ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

চৌগাছায় বাস মালিক সমিতির কর্মীর হামলায় এক ইজিবাইক চালক আহত


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১০-৫-২০২৪ বিকাল ৬:৩০
যশোরের চৌগাছায় বাস মালিক সমিতির নিয়োগকৃত কর্মীর (সড়ক পাহারাদার) হামলায় শিমুল হোসেন অপু নামের এক ইজিবাইক চালক রক্তাত্ব জখম হয়েছে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে চৌগাছা বাজারে হামলার ঘটনা ঘটে। সে পৌর এরাকার বাকপাড়া মহল্লার মফিজ উদ্দিনের ছেলে। মুহুর্তে খবর ছড়িয়ে পড়লে দেখা দেয় উত্তেজনা। পরে মালিক সমিতির নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যক্ষদর্শী ও আহতের স্বজনরা জানান, প্রতি দিনের মত শুক্রবার সকালে শিমুল হোসেন অপু ইজিবাইক নিয়ে চৌগাছা বাজারে আসেন। সে স্বর্ণপট্টি মুখে ইজিবাইক রেখে যাত্রীর জন্য অপেক্ষা করতে থাকে। সকাল সাড়ে ৮ টার দিকে সেখান হাজির হয় বাস মালিক সমিতির সড়ক পাহারাদার পৌর এলাকার মাঠপাড়া মহল্লার মনুর ছেলে আব্দুল কাদের ও ইছাপুর গ্রামের রিপন হোসেন। তারা ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে অপুর সাথে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সেখানে থাকা কাঠের লাঠি দিয়ে ইজিবাইক চালক অপুর মাথায় আঘাত করে, রক্তাক্ত জখম হয় অপু। খবর পেয়ে তার সহযোগীরা উদ্ধার করে চৌগাছা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। এ খবর ছড়িয়ে পড়ছে ইজিবাইক চালক ও আহতের স্বজনরা চৌগাছা মেইনব বাস ষ্টান্ডে হাজির হতে থাকে দেখা উত্তেজনা। পরবর্তীতে বাস মালিক সমিতির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বাজারের একাধিক ব্যবসায়ী, পথচারী ও ইজিবাইক চালকরা জানান, চৌগাছা বাস মালিক সমিতি সড়কে ইজিবাইক ও থ্রি-হুইলার চলাচল বন্ধে একটি শক্তিশালী সড়ক পাহারাদার গড়ে তুলেছেন। এই পাহারাদাররা পালাক্রমে ভোর হতে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সড়কে পাহারা দেয়, ইজিবাইক কিংবা থ্রিহুইলারে যাত্রী পাইলে নামিয়ে দেন, শুধু তাই না যাত্রী ও চালকদের সাথে চরম দুব্যবহার করেন। কিছু কিছু সময়ে তারা চালকদের শাররীক ভাবে লাঞ্চিতও করেন। পাহারাদারদের কারনে সড়কে চরম অসহায় ইজিবাইক চালকরা।
বাস মালিক সমিতির একজন দায়িত্বশীল নেতা বলেন, সমিতির ভাবমুর্তি এই সব ছেলেদের কারনে চরম ক্ষুন্ন হচ্ছে। এটি বুঝেও যেন আমরা তাদের কিছুই করতে পারছিনা। কাদের নামের ছেলেটির কারনে সমিতি এর আগেও জরিমানা গুনেছে।
এ বিষয়ে চৌগাছা বাস ও মিনিবিাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, সকালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। আমরা দ্রæত পদক্ষেপ গ্রহন করি এবং আহতকে চিকিৎসার জন্য কিছু অর্থ দিয়েছি।

এমএসএম / এমএসএম

খালিয়াজুরীতে মিথ্যা মামলায় গ্রেফতার আওয়ামীলীগ নেতা, দাবী পরিবারের

টেকনাফ সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড উদ্ভোদন

মহেশখালীতে ডাকাত সর্দার মঞ্জুর পুলিশের হাতে আটক

হাইব্রিডদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে: শেখ সাদী

শ্রীপুরে মাদকমুক্ত যুব সমাজ গড়তে সপ্তাহব্যাপী ফুটবল উৎসব

পুকুর ও খালে ভেঙ্গে পড়েছে সড়ক, ১ লাখ মানুষের দুর্ভোগ

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা