ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের ইতিহাস মুছে ফেলার চক্রান্তের প্রতিবাদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৫-২০২৪ দুপুর ৪:৫৫

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি আলহাজ¦ কাজী মাওলানা মোহাম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান বঙ্গ ১৮ মে শনিবার এক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের ইতিহাস মুছে ফেলার চক্রান্তের প্রতিবাদ জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, একটি কুচক্রী মহল বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠা সাল নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে। তারা বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের আন্দোলন-সংগ্রামের গৌরবজ্জ্বল অতীত ইতিহাসকে মুছে ফেলতে ষড়যন্ত্র চলছে। ১৯৬৬ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে আওয়ামী উলামা পার্টি নামে সংগঠনটি যাত্রা শুরু করে। পাকিস্তান আমলে আওয়ামী উলামা পার্টি পূর্ব-পাকিস্তানে ৬ দফার পক্ষে জনমত গড়ে তুলতে দেশব্যাপী কাজ করেন। তখন ওলামা পার্টির নেতা ছিলেন মাওলানা অলিউর রহমান। এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ওলামা লীগ নবরূপে যাত্রা শুরু করে। দলের দুঃসময়ে রাজপথে থেকে ওলামা লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের জন্য নিরলসভাবে কাজ করে গেছে এবং দলের অনেকে হামলা, মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলায়ও ওলামা লীগের অনেক কর্মী নিহত ও আহত হয়েছেন। বিভিন্ন পত্র-পত্রিকায় বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের আন্দোলন-সংগ্রামের সংবাদ ছাপা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের-সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওলামা লীগের অতীত ইতিহাস সম্পর্কে অবগত রয়েছেন। ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত আওয়ামী লীগের সকল আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের নেতাকর্মীরা।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত বছরের ২০ মে ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখকে প্রতিষ্ঠাবার্ষিকী বলে ঢাকাসহ সারাদেশে পোস্টার লাগিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। চক্রান্তকারীদের হাত থেকে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগকে রক্ষা করতে আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানাচ্ছি। যারা অতীত ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।

বিবৃতিতে আরও স্বাক্ষর করেন কার্যকরী সভাপতি মাওলানা মো. আনোয়ার শাহ কাশ্মিরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাবিবুল্লাহ রূপগঞ্জী, সহ-সভাপতি অধ্যাপক কাজী মাওলানা মো. নোমান চৌধুরী, মাওলানা আব্দুস সোবহান পীর সাহেব রংপুর, মাওলানা একেএম ওয়াহিদি চেচুয়াজানী পীর সাহেব, মাওলানা মো. শহিদুল ইসলাম হাওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সবুর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন, হাজী মিস্টার ফারুক মিয়াজী, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মো. নুরুল আজিম মাইজভান্ডারী-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা