ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ১০ মাদক ব্যবসায়ি গ্রেফতার : মাদক উদ্ধার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১-৫-২০২৪ বিকাল ৭:৩৮

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ১০ ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। বুধবার ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেন।
তিনি জানান, জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ৪৮৫ গ্রাম শুকনো গাঁজা, ৬০পিস প্যাপেন্টাডোল প্যাবলেট, ৫ বোতল মদ এবং ১০পিস ট্রিপন ট্যাবলেট উদ্ধার সহ উল্লেখিথ ১০ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে সদর থানা পুলিশ সালন্দর ইউনিয়নের শিংপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১৫ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার পূর্বক ওই গ্রামের মৃত তৈয়ব আলীর ছেরে মো: আনোয়ার হোসেন (৩৩) কে গ্রেফতার করা হয়। বালিয়াডাঙ্গী থানা পুলিশ বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের মৃত উমর আলীর ছেলে মো: আব্দুল হামিদ (৪২) কে ১২০ গ্রাম শুকনো গাঁজাসহ গ্রেফতার করা হয়। একই সাথে ভুল্লী থানা পুলিশের অভিযানে আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামের ইয়াসিন মার্কেট এলাকায় ৫ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও ১০ পিস ট্রিপটিন ট্যাবলেট সহ ওই গ্রামের মো: আকবর আলীর ছেলে মো: রায়হান আলী (২৪) কে গ্রেফতার করা হয়।
অপরদিকে রানীশংকৈল থানা পুলিশ নন্দুয়ার ইউনিয়নের নন্দুয়ার শ্মশান ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি ধান ক্ষেত থেকে ১১০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধা করে। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে ওই গ্রামের ঢাকরু রায়ের ছেলে প্রভাত রায় (২৯) কে গ্রেফতার করা হয়। একই থানার নন্দয়ার ইউনিয়নের বলিদ্বারা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে ১০৫ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বলিদ্বারা বগুড়া পাড়া গ্রামের মো: জয়নাল আবেদিনের ছেলে মো: শরিফুল ইসলাম বাবু (২৫) ও বলিদ্বারা টাওর পাড়া গ্রামের খিতিশ চন্দ্র রায়ের ছেলে অক্ষয় রায় (২৩) কে গ্রেফতার করা হয়।  
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম পীরগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় জাবরহাট ইউনিয়নের বৃদ্ধিগাঁও গ্রামে কিনু মোহাম্মদের ছেলে মো: রশিদুল ইসরাম (৪৫) কে ৭ বোতল মদসহ গ্রেফতার করা হয়। একই থানা পুলিশ ভোমরাদহ ইউনিয়নৈর সর্দারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ৪০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ ওই গ্রামের মো: আব্দুল কাদেরে ছেলে মো: সাগর (২৭) ও ভোমরাদহ গাজীপাড়া গ্রামের মো: এমদাদুল হকের ছেলে মো: সবুজ রানা (২৩) কে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও হরিপুর থানা পুলিশের মাদক বিরোধী অবিযানে আমগাঁও ইউনিয়নের টাকিঠুকি গ্রাম থেকে ১৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই গ্রামের মো: আব্দুর রউফের ছেলে মো: আকাশ হোসেন (২৪) কে গ্রেফতার করা হয়।

বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ১০ জনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার। 

এমএসএম / এমএসএম

গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা

পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ

দৈনিক সকালে সময় পত্রিকাই সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার

জয়পুরহাটে কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন

শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

সিংড়া মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বড়লেখায় ৩ দফা দাবিতে সহকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা

কুমিল্লায় ৫ হাজার গাড়ীবহর নিয়ে বিএনপিনেতা গফুর ভূইয়ার প্রচারনা

রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩

বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি