ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার নির্বাচিত


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ২২-৫-২০২৪ রাত ১১:৫৬

বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী, সাবেক সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ,                   আলহাজ্ব  নজরুল ইসলাম সাত্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ২১মে অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা পরিষদ  নির্বাচনে জামালপুর-১ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদের আপন ভাই।  সাবেক সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার, তার ঘোড়া প্রতীকে ২৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রউফ তালুকদার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৮০৯ ভোট পেয়েছেন। 

জানা গেছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বকশীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকায় ৫৩টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। বকশীগঞ্জ উপজেলায় এবার মোট ভোটারের সংখ্যা ছিল লাখ ১৮৫ হাজার ৫৭৮ জন। ভোট গ্রহণ শেষে বকশীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে  নির্বাচনের  ফলাফল ঘোষণা করেন।  উপজেলা  নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা অহনা জিন্নাত,  

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  ঘোষিত ফলাফল অনুযায়ী সাবেক সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার ঘোড়া প্রতীকে ২৮হাজার ৮৩৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন,
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মো. আব্দুর রউফ তালুকদার পেয়েছেন ২৭ হাজার ৮০৯ভোট। সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ, আলহাজ্ব আবুল কালাম আজাদ কৈ মাছ প্রতীকে পেয়েছেন ৭হাজার ৯৩০ভোট। সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বকশীগঞ্জ উপজেলা শাখা, আলহাজ্ব শাহিনা বেগম পেয়েছেন ৩ হাজার ৬৩ভোট।

এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এই পদে প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা ৬৭ হাজার ৭০৮ ভোট । ঘোষিত ফলাফল অনুযায়ী  মোঃ শাহ জামাল টিউবওয়েল প্রতীকে ৩০ হাজার ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্য তিনজন প্রার্থী চশমা প্রতীক মো. জাহিদুল ইসলাম পেয়েছেন ১৫ হাজার ২৭৩ ভোট ,মো.  শাহিনুর ইসলাম  মাইক প্রতীকে ১১ হাজার ৩৬৯ ভোট , মোঃ জহুরুল হক উড়োজাহাজ প্রতীকে ১০হাজার ৮৮৬ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন চার জন। এই পদে প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা ৬৭ হাজার ৫১৭ ভোট। ঘোষিত ফলাফল অনুযায়ী  মোছাঃ জহুরা বেগম হাঁস প্রতীকে ৩০ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছাঃ আমেনা খাতুন, তার ফুটবল প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৯৬ ভোট, মোছাঃ তাহমিনা  কলস প্রতীকে ১০ হাজার ২৪১ভোট, মোছাঃ মাসুমা ইয়াসমিন প্রজাপতি প্রতীকে ৬ হাজার ৭০৪ ভোট পেয়েছে।

এমএসএম / এমএসএম

দুই মহাসড়ক অবরোধ, দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যান চলাচল বন্ধ

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

ঝিনাইদহে মহিলা রোগীর গালে থাপ্পড় মারলেন ডাঃ দেবাশীষ বিশ্বাস; অন্তরালে যা ঘটেছিল

বড়লেখায় দুই সিএনজি-অটোরিক্সা চুর আটক, গণপিটুনিতে নিহত-১

সাতক্ষীরায় কথিত সাংবাদিকের চাঁদাবাজিতে অতিষ্ঠ সকলে

সাভারে ইউএনওর এক বছর পূর্তিতে উন্নয়নের ভূয়সী প্রশংসা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নাচোলে রাতের আঁধারে আমের ডাল কর্তন ও চুরি ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো শিক্ষার্থী শেখ রিয়াদ

বাউবিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

নড়াইলে ইব্রাহিম মোল্যাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার নাটকের অবসান : ভিকটিম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস

পঞ্চগড়ে রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন