ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নেতা আজাদের বিচার দাবি করেছেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৩১-৫-২০২৪ দুপুর ১:৯
ভোটে বিএনপি নেতাদের নামিয়ে আওয়ামী লীগের পক্ষে কাজ করার অভিযোগ তুলে কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের বিচার দাবি করছেন রহিমুল ইসলাম বুলবুল নামে এক বহিস্কৃত নেতা।
বৃহস্পতিবার রাতে দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের সোনাহার উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে এ অভিযোগ তুলেন তিনি।
এই অনুষ্ঠানে ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে কমিটি গঠন, নিজ বাসায় মিটিং করে সদ্য হয়ে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি নেতাদেরকে ভোটে নামিয়ে টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতার পক্ষে কাজ করাসহ একাধিক অভিযোগ তোলা হয়। 
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক (বহিস্কৃত) রহিমুল ইসলাম বুলবুল বক্তব্যে বলেন, গত ২১ মে হয়ে যাওয়া দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে দেবীগঞ্জ উপজেলায় আমি চেয়ারম্যান পদে অংশ নিয়েছিলাম। এই নির্বাচনে অংশ নিতে আমাকে উদ্বুদ্ধ করেছিলো ফরহাদ হোসেন আজাদ। তার বাড়িতে ১০ ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে মিটিং ডেকে সেখানে তিনি (ফরহাদ হোসেন আজাদ) বলেছিলেন আমি মির্জা ফখরুল, আমি তারেক রহমান, আমি বলছি দেবীগঞ্জে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হবেন বুলবুল। তার কথা মত জমি বিক্রি করে আমি ভোটে অংশ নিলাম। তিনি এভাবে না বললে আমি কখনই ভোট করতাম না। অথচ ভোটে দাঁড়ানোর পর দেখলাম সে (ফরহাদ হোসেন আজাদ) আওয়ামী লীগের সমর্থনে কাজ করলো। 
ফরহাদ হোসেন আজাদকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার পিছনে ২৮ বছর রাজনীতি করেছি। লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছি। মামলা খেয়েছি, হাজত খেটেছি। আপনি দলের বড় পদে আছেন, কিন্তু কেন দলের সিদ্ধান্তের বাইরে আমাকে ভোটে দাঁড়াতে বললেন? ভোটে দাঁড় করিয়ে আপনি আমাকে ধ্বংস করে দিলেন। 
তিনি বলেন, আমি কখনো দলের বাইরে যাইনি, ফরহাদ হোসেন আজাদের বাইরে যাইনি। কিন্তু উনি আমাকে বিপদে ফেলতে ভোটে দাঁড় করিয়ে আওয়ামী লীগের পক্ষে কাজ করলো। আজকে আমি মনে করতেছি দেবীগঞ্জের বিএনপিকে বাঁচাতে হবে। তাই যার কাছে বিএনপি নিরাপদ সেই মানুষটি আমাদের দরকার। ফরহাদ হোসেস আজাদের কাছে বিএনপি নিরাপদ না। কারণ সে সবসময় টাকা দিয়ে বিক্রি হয়। তার মত নেতার কাছে বিএনপি নিরাপদ নয়। তৃণমূলের নেতাকর্মীরাও নিরাপদ নয়। 
বিলাপ করে রহিমুল ইসলাম বুলবুল বলেন, আমি ফরহাদ হোসেন আজাদের বিচার চাই। সে আমাকে কুরবানি করে দিয়েছে। আমার জায়গা জমি বিক্রি করে শেষ করে ফেলেছি। যারা বিএনপি করে তাদের কাছে আমি বিচার চাই। তারেক রহমান, খালেদা জিয়ার কাছে বিচার চাই। আগামী দিনে যেন সে বোদা-দেবীগঞ্জে বিএনপির কাছে প্রশ্রয় না পায়। 
প্রবীণ বিএনপি নেতা ফজলার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সোনাহার ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মাজেদুর রহমান, পামুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডিউক চৌধুরী, দেবীগঞ্জ উপজেলা মহিলা দলের সদস্য সচিব জান্নাতুন নাইম মিতু প্রমুখ বক্তব্য রাখেন।
তাদের দাবি, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি নেতাদের প্রার্থী করেন কেন্দ্রীয় বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ। নির্বাচনে এই নেতাদের আগ্রহ না থাকলেও প্রার্থী হতে প্ররোচনা দেন তিনি। পরবর্তীতে কেন্দ্র থেকে নির্বাচন বর্জনের চাপ এলে কর্মসূচীর নামে আওয়ামী লীগের নেতাদের কাছে টাকা নিয়ে তাদের পক্ষে ভোট করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। তবে নির্বাচনে নেতারা জমি ও বিভিন্ন সম্পত্তি বিক্রি করে ভোটে অংশ নিলেও ওই কেন্দ্রীয় নেতার জন্যই হেরেছেন দাবী করে তার বিচার দাবী করেছেন। 
এর আগে, গত ৫ মে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদের অডিও রেকর্ড ফাঁস হওয়া নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। অডিওতে তাঁকে নেতা-কর্মীকে কৌশলে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলতে শোনা যায়। যদিও পরে সংবাদ সম্মেলন করে তিনি দাবি করেছিলেন অডিওটি সুপার এডিট।
প্রসঙ্গত, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেবীগঞ্জ উপজেলায় নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন রহিমুল ইসলাম বুলবুল। দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে যাওয়ায় বিএনপি থেকে বহিস্কার করা হয় তাকে।

এমএসএম / এমএসএম

গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা

পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ

দৈনিক সকালে সময় পত্রিকাই সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার

জয়পুরহাটে কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন

শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

সিংড়া মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বড়লেখায় ৩ দফা দাবিতে সহকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা

কুমিল্লায় ৫ হাজার গাড়ীবহর নিয়ে বিএনপিনেতা গফুর ভূইয়ার প্রচারনা

রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩

বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি