সাটুরিয়া উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ

আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন প্রাথীদের মাঝে প্রতীক বরাদ্ধ সম্পন্ন হয়েছে।
মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটানিং অফিসার ( মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) মোহাম্মদ আলী সোমবার দপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকল প্রার্থীদের উপস্থিতিতে এ প্রতীক বরাদ্ধ সম্পন্ন করেন।
মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটানিং অফিস সূত্রে জানা যায়, ৬ষ্ঠ উপজেলা ও ৩য় দাপে নির্বাচনে সাটুরিয়া চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন অনলাইনে জমা দিয়ে ছিলেন। এবং তাদের সকল মনোনয়ন বৈধ ঘোষনা করেন।
প্রতীক বরাদ্ধ প্রার্থীরা হচ্ছেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, ঘোড়া মার্কা, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান আলী, মোটর সাইকেল, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. গোলাম হোসেন, আনারস, সহ সভাপতি মো. আমজাদ হোসেন লালমিয়া, কাপ পিরিচ, বালিয়াটি ইউনিয়নের হাজিপুর গ্রামের পীরজাদা মোশারফ হোসেন, হেলিকপ্টার এবং সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বাবু পেয়েছেন দোয়াত কলম প্রতীক।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে যুবদল নেতা সোহেল রানা মাইক, সাটুরিয়া উপজেলা জাসদের যুগ্ন আহবায়ক ফয়েজ আহম্মেদ, টিয়া পাখি, বর্তমান ভাইস চেয়ারম্যান আবুল বাশার বাদশা, তালা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল হোসেন, চশমা, সাটুরিয়া উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মো. আঃ মাজেদ, উড়োজাহাজ, সাটুরিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ কামরুল হাসান খোকন টিউবওয়েল এবং অধ্যক্ষ মো. ইসহাক পেয়েছেন বই প্রতীক।
আওয়ামী লীগ নেত্রী ও বর্তমান ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, ফুটবল, সাটুরিয়া উপজেলা বিএনপি মহিলা দলের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা ও বালিয়াটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত আব্দুস সোবহানের কন্যা মুন্নি আক্তার, প্রজাপতি, সাটুরিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেফালি আক্তার, হাঁস, এবং সাটুরিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বেগম পেয়েছেন কলস প্রতীক।
উল্লেখ্য, সাটুরিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়ন জমা দিলেও ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিলে ৬ জন প্রার্থী লড়বেন। অপর দিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন দিলে তাদেরগুলি মনোনয়ন বৈধ হয়। সোমবার মোট ১৭ প্রাথীদের মধ্যে প্রতীক বরাদ্ধ শেষ হল।
আগামী ২৯ মে ২০২৪ ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ৩য় ধাপে সাটুরিয়া উপজেলায় ৯টি ইউনিয়নে ৬০ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে পুরুষ ভোটার সংখ্যা রয়েছে ৭৬ হাজার ২ শত ২৫ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৭৬ হাজার ৭২ ভোট। মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ৩ শত ৪৭ ভোট।
এমএসএম / এমএসএম

বড়লেখায় ব্যবসায়ীর সাথে বিধবা নারীর প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ

বিসিএস ক্যাডার হওয়া এক গর্বিত স্বপ্নের নাম, শাকিল শেখ

কেরানীগঞ্জে প্রকাশ্যে খুন

চট্টগ্রামে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বাকলিয়া থানা কমিটি গঠিত

চল্লিশ বছর পর চলনবিলে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডিসি অফিসের দুই কর্মচারী নিহত

লাকসমের ইউএনও কাউছার হামিদ ছাত্র-জনতাকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন

তানোরে ভূমিদস্যু আ.লীগ নেতা গ্রেফতার

কসবা পৌর যুবদলের সদস্য সচিব রাকিব মিয়া চাঁদাবাজি ও প্রতারণা মামলায় গ্রেফতার

দুমকী প্রেসক্লাবের নেতৃত্বে আবুল হোসেন ও সাইদুর খান

সাঘাটায় করতোয়া নদী থেকে অবৈধ বালু বিক্রেতা গ্রেফতার

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
