ঢাকা শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

রাত পোহালেই কাপ্তাই উপজেলা নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২০-৫-২০২৪ দুপুর ৪:১১

বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলে এলো কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন। আজ রাত পোহালেই আগামীকাল মঙ্গলবার সকালেই অনুষ্ঠিত হবে কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে উপজেলর ৫টি ইউনিয়ন জুড়ে চলছে উত্তেজনা। কার মুখে দেখা যাবে বিজয়ের হাসি এই নিয়ে এলাকার জনসাধারণের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। তবে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মাঝে দেখা দিয়েছে চিন্তা। অনেকেই নির্বাচনি প্রচার প্রচারণা করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছেন। তবে কারা হচ্ছেন কাপ্তাই উপজেলা নির্বাচনের পরবর্তী চেয়ারম্যান, ভাইস- চেয়ারম্যান এটাই এখন জনমনে প্রশ্ন। 

এদিকে কাপ্তাই উপজেলা নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কাপ্তাই উপজেলা প্রশাসন। সোমবার সকাল ১১টায় কাপ্তাইয়ের ভোট কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম বিতরণ করা শুরু হয়েছে। 

কাপ্তাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৫টি ইউনিয়ন এর মোট ২৪টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন। এছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন অংশ নিচ্ছে। তৎমধ্যে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে লড়ছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ারুল চৌধুরী বেবী, ঘোড়া প্রতীকে লড়ছেন উপজেলা কৃষকলীগ সাধারন সম্পাদক সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা এবং দোয়াত কলমে লড়ছেন উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নাছির উদ্দীন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জনের মধ্যে টিউবওয়েল প্রতীকে লড়ছেন আব্দুল হাই খোকন, টিয়া পাখি প্রতীকে সুইসাপ্রু এবং উড়োজাহাজ প্রতীকে লড়ছেন কামাল। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল পদে ফারহানা আহমেদ পপি এবং কলস মার্কায় বিউটি হোসেন লড়ছেন।

প্রার্থীদের সাথে কথা হলে তারা সকলেই জানান, সবাই জয়ের ব্যাপারে আশাবাদী। এবং বিজয়ী হলে কাপ্তাই উপজেলার উন্নয়নে কাজ করবেন বলে সবাইকে প্রতিশ্রুতি দিচ্ছেন।

এদিকে নির্বাচন প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে কাপ্তাই উপজেলা নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান,রউপজেলা পরিষদ নির্বাচনে অবাধ এবং সুষ্ঠু করতে প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ আনসার মোতায়েন এর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি টহল থাকবে। তাই কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার কোন সম্ভাবনা নেই। সকলেই সুন্দর পরিবেশে ভোট দিতে পারবেন বলে তিনি আশ্বস্ত করেন।

কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে উপজেলার ৫ টি ইউনিয়নের ২৪ টি ভোট কেন্দ্র সম্পন্নরুপে প্রস্তুত রয়েছে। এছাড়া সোমবার নির্বাচনী কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে যাবে এবং নিরাপত্তা বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত নির্বাচনের কর্মকর্তাও উপস্থিত থাকবেন। 

প্রসঙ্গত, কাপ্তাই উপজেলায় মোট ভোটার ৪৯ হাজার ৫ শত ২৮ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ২৮ জন এবং মহিলা ভোটার ২৩ হাজার ৫ শত জন। এছাড়া গত ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে কোন প্রতিদন্ধী অংশ না নেওয়ায় একক প্রার্থী হিসেবে মোঃ মফিজুল হক নির্বাচিত হয়েছিল।

এমএসএম / এমএসএম

নোয়াখালীতে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫

‎গাইবান্ধা সাঘাটায় ৭ নভেম্বর: বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সাটুরিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বালিয়াকান্দিতে মিষ্টি কুমড়া চাষ করে লাক্ষপতি বেকার যুবক রিপন

ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা

অভয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন এক হাজার মানুষ

মনপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি'র ঐক্যের প্রত্যয়।বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালী ও আলোচনা

রায়পুরে জামায়াত প্রার্থীর মটরসাইকেল শোভাযাত্রা

চন্দনাইশে এলডিপিতে যোগ দিলেন চেম্বার অব কর্মাসের ভাইচ প্রেসিডেন্ট এম মাহাবুব চৌধুরী

হাতের ইশারায় বাবলাকে চিহ্নিত করে দেয়া ব্যক্তিটা কে ?

শেরপুরে এনসিপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে যুবলীগ নেতা