প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে হত্যার হুমকি দেওয়ার অপরাধে রাইখালী ইউপি সদস্য গ্রেফতার
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানাধীন ডংনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করে লাঞ্ছিত করা সহ হত্যার হুমকি দেওয়ার অপরাধে ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এবং রাইখালী ইউনিয়ন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য উচহলা মারমা (৪০) কে গ্রেফতার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ মে) অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়।
চন্দ্রঘোনা থানা সূত্রে ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার দুপুরে ডংনালা উচ্চ বিদ্যালয়ে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করে বিদ্যালয়টির সদ্য এমপিও ভুক্ত হওয়া এক নারী পরিচ্ছন্নতা কর্মী। সেই খাবার আয়োজনে দাওয়াত দেওয়া হয়নি অভিযুক্ত ইউপি সদস্য ও ডংনালা উচ্চ বিদ্যালয়ের সভাপতি উচহলা মারমাকে। তাই সে ক্ষিপ্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় ক্লাস চলাকালীন সময়ে প্রধান শিক্ষক মিথুন কান্তি সাহার (৫৭) অফিস কক্ষে এসে আটক করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে এবং হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরে রাখে। সেইসাথে প্রধান শিক্ষকের মুখে চড় থাপ্পড় দিয়ে আলমারীর চাবি নিয়ে ফেলে। এসময় প্রধান শিক্ষক এর অফিস কক্ষে আরো ৬ জন শিক্ষক এবং বিদ্যালয় কমিটির আরো ৩ জন সদস্য উপস্থিত ছিলো। এদিকে অভিযুক্ত ইউপি সদস্য ও পরিচালনা কমিটির সভাপতির এমন আচরণে সবাই হতভম্ব হয়। পরে অভিযুক্ত ইউপি সদস্য বিদ্যালয়ের রান্না বিষয়ক ক্লাসের কিছু হাড়ি পাতিল চুরি করে বস্তা ভরে নিয়ে যায় এবং প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি দেয়। এসময় সে তার কথা মত বিদ্যালয় পরিচালনা করতে হবে বলে প্রধান শিক্ষককে সতর্ক করে আর না হলে বিদ্যালয় এবং এলাকা ছাড়া করা সহ জানে মেরে ফেলার ও হুমকি দেয় অভিযুক্ত ওই ইউপি সদস্য। পরে প্রধান শিক্ষক মিথুন সাহা চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করার পর অভিযুক্ত ইউপি সদস্য এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উচহলা মারমকে গ্রেফতার করে চন্দ্রঘোনা থানা পুলিশ।
এদিকে সম্পূর্ণ বিষয়টির সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, এই ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য ও ডংনালা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি উচহলা মারমাকে গ্রেফতার করা হয়েছে। তাকে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এমএসএম / এমএসএম
নোয়াখালীতে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫
গাইবান্ধা সাঘাটায় ৭ নভেম্বর: বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
সাটুরিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বালিয়াকান্দিতে মিষ্টি কুমড়া চাষ করে লাক্ষপতি বেকার যুবক রিপন
ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা
অভয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন এক হাজার মানুষ
মনপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি'র ঐক্যের প্রত্যয়।বিপ্লব ও সংহতি দিবস পালিত
মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালী ও আলোচনা
রায়পুরে জামায়াত প্রার্থীর মটরসাইকেল শোভাযাত্রা
চন্দনাইশে এলডিপিতে যোগ দিলেন চেম্বার অব কর্মাসের ভাইচ প্রেসিডেন্ট এম মাহাবুব চৌধুরী
হাতের ইশারায় বাবলাকে চিহ্নিত করে দেয়া ব্যক্তিটা কে ?
শেরপুরে এনসিপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে যুবলীগ নেতা
Link Copied