সন্দ্বীপে কোস্ট ফাউন্ডেশন ও এসডিআই এর পার্টনারশিপে পরিচালিত CCR প্রজেক্টের যাত্রা শুরু

সন্দ্বীপে কোস্ট ফাউন্ডেশন ও এসডিআই এর পার্টনারশিপে পরিচালিত CCR প্রজেক্ট নামে একটি নতুন প্রকল্প কার্যক্রম শুরু করেছে। প্রকল্পটির পুরো নাম Empowerment Coastal Communities Addressing Climate Change And Resilience প্রজেক্ট বা জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং সক্ষমতা অর্জনে উপকূলীয় সম্প্রদায়ের ক্ষমতায়ন শীর্ষক প্রকল্প সংক্ষেপে CCR প্রজেক্ট।যার
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে ১মে ২০২৪ খ্রীঃ থেকে। কোস্ট ফাউন্ডেশন বিভিন্ন পার্টনার এনজিওর সাথে উক্ত প্রকল্পটি ভোলার চরফ্যাশন, লালমোহন,তজুমুদ্দিন,পটুয়াখালীর দশমিনা, গলাচিপা, চট্টগ্রামের সন্দ্বীপ, নোয়াখালীর হাতিয়া, সুবর্ন চর বরিশাল সদর , কক্সবাজার সদর, খুলনার পাইকগাছা ইত্যাদি এলাকায় কাজ করবে।
অঞ্চল গুলো বেঁছে নেওয়ার কারন এই অঞ্চলগুলি এবং তাদের বাসিন্দাদের বঙ্গোপসাগরের উপর একটি দৃঢ় নির্ভরতা রয়েছে, কিন্তু তারা কয়েক দশক ধরে ঘন ঘন এবং গুরুতর জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঘটনাগুলির সাথে লড়াই করে আসছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে বাস্তুচ্যুত সম্প্রদায় এবং জেলেদের মতো প্রান্তিক গোষ্ঠী, বিশেষ করে নারী এবং কিশোর-কিশোরীরা, যারা আর্থ-সামাজিক এবং জলবায়ু দুর্বলতার সম্মুখীন। তাই, প্রকল্পটি একটি কেন্দ্রীয় বিষয় হিসাবে তাদের ক্ষমতায়নকে অগ্রাধিকার দেবে।
এই প্রকল্পের লক্ষ্য হল অধিকার-ভিত্তিক বাস্তুচ্যুতি ব্যবস্থাপনাকে উন্নীত করা এবং দুর্বল সম্প্রদায়ের, বিশেষ করে নারী ও কিশোর-কিশোরীদের, সামাজিক নিরাপত্তা সেফটিনেট প্রোগ্রাম এর মতো সরকারি পরিষেবাগুলিতে অ্যাক্সেস বাড়ানো। এটি জলবায়ু ন্যায়বিচারের নীতির উপর ভিত্তি করে ন্যায়সঙ্গত জলবায়ু অর্থায়ন জোরদার করার চেষ্টা করবে, জলবায়ু পরিবর্তনের বিষয়ে দুর্বল সম্প্রদায়, কিশোর-কিশোরীদের এবং যুবকদের শিক্ষিত করে এবং স্থিতিস্থাপকতা এবং অর্থনৈতিক নিরাপত্তা তৈরির জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা দিয়ে তাদের সজ্জিত করবে। এর মধ্যে উপার্জন ক্ষয় কমানোর জন্য নির্বাচিত এলাকায় জলবায়ু অভিযোজিত আয় উৎপন্ন কৌশল প্রচার করা জরুরী।
একটি ব্যাপক অংশীদারিত্বের পদ্ধতির মাধ্যমে বাস্তবায়িত, প্রকল্পটি AOSED, BNNRC, CSRL, DUS, Green Cox's Bazar, ICDA, PRAAN, এবং SDI-এর সহযোগিতায় COAST এর নেতৃত্বে রয়েছে। এতে জলবায়ু বিচার বিষয়ক স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এ্যাডভোকেসি এবং প্রচারণা অন্তর্ভুক্ত রয়েছে। ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড (CJRF) এর সহায়তায় প্রকল্পটি ১ জানুয়ারী -২০২৪ থেকে! ৩১ ডিসেম্বর-২০২৫ পর্যন্ত বিস্তৃত।
উক্ত প্রকল্পের সন্দ্বীপে কাজ হবে জলবায়ু পরিবর্তন এবং স্থিতিস্থাপকতা মোকাবেলায় উপকূলীয় সম্প্রদায়ের প্রান্তীক জেলেদের গ্রুপ ও দরিদ্র জনগোষ্ঠীদের ফোকাস গ্রুপ গঠনের মাধ্যমে তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন,স্থানীয় দরকষাকষি এজেন্ট তৈরির মাধ্যমে সরকারি পরিষেবা আদায়, গৃহহীনদের স্থানীয় অ্যাডভোকেসির মাধ্যমে পুনর্বাসন, জলবায়ু ন্যায়বিচার প্রাপ্তি, বাল্য বিবাহ প্রতিরোধ, সামাজিক সুরক্ষা কর্মসূচির সমস্যা দূরীকরন করে সেগুলোর সুষম বন্টন নিশ্চিত করা ইত্যাদি।সন্দ্বীপ অঞ্চলে জেলেদের জীবনমান উন্নয়নের বিষয়টি দেখবে সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের নিরিখে। এক পরিসংখ্যানে দেখা গেছে, উপকূলীয় অঞ্চলে দারিদ্র্যের হার বেশি। সেখানে বছরের দীর্ঘ একটি সময় মানুষের কাজ থাকে না।তখন জেলেরা আক্ষেপ করে বলেন ‘আমাদের জীবনটাই অভিশপ্ত।অন্যদিকে সমুদ্রগামী জেলেদের জীবনের নিরাপত্তা নেই। জলদস্যুদের আক্রমণের পরিমান কমে গেলেও বৈরি আবহাওয়ার শিকার হয়ে অনেক সময় নৌকা, জালসহ সহায়-সম্পদ হারান। কোনো কোনো ক্ষেত্রে জীবনহানির ঘটনাও ঘটে।আরও সমস্যা হলো এসব জেলেকে বছরের একটা বড় সময় বেকার বসে থাকতে হয়। কিন্তু এ সময়ে তাদের সঞ্চয় বলে কিছু থাকে না।এ অবস্থা থেকে উপকূলীয় জেলেদের বের করে আনতে নেওয়া হবে টেকসই কর্মসূচি।
আরো উল্লেখ্য যে এই প্রকল্প বাংলাদেশে এক সাথে সাতটি জেলায় কাজ করার জন্য প্রয়োজনীয় লোকবল নিয়োগ সম্পন্ন করেছে। প্রতি উপজেলায় মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়নের জন্য থাকছে একজন করে কমিউনিটি মোবিলাইজার। সন্দ্বীপে উক্ত পদে নিয়োগ পেয়েছেন সাবেক উন্নয়ন কর্মী ও সাংবাদিক বাদল রায় স্বাধীন। এই কর্মযজ্ঞ সম্পন্ন করতে কোস্ট ট্রাস্ট ও এসডিআইকে সহযোগিতার জন্য সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
এমএসএম / এমএসএম

খালিয়াজুরীতে মিথ্যা মামলায় গ্রেফতার আওয়ামীলীগ নেতা, দাবী পরিবারের

টেকনাফ সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড উদ্ভোদন

মহেশখালীতে ডাকাত সর্দার মঞ্জুর পুলিশের হাতে আটক

হাইব্রিডদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে: শেখ সাদী

শ্রীপুরে মাদকমুক্ত যুব সমাজ গড়তে সপ্তাহব্যাপী ফুটবল উৎসব

পুকুর ও খালে ভেঙ্গে পড়েছে সড়ক, ১ লাখ মানুষের দুর্ভোগ

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত
