চৌগাছায় বাস মালিক সমিতির কর্মীর হামলায় এক ইজিবাইক চালক আহত
যশোরের চৌগাছায় বাস মালিক সমিতির নিয়োগকৃত কর্মীর (সড়ক পাহারাদার) হামলায় শিমুল হোসেন অপু নামের এক ইজিবাইক চালক রক্তাত্ব জখম হয়েছে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে চৌগাছা বাজারে হামলার ঘটনা ঘটে। সে পৌর এরাকার বাকপাড়া মহল্লার মফিজ উদ্দিনের ছেলে। মুহুর্তে খবর ছড়িয়ে পড়লে দেখা দেয় উত্তেজনা। পরে মালিক সমিতির নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যক্ষদর্শী ও আহতের স্বজনরা জানান, প্রতি দিনের মত শুক্রবার সকালে শিমুল হোসেন অপু ইজিবাইক নিয়ে চৌগাছা বাজারে আসেন। সে স্বর্ণপট্টি মুখে ইজিবাইক রেখে যাত্রীর জন্য অপেক্ষা করতে থাকে। সকাল সাড়ে ৮ টার দিকে সেখান হাজির হয় বাস মালিক সমিতির সড়ক পাহারাদার পৌর এলাকার মাঠপাড়া মহল্লার মনুর ছেলে আব্দুল কাদের ও ইছাপুর গ্রামের রিপন হোসেন। তারা ইজিবাইকে যাত্রী উঠানো নিয়ে অপুর সাথে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সেখানে থাকা কাঠের লাঠি দিয়ে ইজিবাইক চালক অপুর মাথায় আঘাত করে, রক্তাক্ত জখম হয় অপু। খবর পেয়ে তার সহযোগীরা উদ্ধার করে চৌগাছা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। এ খবর ছড়িয়ে পড়ছে ইজিবাইক চালক ও আহতের স্বজনরা চৌগাছা মেইনব বাস ষ্টান্ডে হাজির হতে থাকে দেখা উত্তেজনা। পরবর্তীতে বাস মালিক সমিতির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বাজারের একাধিক ব্যবসায়ী, পথচারী ও ইজিবাইক চালকরা জানান, চৌগাছা বাস মালিক সমিতি সড়কে ইজিবাইক ও থ্রি-হুইলার চলাচল বন্ধে একটি শক্তিশালী সড়ক পাহারাদার গড়ে তুলেছেন। এই পাহারাদাররা পালাক্রমে ভোর হতে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সড়কে পাহারা দেয়, ইজিবাইক কিংবা থ্রিহুইলারে যাত্রী পাইলে নামিয়ে দেন, শুধু তাই না যাত্রী ও চালকদের সাথে চরম দুব্যবহার করেন। কিছু কিছু সময়ে তারা চালকদের শাররীক ভাবে লাঞ্চিতও করেন। পাহারাদারদের কারনে সড়কে চরম অসহায় ইজিবাইক চালকরা।
বাস মালিক সমিতির একজন দায়িত্বশীল নেতা বলেন, সমিতির ভাবমুর্তি এই সব ছেলেদের কারনে চরম ক্ষুন্ন হচ্ছে। এটি বুঝেও যেন আমরা তাদের কিছুই করতে পারছিনা। কাদের নামের ছেলেটির কারনে সমিতি এর আগেও জরিমানা গুনেছে।
এ বিষয়ে চৌগাছা বাস ও মিনিবিাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, সকালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। আমরা দ্রæত পদক্ষেপ গ্রহন করি এবং আহতকে চিকিৎসার জন্য কিছু অর্থ দিয়েছি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষক ড. সফিকুল ইসলাম
শালিখায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবচরে অসুস্থ স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগে স্বামী আটক
বাউফলে বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ
নোয়াখালীতে সাংবাদিকদের পেশাগত সম্প্রীতি বৃদ্ধির প্রত্যয়ে মিলনমেলা
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি তাকের শামস খান হিমু জাতীয় পার্টির এমপি প্রার্থী
সরকারি হাসপাতালে স্যালাইন ঝুলছে গাছে
কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
Link Copied