সন্দ্বীপে সুদের টাকার জন্য ব্যবসায়ীর হাত পা ভাঙ্গলো সুদের ব্যবসায়ী
সন্দ্বীপে সুদের পাওনা টাকা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মেরে হাত পা ভেঙ্গে দিয়েছে স্থানীয় সুদের ব্যবসায়ী। আহত ব্যবসায়ীর নাম আশিষ বনিক (৪৭)। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় সন্দ্বীপ থানায় একটি লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
সারিকাইত ইউনিয়নের শিবের হাটের নিউ জয়া জুয়েলার্সের মালিক আশিষ বনিক ব্যবসায়ে বিনিয়োগের জন্য স্থানীয় সুদের ব্যবসায়ী বিশ্বজিত সূত্রধর ও তার ভাই লিটন সূত্রধরের কাছ থেকে মাসিক সুদের ভিত্তিতে দুই লাখ টাকা নেয়। আশিষ বনিক ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সময়মতো সুদসমেত টাকা পরিশোধ করতে পারেননি। তাই তারা সুদের টাকার উপর আবারো সুদ ধার্য্য করে। এই অতিরিক্ত টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। সুদের অতিরিক্ত টাকার জন্য বিশ্বজিৎ আগে দুইবার তাকে মারধর করে। গত ১৫ মে বুধবার আশিষ বনিক বাড়ি থেকে দোকানে আসার পথে মন্দির প্রণাম করতে গেলে বিশ্বজিৎ সূত্রধর ও তার ভাই লিটন সূত্রধর তার উপর হামলা করে। তারা ম্যাগলাইট (লোহার তৈরি বিদেশি লাইট) ও হাতুড়ি দিয়ে আঘাত করে আশিষের দুই, কাধ, দুই হাতের কব্জি, দুই হাতের কনুই, দুই পায়ের পায়ের হাটু, গোড়ালি ও পাতায় বেধড়ক মারধর করে। এতে তার ডান কাধ, ডান হাতের লম্বা হাড়, ডান পায়ের গোড়ালির বল ভেঙ্গে যায়। বাড়ির সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা করলে বিশ্বজিত ও লিটন তাদের উপরও চড়াও হন। খবর পেয়ে আশিষের স্ত্রী ঘটনাস্থলে এসে তার স্বামীকে ছাড়িয়ে নিতে চাইলে বিশ্বজিৎ তাকেও লাঞ্চিত করে আটকে রাখে। প্রায় দুই ঘন্টা পর জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পরে সন্দ্বীপ থানার পুলিশের উপ পরিদর্শক চয়ন দাস গুপ্ত এসে বিশ্বজিৎ সূত্রধরের সামনে থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য গাছুয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
আশিষ বনিকের স্ত্রী শিমু বনিক বলেন, আমার স্বামীকে মেরে পঙ্গু করে দিয়েছে। আমি তাকে মেডিকেলে নিতে বিশ্বজিতের পায়ে পর্যন্ত ধরেছি। সে আমার স্বামীকে ছাড়েনি উল্টো আমাকেও মারধর করেছে। নগদ টাকা ও স্বর্ণ সহ প্রায় সাড়ে চার লাখ টাকার জিনিসপত্র ও দোকানের চাবি নিয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, বিশ্বজিৎ সূত্রধর আশিষ বনিককে পাওনা টাকার জন্য আটকে রাখার কথা আমাকে ফোনে জানিয়েছে। আমি এসে দেখি তাকে ব্যপক মারধর করা হয়েছে। অভিযুক্ত বিশ্বজিৎ সূত্রধর ও লিটন সূত্রধর সারিকাইত ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কমলা কান্ত উকিল বাড়ির বাসিন্দা। তারা এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছে সুদে টাকা খাটানোর ব্যবসা করে।
এই বিষয়ে আশিষ বনিকের স্ত্রী বাদী হয়ে সন্দ্বীপ থানায় একটি এজাহার দাখিল করেছেন।
এমএসএম / এমএসএম
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন
বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা
মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ
রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন
তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি