ডিজিডিপি এর ঔষধ ও মেডিক্যাল যন্ত্রপাতি কেনা বেচার জালিয়াতি চক্রের প্রতারক গ্রেপ্তার

প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরে ঔষধ ও মেডিক্যাল সামগ্রী ক্রয় প্রক্রিয়ায় প্রতারণা ও জালিয়াতির প্রচেষ্টায় প্রতারক চক্রের ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
শনিবার ১৮ ই মে র্যাব-১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর (ডিজিডিপি) একটি স্বনামধন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন থেকেই ডিজিডিপি ক্রয় পদ্ধতি গতিশীল, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক। অনুসন্ধানে জানা যায়, জীবন রক্ষাকারী নকল ঔষধ এবং মেডিক্যাল যন্ত্রপাতি বিক্রি করে সরকারি প্রতিষ্ঠান থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে, কিছু সংখ্যক প্রতারক চক্র । র্যাব-১ গোয়েন্দা ও আভিযানিক তৎপরতা শুরু করে এবং ১৭ই মে ২০২৪ তারিখে রাজধানীর মানিকদি ও দিয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে নকল ঔষধ এবং মেডিক্যাল যন্ত্রপাতি সরবরাহকারী প্রতারক চক্রের ২ জন সদস্য মোঃ নাজমুল হক ও মোঃ ফারুক হোসেন’কে আটক করতে সক্ষম হয়।
প্রতারক মোঃ নাজমুল হক নিয়মিতভাবে সরকারী প্রতিষ্ঠানে বিভিন্ন উন্মুক্ত দরপত্রে অংশগ্রহণ করে। প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের দেশী ও বৈদেশিক ভেটেরিনারী মেডিসিন ১৮৪ প্রকার এবং মেডিসিন এন্ড এ্যাপ্লায়েন্স ১১০৪ প্রকারের জন্য গত ২৫ আগস্ট ২০২২ তারিখে দরপত্রে অংশ গ্রহণ করে। এতে সর্বমোট চুক্তি মূল্য ৪,১৯,৯৫,০০০ টাকার বিপরীতে নিরাপত্তা জামানত বাবদ ৪১,৯৯,৫০০ টাকা উত্তরা ব্যাংক লিঃ, লোকাল অফিস, ঢাকার নামে ভূয়া পে-অর্ডার জমা করে। পাশাপাশি গত ০৭ মে ২০২৩ তারিখ ডেলিভারী চালানের মাধ্যমে দুইটি আইটেম যাহার নং-৪৬৯ মূল্য ২৫,৫০,০০০/- টাকা ও আইটেম নং- ৫৮০ মূল্য ৭০,০০,০০০/- টাকা সরবরাহ করে। সরবরাহকৃত ০২ প্রকার মেডিসিন যথাক্রমে Inj Hepabig (Hepatitis B Immune Globulin, Human) এবং Inj WinRho (Human Anti-D Immunoglobulin) ঔষধ সমূহের গুনগত মান সম্পর্কে সন্দেহ হলে নিয়ম মোতাবেক ঔষধের গুনগত মান পরীক্ষা নিরীক্ষা করে ট্রেড ফেয়ার ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী প্রতারক মোঃ নাজমুল হক Royal Traders কোম্পানীর DAR নম্বরটি তার নকল ঔষধ দুটিতে ব্যবহার করে প্রতারনার আশ্রয় গ্রহণ করে।
এছাড়াও গত ১৩ এপ্রিল ২০২৩ তারিখ ১২ (বার) প্রকারের বিভিন্ন ভেটেরিনারি ঔষধ সামগ্রী সরবরাহের জন্য সর্বমোট চুক্তি মূল্য ১২,২০,০৯০ টাকার বিপরীতে নিরাপত্তা জামানত বাবদ ১,২২,০০৯ টাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ, ইউসিবিএল গুলশান শাখা, ঢাকার নামে ভূয়া পে-অর্ডার জমা করে। পাশাপাশি গত ০৭ মে ২০২৩ তারিখে ডেলিভারী চালানের মাধ্যমে দুইটি আইটেম যাহার নং-৭০৪২ মূল্য ১,১৫,০০০/- টাকা ও আইটেম নং-৭০৮০ মূল্য ২,৯০,০০০/- টাকা সরবরাহ করে। সরবরাহকৃত ০২ প্রকার মেডিসিন যথাক্রমে (Inj Mastijet Forte Batch/Lot No A101A03 ও Inj Eurican DHPP12 LR Vaccine Batch/Lot No L419255) ঔষধ সমূহের গুনগত মান সম্পর্কে সন্দেহ হলে নিয়ম মোতাবেক ঔষধের গুনগত মান পরীক্ষা নিরীক্ষা করে ট্রেড ফেয়ার ইন্টারন্যাশনাল স্বত্বাধিকারী প্রতারক মোঃ নাজমুল হক সরকার অনুমোদিত বৈধ আমদানীকারক কর্তৃক আমদানীকৃত নির্দিষ্ট ভেটেরিনারি ঔষধ সরবরাহ না করে নকল ২টি ভেটেরিনারি ঔষধ সরবরাহ করে, যা প্রাণী স্বাস্থের জন্য হুমকী স্বরূপ।
অপর দিকে প্রতারক মোঃ ফারুক হোসেন সেগুনবাগিচা, ঢাকা প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরে বিদেশের একটি কোম্পানীর (USA) নামে ভূয়া এবং জাল সনদপত্র তৈরী করে সশস্ত্রবাহিনীর জন্য মেডিক্যাল যন্ত্রপাতি বিক্রয়ের নিমিত্তে দরপত্রে অংশগ্রহণ করে জালিয়াতির আশ্রয় নেয়। যা পরবর্তীতে প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর (ডিজিডিপি) কর্তৃক উৎঘাটিত হয়ে র্যাব-১ কর্তৃক ধৃত হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ নাজমুল হক এবং মোঃ ফারুক হোসেন উভয়েই টেন্ডার প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র জালজালিয়াতি ও প্রতারনার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বিমানবন্দরে অগ্নিকাণ্ড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে

সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে: জাতীয় সংলাপে আল্লামা এম এ মতিন

উত্তরার মালেকাবানু বিদ্যালয়ের শিক্ষার্থীদের এস এম জাহাঙ্গীরের ছাতা উপহার

আফাজ উদ্দিনের তত্ত্বাবধানে উত্তরায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনীতে জনতার ঢল

কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের সাঁড়াশি অভিযান

আইসিআরসি-সিআরপি যৌথ সংবাদ সম্মেলন

রুয়াপ নির্বাচনে ড. মো: আবু বকর ও রাসেল পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারবর্গ তারেক রহমানের কাছে স্মারকলিপি প্রদান

ঝিলমিলে নির্মাণাধীন স্কুল-কলেজ, মসজিদ এবং কবরস্থানের কাজের অগ্রগতি দেখলেন রাজউক চেয়ারম্যান

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ঢাকা স্পেশালাইজড হসপিটালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ভবন-২ এর শুভ উদ্বোধন
