"মায়ের তুলনা শুধুই মা"
আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর নিঃস্বার্থ এক ভালোবাসার উদাহরণ মা। সকল স্বপ্ন পূরণ করতে যিনি ছায়ার মতন আমাদের পাশে থাকেন, আগলে রাখেন, সমস্ত বিপদ থেকে এগিয়ে চলার অদম্য শক্তি যোগান তিনিই মা। পৃথিবীতে যত সম্পর্ক আছে সবার উপরে হচ্ছে মা এবং সন্তানের সম্পর্ক। মা দিবসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের এক অন্যতম মুহূর্ত তুলে ধরেছে আবু হুরায়রা।
"মা পৃথিবীর সবচেয়ে দামী উপহার"
মা হলো পৃথিবীর সবচেয়ে দামী উপহার। যার সাথে পৃথিবীর কোন কিছুর তুলনা হয় না। মা হলো এমন একজন যিনি অন্য সবার স্থান নিতে পারেন, কিন্তু তার স্থান কেউ নিতে পারে না। "মা" শব্দটির মতো পবিত্র, স্নিগ্ধ, মধুর আর কোমল শব্দ এই বিশ্বে আর দু'টি নেই। আমার মা আমার কাছে সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ মা। আমার স্বপ্নকে সত্যি করার জন্য তিনি সবকিছু করতে পারেন। তিনি সব সময় তার ভালোবাসা, মায়া ও যত্ন দিয়ে আমায় আগলে রেখেছেন। মা আমার জীবনের ধ্রুবক, ভিত্তি ও মূল বিন্দু। মায়ের মুখ খানি দেখলেই অদ্ভুত এক শান্তি অনুভব হয়, সকল দুঃখ কষ্ট ভুলে যাই। মায়েরা কখনোই অবসরপ্রাপ্ত হন না, তার সন্তান যত বড়ই হোক না কেন, তিনি সর্বদাই একজন মা। জীবনে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসলে সেটি হচ্ছে মা।
ইশা দেবনাথ,
বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ,
গণ বিশ্ববিদ্যালয়।
"মায়ের কোন সংজ্ঞা হয় না"
যদি আমাকে প্রশ্ন করা হয়, মা মানে কি? এক কথায় উত্তর হবে মা মানে পৃথিবী। হাজার হাজার শব্দ দিয়েও যদি মাকে সংজ্ঞায়িত করি, তবুও হয়ত মায়ের সংজ্ঞায়ন শেষ হবে না। এই মহাশূন্যের যেমন কোন সীমা নেই, ঠিক তেমনি মায়ের ভালবাসার কোন সীমা থাকে না। চিরন্তন একটি আশ্রয়ের নাম হল মা। বাংলাদেশে মে মাসের দ্বিতীয় রবিবারে পালিত হয় মা দিবস। মা দিবসের উদ্দেশ্য হচ্ছে বিশ্বের সকল মাকে যথাযথ সম্মান প্রদর্শন করা । কিন্ত সেই সম্মান কখনোই শুধু মা দিবস বা একদিনের জন্য হওয়া কাম্য নয়। মায়ের ভালবাসা কখনও অর্থ দিয়ে ক্রয় করা সম্ভব নয়। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে এখন পর্যন্ত এমন একদিনও এমন হয়নি মা আমাকে ফোন দিয়ে খবর নেইনি। ভালোবাসি মা!
মেহরাব হোসেন,
মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম বিভাগ,
বরিশাল বিশ্ববিদ্যালয়।
"একমাত্র ভরসার প্রতীক মা"
মা শব্দটি ছোট হলেও এর অর্থের পরিধি বিশাল, ভাষায় প্রকাশ করেও এর মর্মার্থ শেষ করা যায়না। এই স্বার্থপরতার পৃথিবীতে কেউ যদি নিঃস্বার্থে ভালোবাসে তিনি হলেন আমার মা। একমাত্র ভরসার প্রতীক ও সব ঝড়-বৃষ্টি উপেক্ষা করে এই মানুষটি বটবৃক্ষের ন্যায় অবিচল ছায়ার মতো আগলে রাখে। মা ছাড়া আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। পৃথিবীর সবার কাছে বয়সে, আচরণে, অভিজ্ঞতায় বড় হলেও মা এর কাছে কখনোই বড় হতে পারিনি। এখনো বাইরে গেলেই মা এর দুশ্চিন্তার কোন অন্ত থাকেনা , কোথাও কোন বিপদ হয় কি না। মাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু কখনো বলা হয়ে ওঠে না। মাকে ভালোবাসার জন্য একটা বিশেষ দিন আমার কাছে যথেষ্ট নয়। মা তোমায় যে বড্ড বেশি ভালোবাসি।
এলেন রহমান,
ইন্ড্রাসট্রিয়াল এন্ড প্রোডাকশন ইন্জিনিয়ারিং বিভাগ,
বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল।
"মা- অদৃশ্য হৃদয়ের সঙ্গী"
মা- অদৃশ্য হৃদয়ের সঙ্গী। তার প্রেম আমাকে সবসময় আপন করে রাখে, আমার শক্তি ও সাহায্য হিসেবে। তার মধ্যে আছে অসীম সম্মান, স্নেহ, ও বিনম্রতা। তার অমিষ্টি বাণী, কার্যক্ষমতা, ও শিক্ষাদানের মাধ্যমে আমি প্রত্যেকটি দিকে প্রগতি করতে পারি। মা হলো এমন একটি অদৃশ্য হাত সর্বদা আমাকে সব সমস্যা থেকে মুক্তি দেয়। মা - অসাধারণ, অপ্রতিসাম্যপূর্ণ এবং অমূল্য। মা মানব জীবনের সবচেয়ে অমূল্যবান সম্পত্তি। মা একজন শিক্ষিকা, পরিচালিকা, অভিনেত্রী, প্রেরণা, সহানুভূতি এবং অধ্যাপিকা। এই মা দিবসে পৃথিবীর সকল মাকে জানাই বিনম্র শ্রদ্ধা কৃতজ্ঞতা ও ভালোবাসা। আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া আমার মা।
মোসা: রুবাইয়া জান্নাত বৃষ্টি,
দর্শন বিভাগ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এমএসএম / এমএসএম