্রদীপ কুমার রায়, ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরিফ জামিল এবং সুশীলনের প্রধান নির্বাহী মোস্তফা নুরুজ্জামান প্রমুখ।

Sunny / Sunny

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা