ঘূর্ণিঝড় রিমালের কবলে চৌগাছা উঠতি ফসলের ক্ষতির সম্ভবনা
ইমাম হোসেন সাগর চৌগাছা (যশোর) \ ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়েছে যশোরের চৌগাছা উপজেলাতে। রোবাবর বিকেল হতে শুরু হয় দমকা হাওয়া যা সময়ের সাথে বাড়তে থাকে। রাতে বাতাসের গতি কয়েক গুন বেড়ে যাওয়ার সাথে সাথে শুরু হয় বৃষ্টিপাত। এতে করে উঠতি ফসলের বেশ ক্ষতি হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে গাছপাল ভেঙ্গে পড়েছে, ক্ষতি হয়েছে কাঁচা ঘর-বাড়ির। বিদ্যুৎহীন গোটা চৌগাছা উপজেলা।
সমুদ্র উপকুলে প্রচন্ড গতি নিয়ে আছড়ে পড়া ঘূর্ণিঝড় রিমালের প্রভাব দেখা দেয় চৌগাছাতে। ঝড়ো বাতাসের সাথে মুষলধারে বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জায়গায় গাছ পালা ভেঙ্গেপড়াসহ বিভিন্ন ধরনের ক্ষতির কথা শুনা গেছে। রোববার বিকেল থেকেই চৌগাছার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়, শুরু হয় দমকা হাওয়া। রাতে বাতাসের গতি ক্রমেই বাড়তে থাকে সেই সাথে মুষলধারে বৃষ্টি। রাত শেষে সোমবার দিনের পুরো সময় ধরে বাতাস ও বৃষ্টি অব্যহত ছিলো। একটানা বৃষ্টির কারনে শ্রমজীবি মানুষ চরম বিপাকে পড়েন। বৃষ্টির কারনে অনেকেই বাড়ি হতে বের হতে পারেনি। যারা বের হয়েছেন তারা কাজ না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন বাড়িতে।
বাতাস ও বৃষ্টির ফলে উঠতি ফসলের বেশ ক্ষতি হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। বিশেষ করে মাঠে চাষ করা কলা, উচ্চে, পটল, বরবটি, মিঠকুমড়া, ড্রাগনসহ নানা ধরনের ফসলের ক্ষতি হওয়ার শংকা দেখা দিয়েছে। পটলের মাচা গুলো ইতোমধ্যে ভেঙ্গে মাটিতে মিশে গেছে, বহু কৃষকের কলা গাছ ভেঙ্গে পড়েছে এমনকি ড্রাগন ফল ক্ষেতেরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
পটল চাষি আব্দুল গনি, শামছুল বিশ্বাস বলেন, পানিতে তেমন কোন ক্ষতি না হলেও বাতাসে ফসলের অনেক ক্ষতি হয়ে গেছে। বেশ কিছু এলাকায় পটলের মাচা ভেঙ্গে মাটিতে মিশে গেছে। ড্রাগন চাষি আবু সাঈদ, মোঃ শান্তি বলেন, ঝড়ে ড্রাগনের বেশ ক।ষতি হয়েছে।
ঝড়ের কবলে চৌগাছার বেশ কিছু এলাকার গাছ ভেঙ্গে পড়ার খবর পাওয়া গেছে। তবে রাতে ঝড় হওয়ায় হতহতের কোন খবর পাওয়া যায়নি। চৌগাছা যশোর সড়কে ডিভাইন গার্মেন্টের এর পাশে বহু পুরোনো একটি বটগাছ ভেঙ্গে গামেন্টর্স ভবনের উপর পড়ে। এতে ওই ভবনের গøাসসহ বেশ কিছুর ক্ষতি হলেও কেউ আহত হয়নি। কয়ারপাড়া গ্রামের আলী বক্্র (৭৫) বলেন, আমার বুদ্ধি হওয়ার পর হতে এই বটগাছটি যেমন দেখে আসছি ভেঙ্গে যাওয়ার আগ পর্যন্ত তেমনই দেখেছি। বহু পুরোনো গাছটি ভেঙ্গে গেছে স্বাভাবিক ভাবে কিছুটা খারাপ লাগছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন বলেন, রাত থেকেই উপজেলার বিভিন্ন প্রান্তে কৃষকদের সাথে যোগাযোগ করা হচ্ছে এখনও পর্যন্ত তেমন কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি, কৃষকদের কল্যানে কৃষি অফিস সর্বদা প্রস্তুত আছে বলে তিনি জানান।
এদিকে রোববার সন্ধ্যার পরপরই চৌগাছা উপজেলা বøাক আউটের আওতায় চলে যায়। ঝড়ো বাতাসের কারনে বিদ্যুৎ অফিস উপজেলা ব্যাপী বিদ্যুৎ বন্ধ করেন এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎহীন ছিলো চৌগাছা। বিদ্যুৎ না থাকায় পানির জন্য শহরের বাড়িতে বাড়িতে হাহাকার শুরু হয়ে যায়, বন্ধ হয়ে যায় অনেকের মোবাইল ফোন।
চৌগাছা বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী বালি আবুল কালাম বলেন, সোমবার ভোর হতে কর্মীরা লাইন সচলের জন্য কাজ শুরু করেছে, শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত লাইন বন্ধ থাকবে, আশা করছি সন্ধ্যা নাগাদ লাইন সচাল করা সম্ভব হবে।
এমএসএম / এমএসএম
ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট : ফারুক
তাবলিগ জামাতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর
নেত্রকোনায় মগড়া নদী সুষ্ঠ প্রবাহ নিশ্চিতে করনীয় বিষয়ে সভা অনুষ্ঠিত
পিরোজপুরের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ২৫ মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিলো পুলিশ সুপার
উলিপুরে ছাত্রদের মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
গোপালগঞ্জের শিক্ষাঃ বর্তমান ও ভবিষ্যত’-এ নিয়ে শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত
কুয়াকাটায় সাবেক মেয়রের বিরুদ্ধে,নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিএনপির
আক্কেলপুরে মহিলা ডিগ্রি কলেজে কমিটি নিয়ে সংঘর্ষ
নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ছাত্র সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
মিরসরাইয়ে বিপুল পরিমাণ গাঁজা ভর্তি প্রাইভেটকারসহ একজন আটক
নগরকান্দায় নবজাতকের লাশ উদ্ধার
লোহাগড়ায় শরিফুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা, বিএনপির প্রতিবাদ
Link Copied