এলজিইডিতে দুর্নীতি পর্ব - ৪
তৃতীয় শ্রেণীর কর্মচারী বাবুর কব্জায় আগারগাঁও
এলজিইডির তৃতীয় শ্রেণীর কর্মচারীর বেরিয়ে এলো থলের বিড়াল। দুর্নীতি ছাড়াও ওয়ার্ড রাজনীতিতে রয়েছে তার হস্তক্ষেপ। কে এই তৃতীয় শ্রেণীর কর্মচারী শহিদুল ইসলাম বাবু ওরফে হুজুর বাবু।শহিদুল ইসলাম বাবু ওরফে হুজুর বাবুর স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্যের তথ্য এসেছে সকালের সময়ের হাতে। রাজধানীর শেরেবাংলা নগর থানার ২৭ নং ওয়ার্ডটির স্বেচ্ছাসেবক লীগের কমিটি হয়নি ১৭ বছর ধরে। এবার কমিটি বাণিজ্যে বাবুর বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। কয়েকজন ভুক্তভোগী দীর্ঘদিন ধরে ২৭ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও শহিদুল ইসলাম বাবুর কথা মতো কাজ না করলে কমিটিতে পদ পাবে না বলে জানিয়ে দেয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, কমিটিতে রাখার প্রতিশ্রুতি দিয়ে এক নেতার কাছ থেকে ২ লাখ টাকা নিয়েছে বাবু। এরকম একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে কমিটিতে পদ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাবু- এমন অভিযোগ করেছেন ২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতারা। নেতারা বলেন, শহিদুল ইসলাম বাবু চাকরি করেন ২৮ নং ওয়ার্ডে এলজিইডি অধিদপ্তরে। কিন্তু তার বাসা ২৭ নং ওয়ার্ডে হওয়ায় তিনিই ২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি করে দেবেন বলে টাকা হাতিয়ে নিচ্ছেন। তার কথামতো নাকি কমিটি হবে। দুর্নীতি ছাড়াও তিনি স্বেচ্ছাসেবক লীগের মধ্যে নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানা যায়।
এদিকে অন্য এক তথ্যে জানা যায়, স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক ও ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান ইরানের বন্ধু পরিচয় দিয়ে বিভিন্ন নেতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। এমনকি স্থানীয় নেতাদের কাছে পরিচয় দেন কাউন্সিলর ফরিদুর রহমান ইরান তার ঘনিষ্ঠ বন্ধু।
নেতারা আরো বলেন, তার কথা মতো কাজ না করলে কমিটিতে জায়গা হবে না বলেও হুমকি-ধামকি দেন। নেতারা অভিযোগ করে বলেন, বাবুর কথা মতো না চললে নাকি ১৭ বছরে স্বেচ্ছাসেবক লীগের কমিটি হয়নি, আরো ৩৪ বছরেও হবে না।দ্রুত কমিটি করিয়ে দেবে এই সব বলে কমিটিতে পদ প্রত্যাশীদের কাজ থেকে হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ টাকা। কমিটি বাণিজ্য ছাড়াও আগারগাঁও এলাকায় জি টাইপ পার্কের মাঠ সংলগ্ন এলাকায় রয়েছে বাবুর নিজস্ব অফিস, যা সরকারি নিয়ম-নীতির বাইরে। স্থানীয়রা বলেন, তিনি (বাবু তৃতীয় শ্রেণীর কর্মচারী) হয়েও এলাকায় চলেন দাপটের সঙ্গে।
সূত্র জানায়, তৃতীয় শ্রেণীর গ্রেড-১৬, কর্মচারি হয়েও সরকারি ফ্ল্যাগ লাগানো ঢাকা মেট্টো গ-১৫৪৮১৯ সিরিয়াল নাম্বারের গাড়িটি ব্যবহার করে থাকেন অহরহ। যা সরকারি কর্মকর্তা ও স্থানীয়দের দৃষ্টিকটু হচ্ছে। এর আগেও এই তৃতীয় শ্রেণীর কর্মচারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার কারণে এক সময় এলজিআরডি থেকে অন্য এক দপ্তরে বদলি হলেও একজন মন্ত্রীর সুপারিশে আবারও আগারগাঁও এলজিআরডি দপ্তরে আসেন।
বর্তমানে বিভিন্ন দুর্নীতি, অনিয়ম এতো অসংগতি থাকার পরেও এলজিআরডি এখনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন। ২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতাদের দাবি, আর বিলম্ব না করে কমিটি বাণিজ্যকারী ও দুর্নীতিবাজ বাবুর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে কর্তৃপক্ষ যেনো ব্যবস্থা নেয়।
সূত্রের দাবি, শহিদুল ইসলাম বাবুর বিষয়ে এক মন্ত্রী নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার আর তার জন্য কোনো সুপারিশ করবেন না। কারণ, আগারগাঁও এলাকায় এলজিআরডি তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়েও বিভিন্ন নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, স্বেচ্ছাসেবক লীগের কমিটি বাণিজ্য ও দুর্নীতি নিজের অধিপত্যে বিস্তার, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ এবং বিভিন্ন সনামধন্য নেতাদের নাম ভাঙিয়ে দুর্নীতি ছাড়াও সরকারি চাকরি করা অবস্থায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে চাওয়া এবং সিন্ডিকেট করে কমিটি বাণিজ্যের কারণে। এ বিষয়ে শহিদুল ইসলাম বাবুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোনটি কেটে দেন। এরপর একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার