পূর্বধলা উপজেলা নির্বাচনে প্রচারণায় এগিয়ে ভাইস-চেয়ারম্যান প্রার্থী

নেত্রকোণা পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে (কলস মার্কা) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোছাঃ সাফিয়া খাতুন। তিনি নির্বাচনী প্রচারে সাধারন জনগনের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন। তার জন্মস্থান নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলাধীন ঘাগড়া ইউনিয়নের মৌদাম কান্দাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের মেয়ে। বাবা-মার তিন সন্তানের মধ্যে সাফিয়া খাতুন মেঝো। তার বড় এক ভাই এবং ছোট এক ভাই রয়েছে।
পূর্বধলা উপজেলায় ছয়জন লড়ছেন নারী ভাইস চেয়ারম্যান পদে। এই ছয় প্রার্থীর মধ্যে বেশ আলোচনায় আছেন সাফিয়া খাতুন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ১১ টি ইউনিয়নের সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ভোট চাইছেন সাফিয়া খাতুন। তিনি নারী নেতৃত্ব বিকাশে বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন। পাড়া-মহল্লা ও গ্রামের বাড়ি বাড়ি গিয়ে নিজেকে তুলে ধরছেন। কম কথায় বুঝিয়ে দিচ্ছেন নির্বাচনী প্রচারে ইশতেহার। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোটে সবাইকে সচেতন করছেন। কিভাবে নারী নেতৃত্ব ও সমাজের জন্য কাজ করতে হয়। মোছাঃ সাফিয়া খাতুন বলেন, নারী নেতৃত্ব বিকাশে সমাজের নারীদের ভূমিকা থাকতে হবে, এখন আর নারীরা পিছিয়ে নেই। প্রতিটি নারী শিক্ষিত হলে সমাজে নারী নেতৃত্বের বিকাশ হবে। নারী নির্যাতন, যৌতুক প্রথা,বাল্য বিবাহ বন্ধ হবে, প্রতিটি নারী সমাজের অহংকার। মা শিক্ষিত হলে সন্তান তথা জাতি শিক্ষিত হবে। নারী ক্ষমতা নিশ্চিতকল্পে এবং বাল্যবিয়ের মতো অসামাজিক কাজ রোধে আমি কাজ করেছি। আমি অসহায়, ছিন্নমূল শিশুদের পাশে থেকে সবসময় কাজ করছি।
তিনি আরও বলেন, উপজেলার সাধারণ জনগনের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। আমি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। নারী নেতৃত্বে বিকাশসহ সাধারণ জনগনের জন্য যতটুকু পারি সবার পাশে থাকতে চাই। আমি আশা করছি, দল মতের উর্ধে সাধারন জনগন আমাকে (কলস মার্কা) ভোট দিয়ে নির্বাচিত করবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার পিতা একজন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার রক্ত আমার শরীরে বহমান, আমার মায়ের ইচ্ছে ছিলো বাবার মতো আমিও যেন দেশের জন্য জনগণের জন্য কাজ করি। আজ আমার মা পৃথিবীতে নেই মায়ের ইচ্ছা পূরণ করতে আমার নির্বাচনে আসা, আমি জনগণের সেবিকা হতে চাই। তাই ২১ মে ২০২৪ ইং তারিখে সারাদিন (কলস) মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।
এমএসএম / এমএসএম

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়

কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, আতঙ্কে এলাকাবাসী
