ঢাকা বৃহষ্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বাউফলে নির্বাচনী সহিংসতা

দুই পক্ষের হামলা পাল্টা হামলায় আহত-২


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৫-২০২৪ বিকাল ৫:১৭

পটুয়াখালীর বাউফলে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোতালেব হাওলাদার ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোসারেফ হোসেন খানের কর্মী-সমর্থকদের মধ্যে হামলা - পাল্টা  হামলা ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুইজন  আহত হয়েছেন। 
গতকাল বুধবার (১৫মে) রাত ১০টার দিকে উপজেলার বগা ইউনিয়নে রাজনগর গ্রামে আনারস প্রতীকের এক সমর্থকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায় ঘোড়া প্রতীকের সমর্থকেরা। এ হামলার ঘটনার ১৪ ঘন্টার মাথায় বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টার দিকে একই ইউনিয়নের শাপলাখালী এলাকায় ঘোড়া প্রতীকের এক সমর্থক ও ইউপি সদস্যের ওপর  পাল্টা হামলার ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র ও আহতদের পরিবার জানায়, বুধবার রাত ১০টার দিকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোতালেব হাওলাদারের ছেলে বগা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসানের নেতৃত্বে মটরসাইকেল বহর নিয়ে আনারস প্রতীকের সমর্থক মো. শাহীন গাজীর (৩৩) ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়। এসময়  তার ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। তাকে পিটিয়ে ও কুপিয়ে  আহত করা হয়। ওইদিন রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। আহত শাহীন গাজী রাজনগর গ্রামের মুক্তিযোদ্ধা কালা গাজীর ছেলে ও ৬নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ সভাপতি।

এঘটনার জের ধরে  বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে একই ইউনিয়নের শাপলাখালী রাস্তার মাথায় ঘোড়া প্রতীকের সমর্থক ও প্রার্থীর ভাগিনা ইউপি সদস্য সাইদুর রহমান সুমনের (৩৪) ওপর হামলা চালানো হয়। এসময় তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। সুমন ওই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড ইউপি সদস্য।  আহত সুমনকে বগা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে  প্রাথমিক চিকিৎসা শেষে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন,‘ খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

এমএসএম / এমএসএম

নরসিংদীতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, অর্ধ শতাধিক আসামি গ্রেফতার

নাঙ্গলকোটে যৌতুকের দাবিতে নববধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ীর বিরুদ্ধে

পাবনা জেলার ফরিদপুর ও সাঁথিয়ায় যৌথ অভিযানে ৫৬ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত ১৩ কোটি টাকার পণ্য চালান আটক

কুমিল্লায় নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ

ধামইরহাটে ওয়ার্ড কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে বিএনপির কর্মসূচিতে সাংবাদিক  হেনস্তার শিকার

পটুয়াখালীতে আলোচি লামিয়া ধর্ষণ ও আত্মহত্যা মামলা: তিন আসামির ১০ বছরের কারাদণ্ড

দোহারে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন

হাটহাজারী মডেল থানা চত্বরে পুলিশের উপর আক্রমণ করে গ্রেফতার হল শিবির নেতা

তজুমদ্দিনে যৌথ বাহিনীর অভিযানে দুইজন আটক

টাঙ্গাইলের নাগরপুরে ব্রিজের ব্লক নির্মাণে এলজিইডির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে যুবককে কুপিয়ে যখম