ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সন্দ্বীপে সুদের টাকার জন্য ব্যবসায়ীর হাত পা ভাঙ্গলো সুদের ব্যবসায়ী


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১৯-৫-২০২৪ দুপুর ৩:৩৪

সন্দ্বীপে সুদের পাওনা টাকা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মেরে হাত পা ভেঙ্গে দিয়েছে স্থানীয় সুদের ব্যবসায়ী। আহত ব্যবসায়ীর নাম আশিষ বনিক (৪৭)। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় সন্দ্বীপ থানায় একটি লিখিত এজাহার দাখিল করা হয়েছে। 

সারিকাইত ইউনিয়নের শিবের হাটের নিউ জয়া জুয়েলার্সের মালিক আশিষ বনিক ব্যবসায়ে বিনিয়োগের জন্য স্থানীয় সুদের ব্যবসায়ী বিশ্বজিত সূত্রধর ও তার ভাই লিটন সূত্রধরের কাছ থেকে মাসিক সুদের ভিত্তিতে দুই লাখ টাকা নেয়। আশিষ বনিক ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সময়মতো সুদসমেত টাকা পরিশোধ করতে পারেননি। তাই তারা সুদের টাকার উপর আবারো সুদ ধার্য্য করে। এই অতিরিক্ত টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। সুদের অতিরিক্ত টাকার জন্য বিশ্বজিৎ আগে দুইবার তাকে মারধর করে। গত ১৫ মে বুধবার আশিষ বনিক বাড়ি থেকে দোকানে আসার পথে মন্দির প্রণাম করতে গেলে বিশ্বজিৎ সূত্রধর ও তার ভাই লিটন সূত্রধর তার উপর হামলা করে। তারা ম্যাগলাইট  (লোহার তৈরি বিদেশি লাইট) ও হাতুড়ি দিয়ে আঘাত করে আশিষের দুই, কাধ, দুই হাতের কব্জি, দুই হাতের কনুই, দুই পায়ের পায়ের হাটু, গোড়ালি ও পাতায় বেধড়ক মারধর করে। এতে তার ডান কাধ, ডান হাতের লম্বা হাড়, ডান পায়ের গোড়ালির বল ভেঙ্গে যায়। বাড়ির সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা করলে বিশ্বজিত ও লিটন তাদের উপরও চড়াও হন। খবর পেয়ে আশিষের স্ত্রী ঘটনাস্থলে এসে তার স্বামীকে ছাড়িয়ে নিতে চাইলে বিশ্বজিৎ তাকেও লাঞ্চিত করে আটকে রাখে। প্রায় দুই ঘন্টা পর জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পরে সন্দ্বীপ থানার পুলিশের উপ পরিদর্শক চয়ন দাস গুপ্ত এসে বিশ্বজিৎ সূত্রধরের সামনে থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য গাছুয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। 
আশিষ বনিকের স্ত্রী শিমু বনিক বলেন, আমার স্বামীকে মেরে পঙ্গু করে দিয়েছে। আমি তাকে মেডিকেলে নিতে  বিশ্বজিতের পায়ে পর্যন্ত ধরেছি। সে আমার স্বামীকে ছাড়েনি উল্টো আমাকেও মারধর করেছে। নগদ টাকা ও স্বর্ণ সহ প্রায় সাড়ে চার লাখ টাকার জিনিসপত্র ও দোকানের চাবি নিয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, বিশ্বজিৎ সূত্রধর আশিষ বনিককে পাওনা টাকার জন্য আটকে রাখার কথা আমাকে ফোনে জানিয়েছে। আমি এসে দেখি তাকে ব্যপক মারধর করা হয়েছে। অভিযুক্ত বিশ্বজিৎ সূত্রধর ও লিটন সূত্রধর সারিকাইত ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কমলা কান্ত উকিল বাড়ির বাসিন্দা। তারা এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছে সুদে টাকা খাটানোর ব্যবসা করে। 

এই বিষয়ে আশিষ বনিকের স্ত্রী বাদী হয়ে সন্দ্বীপ থানায় একটি এজাহার দাখিল করেছেন।

এমএসএম / এমএসএম

পঞ্চগড়ে ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিল সহিদুল, রাতে ডাকাতির চেষ্টা

অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক, সিলগালা করলো স্বাস্থ্য বিভাগ

খালিয়াজুরীতে মিথ্যা মামলায় গ্রেফতার আওয়ামীলীগ নেতা, দাবী পরিবারের

টেকনাফ সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড উদ্ভোদন

মহেশখালীতে ডাকাত সর্দার মঞ্জুর পুলিশের হাতে আটক

হাইব্রিডদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে: শেখ সাদী

শ্রীপুরে মাদকমুক্ত যুব সমাজ গড়তে সপ্তাহব্যাপী ফুটবল উৎসব

পুকুর ও খালে ভেঙ্গে পড়েছে সড়ক, ১ লাখ মানুষের দুর্ভোগ

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ