খাালিয়াজুরীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন দুই বিএনপি নেতা

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন দুই বিএনপি নেতা।
তারা হলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মনোয়ারা বেগম ও উপজেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান।
মোস্তাাফিজুর রহমান এরআগে উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন। আর মেনায়ারা বেগম এরআগে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।
খালিয়াজুরী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ স্বাধীন ও উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন ওই দুই প্রার্থীর দলীয় পদের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপি এবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে দলীয় সিদ্ধান্ত নিয়েছে। কোন নেতাকর্মী দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও ঘোষণা করেছে। ইতিমধ্যে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যেসব নেতাকর্মী নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নিয়েছে দলটি।
দলীয় সিদ্ধান্ত উপক্ষো করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মনোয়ারা বেগম বলেন, সরকার এবার প্রতীকবিহীন উপজেলা পরিষদ নির্বাচন ঘোষণা করেছেন। এটা আমাদের সবার জন্য বিরাট সুযোগ। এই নির্বাচনে তো দলীয় প্রতীক নেই তাই স্বতন্ত্র যেকেউ নির্বাচন করতে পারবে। যেহেতু এরআগে আমি একবার ভাইস চেয়ারম্যান ছিলাম। আমার কাজ কর্মে জনগণমুগ্ধ। জনগণ চাইছে আমি আবার প্রার্থী হই। তাই জনগণের ইচ্ছায় প্রার্থী হয়েছি। এ বিষয়ে নিজের দলের কোন চাপ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রার্থী হওয়ায় দলীয় কোন চাপ নেই। সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারছি। আমার মাঠ খুবই ভালো। ইনশাল্লাশ আমি পাশ করব।
এ বিষয়ে অপর প্রার্থী উপজেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, আগে এক সময় উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলাম। দীর্ঘদিন ধরে দল ক্ষমতায় নেই। এখন আর রাজনীতি করি না। দীর্ঘদিন দলের সাথে কোন সম্পৃক্তা নেই। এখন আমি দলের কোন পদেও নেই। নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। সেইসাথে একটি দৈনিক পত্রিকার হাওর প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করি। ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম বলে মানুষের সাথে যোগাযোগ আছে। মানুষ আমাকে পছন্দ করে, তাই প্রার্থী হয়েছি। যেহেতু দলের সাথে সম্পৃক্তা নেই তাই প্রার্থী হওয়ায় দলীয় কোন চাপও নেই। এদিকে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে। আমি নিজের মতো করে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আশা করছি পাশ করব।
তবে খালিয়াজুরী উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন বলেন, মোস্তাফিজুর রহমান উপজেলা যুবদলের আহŸায়ক কমিটির সম্মানিত সদস্য। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন । তিনি আমাদের নিষেধ শুনেননি। জেলা যুবদলের কমিটির বেশ কয়েকমাস ধরে বিলুপ্ত থাকায় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারছি না। দেখি পরে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করতে হবে।
এদিকে শনিবার খালিয়াজুরী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ স্বাধীন বলেন, মনোয়ারা বেগম দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন। মনোনয়ন প্রত্যাহার করার জন্য সুপারিশ করেছি তিনি শুনেননি। শেষ পর্যন্ত প্রত্যাহার না করলে জেলা কমিটির কাছে তাঁকে বহিষ্কারের সুপারিশ করব।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে আগামী ২৯ মে খালিয়াজুরীতে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ২২ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে দুইজন ভাইস চেয়ারম্যানের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। পরে শনিবার (১১ মে) আপিলে দুইজন তাঁদের প্রার্থীতা ফেরত পান। রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। পরদিন সোমবার (১ মে) প্রতীক বরাদ্দ ও ২৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম

ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয়নগরে আসামী গ্রেফতার করায় অতর্কিত হামলায় এএসআই শেখ সাদী আহত

টেকনাফে মাদক সাম্রাজ্য: কাদের নিয়ন্ত্রণে ভয়ংকর চোরাচালান চক্র

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান

রাণীনগরের সেই শিক্ষক আনোয়ারকে সাময়িক বরখাস্ত

মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

টাঙ্গাইলে ৩৩১২ প্রার্থী থেকে যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ৫০ জনের পুলিশে চাকরি

উত্তরবঙ্গ সেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন

নতুন শপথের মাধ্যমে বরগুনায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্রীনগরে রেলওয়ে আন্ডারপাস থেকে নারীর কাটা লাশ উদ্ধার

হাটহাজারীতে জশনে জুলুছ উদযাপিত

গলাচিপায় প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
