ঢাকা শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

কাপ্তাইয়ে তঞ্চঙ্গ্যা ভাষার বর্ণমালা প্রশিক্ষণের উদ্বোধনে এমপি দীপংকর তালুকদার


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১-৬-২০২৪ দুপুর ১:৫২

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে বছরব্যাপী "তঞ্চঙ্গ্যা ভাষার বর্ণমালা প্রশিক্ষণ" কার্যক্রমের উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার। শনিবার (১ জুন) সকালে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নাছির উদ্দিন, ভাইস চেয়ারম্যান সুইপ্রু মারমা, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার মহাসচিব মৃণাল কান্তি তঞ্চঙ্গ্যা প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় ও রাঙামাটি জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকর উপস্থিত ছিলেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের অন্যতম সাহিত্যিক, ভাষাকর্মী ও শিক্ষক চন্দ্রসেন তঞ্চঙ্গ্যাকে। 

এদিকে প্রধান অতিথি বক্তব্যে এমপি দীপংকর তালুকদার বলেন, ১৯৯৭ সালে শান্তিচুক্তির প্রাক্কালে তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীকে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছেন হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তঞ্চঙ্গ্যাদের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। তিনি তঞ্চঙ্গ্যা সম্প্রদায়কে নিজেদের ভাষা ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান। 

আলোচনা সভা শেষে তিনি তঞ্চঙ্গ্যা বর্ণমালা শিক্ষা কোর্সটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। জেলা পরিষদের এমন শুভ উদ্যোগ গ্রহণ করায় উপস্থিত তঞ্চঙ্গ্যা ব্যক্তিবর্গ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান।

প্রসঙ্গত, উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে প্রতি ব্যাচে ৫০ জন করে চার ব্যাচে মোট ২০০ জন শিক্ষার্থীকে তঞ্চঙ্গ্যা বর্ণমালা শিক্ষা দেয়া হবে। ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ষষ্ঠ থেকে নবম শ্রেণির তঞ্চঙ্গ্যা শিক্ষার্থীরা এই কোর্সটি গ্রহণের সুযোগ পাবে। কোর্সটি চলবে স্কুল ছুটির পর বিকেল ৪:৩০টা থেকে ৫:৩০টা পর্যন্ত। প্রতিটি ব্যাচ সপ্তাহে ১ দিন ক্লাস চলবে।

এমএসএম / এমএসএম

নোয়াখালীতে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫

‎গাইবান্ধা সাঘাটায় ৭ নভেম্বর: বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সাটুরিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বালিয়াকান্দিতে মিষ্টি কুমড়া চাষ করে লাক্ষপতি বেকার যুবক রিপন

ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা

অভয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন এক হাজার মানুষ

মনপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি'র ঐক্যের প্রত্যয়।বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালী ও আলোচনা

রায়পুরে জামায়াত প্রার্থীর মটরসাইকেল শোভাযাত্রা

চন্দনাইশে এলডিপিতে যোগ দিলেন চেম্বার অব কর্মাসের ভাইচ প্রেসিডেন্ট এম মাহাবুব চৌধুরী

হাতের ইশারায় বাবলাকে চিহ্নিত করে দেয়া ব্যক্তিটা কে ?

শেরপুরে এনসিপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে যুবলীগ নেতা