মিরসরাইয়ে প্রবাসীকে অপহরণ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া চরারকুল এলাকা থেকে সৌদি আরব থেকে আসা দিদারুল আলম (৫০) নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে সিএনজিতে করে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মিরসরাই থানায় অভিযোগ করেছেন প্রবাসীর স্ত্রী। দিদারুল আলম মসজিদিয়া চরারকুল এলাকার গনি মেম্বার বাড়ির মৃত কোব্বাত আহম্মেদের ছেলে।
প্রবাসী দিদারুল আলমের বড় ছেলে ফয়সাল আলম দিহান জানান, তার বাবা দীর্ঘদিন প্রবাস জীবনে থাকলেও তার সাথে এলাকার কোনো লোকের শত্রুতা নেই। তার বাবা প্রবাসে থাকার সূত্রে এক ব্যক্তি সৌদি আরব যাওয়ার জন্য তাকে ধরলে তাকে বিদেশ নিয়ে যান। এক বছর প্রবাস জীবন তিনি কাটিয়ে পরবর্তীতে দেশে ফিরে এলে আমার বাবাকে বিভিন্ন সময়ে টাকার জন্য চাপ প্রয়োগ করে থাকেন। আজ মসজিদ থেকে ফেরার পথে বাড়ির সামনে থেকে একটি নম্বরবিহীন সিএনজিতে কিছু লোক এসে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ওই সিএনজিতে নিয়ে চলে যায়।
এমএসএম / জামান