ঢাকা বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সন্দ্বীপে শ্রোতা জরিপ বিষয়ে বাংলাদেশ বেতার ও সাউথ এশিয়া রেডিও ক্লাবের মতবিনিময়


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৩-৫-২০২৪ দুপুর ৩:১৪

দেশব্যাপী বিভিন্ন শ্রেণি ও পেশার শ্রোতাদের প্রত্যাশা/চাহিদার উপর ভিত্তি করে সুপরিকল্পিত ভাবে অনুষ্ঠান নির্মাণ, সংশ্লিষ্ট বিষয়বস্তু সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পরিপূর্ণভাবে উপস্থাপন, বাংলাদেশ বেতারের উপস্থাপনায় প্রমিত বাংলা ভাষার চর্চা, দেশের অন্যান্য রেডিও চ্যানেল (কমিউনিটি রেডিও, প্রাইভেট এফএম রেডিও) গুলোর চেয়ে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানের মান বৃদ্ধি, তরুণ প্রজন্মের জীবনধারাকে প্রভাবিত করতে সক্রিয় ভূমিকা পালন, রেডিও সেট ছাড়াও অন্যান্য মাধ্যম (মোবাইল, সোস্যাল মিডিয়া, অ্যাপস ইত্যাদি) ব্যবহার করে শ্রোতাদের রেডিও শুনতে উৎসাহিত করতে বা শ্রোতাদের দোরগোড়ায় কিভাবে বেতার অনুষ্ঠানকে পৌঁছে দেয়া যায় এবং বাংলাদেশ বেতার তার শ্রোতা ও শ্রোতাক্লাবের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরো নিবিড়, শক্তিশালী, গতিশীল ও প্রীতিময় করতে আর কী কী ধরণের পদক্ষেপ গ্রহণ করা যায় এ নিয়ে একটি শ্রোতা জরিপের আয়োজন করে বাংলাদেশ বেতারের লিয়াজোঁ ও শ্রোতা গবেষণা অনুবিভাগ। এতে সহযোগী হিসেবে শ্রোতা জরিপ পরিচালনা করছে গবেষণা প্রতিষ্ঠান সিভিক ফাউন্ডেশন।      
২২ মে ২০২৪, বুধবার চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় জরিপ পরিচালনা করা হয়। এনিয়ে সকালে সন্দ্বীপ প্রেসক্লাবে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সন্দ্বীপ উপজেলা ইউনিট, সন্দ্বীপের সাংবাদিক প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি ও শ্রোতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রামের উপ- আঞ্চলিক পরিচালক এ. এস. এম নাজমুল হাসান, গবেষণা প্রতিষ্ঠান সিভিক ফাউন্ডেশন এর প্রতিনিধি ও থিয়েটার জয়বাংলার ফরিদা ইয়াসমিন আঁখি, আশরাফ হোসেন মান্না, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সন্দ্বীপ উপজেলা ইউনিটের সভাপতি ও সন্দ্বীপ প্রেসক্লাবের সভাপতি রহিম মোহাম্মদ, ইউনিট সহ-সভাপতি ও সন্দ্বীপ সাহিত্য পরিষদের আহবায়ক কাজী শামসুল আহসান খোকন, ইউনিট সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সহ-সভাপতি ইলিয়াস কামাল বাবু, ইউনিট সাংগঠনিক সম্পাদক ও স্বাস্থ্যকর্মী সুফিয়ান মানিক, ইউনিট সাংস্কৃতিক সম্পাদক ও শিক্ষক কবি নীলাঞ্জন বিদ্যুৎ, সন্দ্বীপ শিল্পকলা একাডেমি'র সেক্রেটারী আবুল কাশেম শিল্পী, প্রেস ক্লাবের সদস্য আলী হোসেন, শিশু সাহিত্যিক সাজিদ মোহন প্রমুখ।   
রেডিও'র প্রতি সন্দ্বীপের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের চাহিদা ও প্রত্যাশার কথা বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের কাছে যথাযথ ভাবে তুলে ধরায় সন্দ্বীপ ইউনিটের নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের পরিচালক (অব:) ড. মির শাহ আলম, ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ। 
একজন শ্রোতা বাংলাদেশ বেতারের কোন অনুষ্ঠান বেশি শোনেন? কয়টার সংবাদ শোনেন? সপ্তাহে কয়দিন রেডিও শোনেন? এবং কত ঘন্টা রেডিও শোনেন? এমন একাধিক প্রশ্নসহ এবং বেতার অনুষ্ঠানের সার্বিক মান বিশেষ করে (১) অনুষ্ঠানের বিষয়বস্তুর নির্ধারণের যথার্থতা/ সঠিকতা/ উপযুক্তকতার প্রতি একজন শ্রোতা কতটা সন্তুষ্ট? (২) অনুষ্ঠান নির্মাণ পরিকল্পনা, পরিবেশনকৃত তথ্যের প্রয়োজনীয়তা ও সার্বিক মানের প্রতি একজন শ্রোতা কতটা সন্তুষ্ট? (৩) ডেলিভারি/ প্রেজেন্টেশন স্টাইলের প্রতি একজন শ্রোতা কতটা সন্তুষ্ট? এবং (৪) অনুষ্ঠান স্পষ্ট শুনতে পারার প্রতি একজন শ্রোতা কতটা সন্তুষ্ট? এমন ৪টি সারণি অনুসরণ করে বাংলাদেশ বেতারে প্রচারিত অনুষ্ঠান গুলির প্রতি একজন শ্রোতার সন্তুষ্টির মাত্রা কেমন তা এই জরিপের মাধ্যমে জানার চেষ্টা করা হয়।

এমএসএম / এমএসএম

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা

আত্রাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

রাণীশংকৈলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন

বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা

মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ

রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন

তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি

জয়পুরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হলেন আনোয়ারুল হক আনু