বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার নির্বাচিত
বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী, সাবেক সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ২১মে অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুর-১ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদের আপন ভাই। সাবেক সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার, তার ঘোড়া প্রতীকে ২৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রউফ তালুকদার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৮০৯ ভোট পেয়েছেন।
জানা গেছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বকশীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকায় ৫৩টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। বকশীগঞ্জ উপজেলায় এবার মোট ভোটারের সংখ্যা ছিল লাখ ১৮৫ হাজার ৫৭৮ জন। ভোট গ্রহণ শেষে বকশীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা অহনা জিন্নাত,
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী সাবেক সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার ঘোড়া প্রতীকে ২৮হাজার ৮৩৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন,
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মো. আব্দুর রউফ তালুকদার পেয়েছেন ২৭ হাজার ৮০৯ভোট। সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, আলহাজ্ব আবুল কালাম আজাদ কৈ মাছ প্রতীকে পেয়েছেন ৭হাজার ৯৩০ভোট। সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা শাখা, আলহাজ্ব শাহিনা বেগম পেয়েছেন ৩ হাজার ৬৩ভোট।
এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এই পদে প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা ৬৭ হাজার ৭০৮ ভোট । ঘোষিত ফলাফল অনুযায়ী মোঃ শাহ জামাল টিউবওয়েল প্রতীকে ৩০ হাজার ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্য তিনজন প্রার্থী চশমা প্রতীক মো. জাহিদুল ইসলাম পেয়েছেন ১৫ হাজার ২৭৩ ভোট ,মো. শাহিনুর ইসলাম মাইক প্রতীকে ১১ হাজার ৩৬৯ ভোট , মোঃ জহুরুল হক উড়োজাহাজ প্রতীকে ১০হাজার ৮৮৬ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন চার জন। এই পদে প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা ৬৭ হাজার ৫১৭ ভোট। ঘোষিত ফলাফল অনুযায়ী মোছাঃ জহুরা বেগম হাঁস প্রতীকে ৩০ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছাঃ আমেনা খাতুন, তার ফুটবল প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৯৬ ভোট, মোছাঃ তাহমিনা কলস প্রতীকে ১০ হাজার ২৪১ভোট, মোছাঃ মাসুমা ইয়াসমিন প্রজাপতি প্রতীকে ৬ হাজার ৭০৪ ভোট পেয়েছে।
এমএসএম / এমএসএম
নড়াইল-২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন লায়ন মো. নুর ইসলাম
চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ১১ প্রার্থী’র মনোনয়নপত্র জমা
কুমিল্লায় হেভিওয়েট প্রার্থীসহ ১১টি আসনে১১৪ টি মনোনয়নপত্র দাখিল
ক্ষুধার সঙ্গে লড়াই, সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে মায়ের কাঁধে লাঙ্গল
ঘরে ঘরে ভোটারদের কাছে ভোট চাইতে নেতাকর্মীদের নির্দেশ : মঞ্জুরুল করিম রনি
পঞ্চগড় ২ টি আসনে লড়বেন ১৯ প্রার্থী
গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি
বারহাট্টায় মনোনয়নপত্র জমা দিলেন নেত্রকোনা-২ আসনের বিএনপির প্রার্থী ডাঃ আনোয়ারুল হক
রংপুর-০২ আসনে এটিএম আজহারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল
রৌমারীতে এই শীতে চরের মানুষের মাঝে কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের ইসলামী প্রার্থী ড. মিজানুর রহমানের মনোনয়নপত্র দাখিল