ঢাকা শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংবাদ সম্মেলন


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৩০-৪-২০২৪ দুপুর ৩:৩৫

উপজেলা পরিষদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১৬১, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সদস্য ও পূ্র্বধলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এটিএম ফয়জুর সিরাজ জুয়েল তার জামতলাস্থ ব্যক্তিগত কার্যালয়ে এই সংবাদ সম্মেলনটি করেন। ১৬১, নেত্রকোনা-৫ পূর্বধলা আসনের স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন কর্তৃক উপজেলা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা কৃষক লীগের সাবেক সদস্য মোঃ আজিজুর রহমান তালুকদার, ঘাগড়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌফিকুল ইসলাম, মোস্তাফিজুর হাকিমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, প্রয়াত সাবেক দুই বারের সাংসদ, প্রথম পূর্বধলা উপজেলার জনগণের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, পূর্বধলা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রিন্সিপাল সিরাজুল ইসলামের জৈষ্ঠ্য পুত্র। আমি এবারের উপজেলা পরিষদ নির্বাচনে জনগনের মনোনীত উপজেলার চেয়ারম্যান প্রার্থী। প্রিয় উপজেলাবাসী ও আপনারা জানেন এর আগেও আমি পরপর দুইবার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেছি। আপনারা আমাকে ভোট দিয়ে আমার পাশে ছিলেন। কিন্তু কাঙ্খিত প্রতিফলন ঘঠেনি। হয়ত মহান আল্লাহ তায়ালার রহমত হয়নি, ভাগ্য সহায় ছিলনা, তাই নির্বাচিত হতে পারিনি। প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন বাবার পর যাকে আমার রাজনীতির আদর্শ মানুষ, রাজনীতির গুরু হিসাবে মনে করতাম তিনি জননেতা বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। ১৬১, নেত্রকোনা-৫ আসনের বর্তমান সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের ৫বারের সফল সাংগঠনিক সম্পাদক। উনার সাথে আমার দীর্ঘদিনের রাজনীতির পথ চলা। আমি নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সম্মানিত সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি মঞ্চেই ছিলাম বর্তমান সাংসদের পাশে। 

প্রিয় পূর্বধলা উপজেলার সর্বস্তরের ভাই বোনেরা। আজ দু:খ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে হাজির হয়ে জানাচ্ছি যে, বর্তমান সরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ দলীয় প্রতীকবিহীন উপজেলা নির্বাচন গ্রহনে প্রস্তুত, দলীয় সিদ্ধান্তে কোন সংসদ সদস্য উনার নির্বাচনী এলাকায় কোন নিকট আত্মীয় এমনকি কাউকে একক প্রার্থী বা আমার প্রার্থী হিসেবে ঘোষনা করতে পারবে না। অথচ আমাদের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন পূর্বধলা উপজেলার বিভিন্ন সভা মঞ্চে বিতর্কিত এক প্রার্থীকে নির্বাচিত করার জন্য জনগনের কাছে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। এখনও বিভিন্ন সভা সমাবেশে তার কর্মীরা এমপির মনোনীত প্রার্থী বলেই প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

উনি ১লা এপ্রিল উপজেলার জেলা  পরিষদ অডিটরিয়ামে একই মঞ্চে তিন প্রতিদ্বন্ধি প্রার্থীকে জনগনের সামনে পরিচয় করে বলেছেন ওরা তিনজনই আমার উপজেলা চেয়রম্যান প্রার্থী। আপনারা পছন্দমতে যে কাউকে নির্বাচিত করতে পারেন। কিন্তু পরবর্তী সময়ে মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা জনাব আহমদ হোসেন বিভিন্ন পথ সভায়  বিতর্কিত প্রার্থী কথিত শিল্পপতি আসাদুজ্জামান নয়নের হাত ধরে, আওয়ামী প্রার্থী এই বলে বিভিন্ন সভায় পরিচয় করে দেন, যা বর্তমান সরকারের দলীয় সিদ্ধান্তের পরিপন্থি এবং দলের মধ্যে বিভাজন সৃষ্টি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আওয়ামীলীগের কেন্দ্রীয় পরিষদের ৫বারের সাংগঠনিক সম্পাদক হয়ে তিনি কখনই এমন কাজটি করতে পারেন না। তাই আমি উনার এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে সুষ্ঠ অবাদ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জোর দাবী জানাচ্ছি।

পরিশেষে পূর্বধলা উপজেলার সর্বস্তরের জনগনের কাছে আমি প্রত্যশা করছি আপনারা পূর্বের মতই আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব ইনশাহ্আল্লাহ। আমি আপনাদের আরও আশ্বস্ত করতে চাই আমার কোন কর্মী সমর্থক ভাইয়ের উপর যদি কোন আঘাত আসে আমি জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবো ইনশাহ্আল্লাহ।

স্থানীয় সংসদ সদস্য আহমদ হোসেনযে বিএনপি'র নেতার পক্ষে অবস্থান নিয়েছে তার কি প্রমাণ আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে এবং মিটিং এর মাধ্যমে উনি হাত তুলে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উনার মনোনীত প্রার্থী ঘোষণা করে যাচ্ছেন এগুলোর ভিডিও ডকুমেন্ট আমাদের কাছে আছে। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর উনি এটা করতে পারেন না এটা অবশ্যই নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন।

এমএসএম / এমএসএম

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

‎গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়

কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, আতঙ্কে এলাকাবাসী

লোহার খাঁচায় বন্দি পায়েরা সেতু