পাবিপ্রবিতে সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছেন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষকবৃন্দ।
সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। এসময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক, ব্যাবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আমিরুল ইসলাম মিরু, জীব ও ভূ-বিজ্ঞণ অনুষদের ডিন ড. মো. রাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. মো. নাজমুল ইসলাম, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুর রহিম, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আওয়াল কবির জয়, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. গালিব হাসান, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চেয়ারম্যান কামরুল হাসানসহ বিভিন্ন বিভাগে চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুর রহিম বলেন, আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য যে সুবিধাগুলো ছিলো তা ক্রমান্বয়ে হ্রাস করা হচ্ছে। আমি সেটার তীব্র নিন্দা জানাচ্ছি।আমরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষকবৃন্দ অনতিবিলম্বে আমাদের এই প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আওয়াল কবির জয় বলেন,"আমরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ যখন ক্লাসরুমে থাকার কথা,শিক্ষার্থীদের মাঝে থাকার কথা,গবেষণা নিয়ে থাকার কথা আমরা সেটা না করে এই তীব্র গরমের রাজপথে নেমেছি আমাদের দাবি আদায়ের জন্য।আমরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি,মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টিতে এই বিষয়টি আসলে এই প্রজ্ঞাপনটি বাতিল হবে বলে আশা করছি।তিনি আরও বলেন,আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তা আমরা সকল শিক্ষকেরা ক্লাসরুম ছেড়ে রাজপথে নামতে বাধ্য হবো"।
এমএসএম / এমএসএম
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা
স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি
বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা
জকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল
ইবিতে 'মানবতা ও ইসলাম' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
দুুুই হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়ে জবি শিবিরের ‘রান উইথ শিবির’ কর্মসূচি
ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটি গঠন
প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ