চৌগাছার নয়ন মালায়েশিয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
যশোরের চৌগাছার নয়ন কুমার বিশ্বাস নামের এক যুবক (২০) সুদুর মালায়েশিয়ায় আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সে উপজেলার দিঘলসিংহ গ্রামের হিন্দুপাড়া মহল্লার পিতা শ্যামল কুমার ও মা ঝর্ণা রানীর একমাত্র ছেলে। ২৯ এপ্রিল সোমবার মালায়েশিয়া সময় সকাল ১০ টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার মরাদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
নিহতের পিতা শ্যামল কুমার বিশ্বাস জানান, প্রায় ১৭ মাস আগে এনজিও থেকে ঋণ নিয়ে ৫ লাখ টাকা খরচ করে ছেলেকে মালায়েশিয়ায় পাঠায়। বিদেশ যাওয়ার পর একটি কৃষি খামারে কাজ পাই বেতন ছিল সন্তোষজনক। বিদেশ যাওয়ার পর হতে বেশ কিছু দেনা পরিশোধও করে। নিয়মিত মোবাইলে ভিডিও কল দিয়ে আমার ও তার মায়ের সাথে কথাও বলতো। ধীরে ধীরে যখন সংসারে সুখ ফিরে আসতে শুরু করেছে ঠিক সেই সময়ে আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেল। কেনইবা সে আত্মহত্যার পথ বেঁছে নিলো আমরা কিছুই বলতে পারছি না।
তিনি জানান, মালায়েশিয়ার রাজধানীর পাশেই পেনাং রাজ্যে তার ছেলে নয়ন থাকতো। নয়নের সাথে আমাদের বেশ কিছু পরিচিত আত্মীয় স্বজনও আছে। তাদের বরাত দিয়ে পিতা শ্যামল কুমার আরও বলেন, সোমবার দুপুরে তার সহকর্মীরা ফার্মের অদুরে একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি দেখতে পাই। সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে তারা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়, পরবর্তীতে দুতাবাসের মাধ্যমে মরাদেহ দেশের পাঠানোর প্রক্রিয়া শুরু করেন। কি কারনে সে আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারছেন না।
নিহতের খালাতো বোন অঞ্জনা বিশ্বাস বলেন, আমার খালার ওই একমাত্র ছেলে, তার আর কোন ছেলে মেয়ে নেই। যার কারনে ছেলের মৃত্যু সে কোন ভাবেই মেনে নিতে পারছেনা।
এমএসএম / এমএসএম