ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

রাতজধানীতে নকশা ছাড়া বাড়ি হেৃলে পড়ার ঝুঁকিতে বসবাসরত বাসিন্দারা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৫-২০২৪ দুপুর ২:১৭

রাজধানীর রামপুরা অতিপুরনো তিনতলা ভবনের ওপর ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে হারুন ও সোহেলের বিরুদ্ধে। রাজউকের নিয়মনীতির তোয়াক্কা না করে নিজেদের খেয়াল-খুশি মতো ভবন নির্মাণ করেছেন এই ব্যক্তিরা। দেড় কাঠা জমির ওপর নির্মিত ভবনটি অতিপুরনো হলেও অনিয়ম ও অব্যবস্থাপনায় চলছে নির্মাণ কাজ। স্থানীয়রা বিষয়টি রাজউকের নজরে আনলে রাজউক নোটিশ প্রদান করে সাময়িক কাজ বন্ধ করে রাজউকে হাজির হযে কারন দর্শাতে বলেন। রাজউকের নির্বাহী আদেশে স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য হাতিরঝিল থানাকে বলেন। হাতিরঝিল থানা নোটিশ জারি করে কাজ বন্ধ রাখেন। ৪০ বছর আগে নির্মিত ভবনটিতে পার্কিংপয়েন্ট জুরে রয়েছে বিপণি বিতানসহ হরেক রকম দোকান। রাজউকের নিয়ম অনুযায়ী ৪০ ভাগ জমি ছেড়ে ভবন নির্মাণের নিয়ম থাকলেও তা মানা হয়নি। রাজধানী জুড়ে দুর্ঘটনাসহ শৃঙ্খলা ফেরাতে রাজউক পুরনো ভবনের নকশা, স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিকাল ডিজাইনসহ সকল কাগজ পত্র রাজউকে জমা দেওয়ার বিধান চালু করলেও তা জমা দেননি অনেক ভবন মালিক। উল্টো পুরনো ভবনের ওপর নকশা ছাড়া বহুতল ভবন নির্মাণের মহোৎসবে মেতে উঠেছেন অসাধু মালিকরা।রাজধানী রামপুরা ওয়াপদা রোডে পুরনো তিনতলা বাড়ির ওপরে সাড়ে পাঁচতলা ভবন নির্মাণের চলমান রেখেছেন হারুন সোহেলরা । ওই ভবনের পাকিংপযেন্টজুড়ে রযেছে বিভিন্ন বিপণি-বিতানসহ নানা রকম খাবার দোকান। ভবনের চারিদিকে চল্লিশ ভাগ জামি ছাড়ার নিযম থাকলেও তা মানা হয়নি। পাশের ভবনের দেয়াল ঘেষা থাকলেও রযেছে মারাত্মক ঝুঁকি। একটি সাড়ে পাচ তলা ভবন হেলে পড়ায় ঝুঁকিতে রয়েছে ভবনের বাসিন্দারা। কিছু ভাড়াটিয়া অন্যত্র স্থানান্তর করলেও দুর্ঘটনার আশঙ্কা নিয়ে অনেকে সেখানেই থাকছেন। তারাও শিগগির ভবন ছেড়ে দেবেন বলে জানিয়েছেন ভবনটির দায়িত্বপ্রাপ্ত দোকানিরা। রাজধানী উন্নযন কর্তৃপক্ষ রাজউকঅ্যাকশন নোটিশ দিলেও তাদের নাই কোনো নজরদারি।এ ঘটনায় প্রতিবেশীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে রামপুরা ওয়াপদা রোড ২৫৫ নম্বর তিলতলা ভবনে হারুন সোহেল নামে দুই ব্যক্তি বসবাস করছেন। তিনতলায় নিজেদের বসবাস থাকলেও নিচতলা ও দ্বিতীয় ফ্লোরে রয়েছে বিউটি পার্লার,কমার্শিয়াল অফিস এবং নিচতলায় পাকিংপয়েন্ট জুড়ে রয়েছে হরেক রকম বিপণি বিতান। ভবন নির্মাণ আইনে ৪০ ভাগ জমি ছেড়ে ভবন নির্মাণের নিয়ম থাকলেও তা মানা হযনি। পাশের ভবন দেয়াল ঘেষে নির্মাণ করা হয়েছে। যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্খিত ঘটনা। রাজধানী জুরে নগর বাসীকে শৃঙ্খলায় ফেরাতে গত বছরের ১ জুন পুরনো ভবনের নকশা, স্ট্রাকচারাল ডিজাইন,ইলেকট্রিকাল ডিজাইন জমা দেওয়ার বিধান চালু করছেন রাজউক। কাগজ পত্র জমা না দিয়ে উল্টো বহুতল ভবন নির্মাণে মেতে উঠেছেন হারুন সোহেল নামের ব্যক্তিরা।রাজধানী রামপুরা ওয়াপদা রোডে ৪০ বছর আগের পুরনো তিনতলা বাড়ির ওপরে সাড়ে পাঁচতলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে হারুন সোহেলের বিরদ্ধে। ওই ভবনের পাকিংপযেন্টজুড়ে রযেছে বিভিন্ন বিপণি-বিতানসহ নানা রকম খাবার দোকান। ভবনের চারিদিকে চল্লিশ ভাগ জামি ছাড়ার নিযম থাকলেও তা মানা হয়নি। পাশের ভবনের দেয়াল ঘেষা থাকলেও রযেছে মারাত্মক ঝুঁকি। একটি সাড়ে পাচ তলা ভবন হেলে পড়ায় ঝুঁকিতে রয়েছে ভবনের বাসিন্দারা। কিছু ভাড়াটিয়া অন্যত্র স্থানান্তর করলেও দুর্ঘটনার আশঙ্কা নিয়ে অনেকে সেখানেই থাকছেন। তারাও শিগগির ভবন ছেড়ে দেবেন বলে জানিয়েছেন ভবনটির দায়িত্বপ্রাপ্ত দোকানিরা। রাজধানী উন্নযন কর্তৃপক্ষ রাজউকঅ্যাকশন নোটিশ দিলেও তাদের নাই কোনো নজরদারি।এ ঘটনায় প্রতিবেশীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
 রাজধানী রামপুরা ওয়াপদা রোডে ৪০ বছর আগের পুরনো তিনতলা বাড়ির ওপরে সাড়ে পাঁচতলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে হারুন সোহেলের বিরদ্ধে। ওই ভবনের পাকিংপযেন্টজুড়ে রযেছে বিভিন্ন বিপণি-বিতানসহ নানা রকম খাবার দোকান। ভবনের চারিদিকে চল্লিশ ভাগ জামি ছাড়ার নিযম থাকলেও তা মানা হয়নি। পাশের ভবনের দেয়াল ঘেষা থাকলেও রযেছে মারাত্মক ঝুঁকি। একটি সাড়ে পাচ তলা ভবন হেলে পড়ায় ঝুঁকিতে রয়েছে ভবনের বাসিন্দারা। কিছু ভাড়াটিয়া অন্যত্র স্থানান্তর করলেও দুর্ঘটনার আশঙ্কা নিয়ে অনেকে সেখানেই থাকছেন। তারাও শিগগির ভবন ছেড়ে দেবেন বলে জানিয়েছেন ভবনটির দায়িত্বপ্রাপ্ত দোকানিরা। রাজধানী উন্নযন কর্তৃপক্ষ রাজউকঅ্যাকশন নোটিশ দিলেও তাদের নাই কোনো নজরদারি।এ ঘটনায় প্রতিবেশীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয় হারুনের কাছে জানতে চাইলে তিনি অপরাধ বিচিত্রাকে বলেন, আমার বাবা ছয়তলার প্লান পাশ করেছেন নির্মাণ কাজ করেননি,এখন আমরা ছয়তলা করব। রাজউক আপনাদের নোটিশ জারি করে কাজ বন্ধ করল কেন এমন প্রশ্নের জবাবে বলেন,আমরা রাজউকের সাথে আলাপ আলোচনা করেছি অচিরেই সমাধান হবে। নকশা ছাড়া রাজউক কিভাবে সমাধান করবেন এমন প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি হারুন।তিনি আরও বলেন,রাজউক কিভাবে অনুমতি দিযেছে রাজউকে গেলে জানতে পারবেন। বর্তমানে রাজউকের দায়সারা নোটিশে সময় পার করছেন প্রতিষ্ঠানটি। আস্থাশীল এ প্রতিষ্ঠানটির প্রতি দিনদিন মানুষের হতাশা বাড়ছে।
এ বিষয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক জোন ৬/১ দায়িত্বে থাকা অথরাইজড অফিসার জোটন দেবনাথ এর কাছে জানতে চাইলে তিনি ফোন কল গ্রহণ করছেননা,তাঁর মোবাইলে ক্ষুদে বার্তা পাঠাালেও কোনো জবাব দিচ্ছেন না। ইমারত নির্মাণ পরিদর্শক ইমরান হোসেন বলেন,আমরা অ্যাকশন নোটিশ দিয়েছি পরবর্তীতে চুড়ান্ত নোটিশ দিযে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আপনারা আমাদেরকে সহেযোগিতা করবেন।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা