ঢাকা মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সাটুরিয়ায় এসিল্যান্ডের অভিযানে ৩.৬৮ একর খাস জমি উদ্ধার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৫-৫-২০২৪ দুপুর ১:৩১

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ৩.৬৮ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত খাস জমির বর্তমান বাজার মূল্য ৩ কোটি ২৪ লক্ষ ৯৬ হাজার টাকা। বিগত কয়েকদিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব জমি উদ্ধার করা হয়। 

এসব খাসজমি উদ্ধার অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ। উদ্ধারকৃত জমির মধ্যে উপজেলার বালিয়াটি ইউনিয়নের জগন্নাতপুর এলাকায় ১৭ শতাংশ,সাটুরিয়া ইউনিয়নের কাওন্নারা এলাকায় ১৬ শতাংশ, দরগ্রাম ইউনিয়নের রৌহা এলাকায় ৬৪ শতাংশ,ফুকুরহাটি ইউনিয়নের রাইল্যা এলাকায় ১০৩ শতাংশ, তিল্লী ইউনিয়নের চরতিল্লী এলাকায় ৩০ শতাংশ,বরাইদ ইউনিয়নের খলিসা ডোহরা এলাকায় ৮৪ শতাংশ,দিঘলীয়া ইউনিয়নের পৌলশুরা এলাকায় ৩৬ শতাংশ এবং হরগজ এলাকা থেকে ১৮ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে।

ভূমি অফিসসূত্রে জানা যায়, সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় কতিপয় ব্যক্তি তাদের প্রভাব খাটিয়ে ১নং খতিয়ানভুক্ত সম্পত্তি দখল করে ভোগ করে আসছিল। এসব খাস খতিয়ানের সম্পত্তিগুলো জরিপের মাধ্যমে বের করে উদ্বার অভিযানে নামেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ। এপর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ৩.৬৮ একর খাস জমি অবৈধ দখলমুক্ত করেন। যার আনুমানিক বাজারমূল্য ৩কোটি ২৪ লক্ষ ৯৬ হাজার টাকা (প্রায়)।

সরেজমিন দেখা যায়, সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) নিজে উপস্থিত থেকে ভূমি অফিসের অন্যান্য স্টাফসহ খাস জমি পরিমাপ করে লাল পতাকা ও সাইনবোর্ড স্থাপন করেছেন। খাস জমির পাশাপাশি উপজেলার অর্পিত সম্পত্তি (ভিপি) গুলোও মাপ দিয়ে সাইনবোর্ড স্থাপন করেছেন। উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে স্থাপিত উন্মুক্ত গোলঘরে নিয়মিত নামজারি মিসকেসের শুনানি নিচ্ছেন এসিল্যান্ড। এছাড়াও অবৈধ মাটিকাটা রোধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হচ্ছে ভূমি উন্নয়ন কর আদায়ে উপজেলার বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে অস্থায়ী ক্যাম্প।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ বলেন,"স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা অনস্বীকার্য, সেই লক্ষ্যে সুযোগ্য জেলা প্রশাসক রেহানা আক্তার স্যারের প্রত্যক্ষ নির্দেশনায় উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে যে খাস জমি ও ভিপি জমি দীর্ঘদিন যাবত অবৈধ দখলে রয়েছে সেগুলো আমরা রেজিস্টার পর্যালোচনার মাধ্যমে তালিকা করে দখলমুক্ত করে সীমানা চিহ্নিতকরণসহ সরকার পক্ষে সাইনবোর্ড দিচ্ছি এবং যেখানে অবৈধ স্থাপনা আছে সেগুলোর তালিকা তৈরির কার্যক্রম চলছে। শ্রীঘ্রই আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করবো। পাশাপাশি ভূমি সেবা সহজীকরন ও জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি সরকারি খাস জমি উদ্ধারে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম তুললেন শরীফ উদ্দিন

রাণীনগরে প্রায় ৮০ লক্ষ্য টাকা ব্যয়ে নির্মান হলো বৌদ্ধভূমিতে স্মৃতিসৌধ

নাজিরপুরে নামওয়াস্তে কাজ করে ৪০ লক্ষ টাকার শিংহভাগ আত্মসাতের অভিযোগ

মধুখালীতে বিকল্প আয়ের উৎস হিসেবে জেলেদের বকনা বাছুর প্রদান

চট্টগ্রামে গিয়াস কাদের ও হুম্মাম কাদেরের মনোনয়ন পত্র সংগ্রহ

মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ

এবারের নির্বাচন হবে দেশ ও গণতন্ত্র রক্ষার নির্বাচন- মনিরুল হক চৌধুরী

শৃংখলার সাথে প্রত্যেক ভোটারের বাড়ি গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করুন : মাহমুদ হাসান খান বাবু

তানোরে তিন ফসলি জমি নষ্ট করে হিমাগার নির্মাণ

যশোরে খেজুরের রস ও গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোরগ্যাং রোধে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নেত্রকোনা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

আন্তঃকালেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন