প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আদালতে সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা
আদালতের সাজাপ্রাপ্ত একাধিক মামলার আসামী তিনি। আদালতের রায়ে হয়েছেন সাজাপ্রাপ্ত। একটি মামলায় আছে গ্রেপ্তারি পরোয়ানা। অভিযোগ আছে এককালে করতেন বিএনপির রাজনীতি। দলের ভেতরেও রয়েছে তাকে নিয়ে নানান সমালোচনা। অথচ তিনি ৭ বছর যাবত থানা যুবলীগের শীর্ষ পদে বহাল তবিয়তে আছেন। পেয়েছেন জেলা কমিটির পদও।
এই যুবলীগ নেতার নাম কবির হোসেন সরকার। তিনি বর্তমানে আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক এবং সম্প্রতি পদায়িত হয়েছেন ঢাকা জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হিসেবে।
বিএনপি-জামায়াতের দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি ও ভাঙচুরের অপরাধে ঢাকার রমনা থানায় ২০১১ সালে দায়ের করা মামলাতে কবির হোসেন সরকারকে আসামি করা হয়। শুনানি শেষে গত বছরের ২৬ ডিসেম্বর আদালত তাঁকে ওই মামলায় দুটি ধারায় প্রতিটিতে পৃথকভাবে এক বছরের সশ্রম কারাদণ্ডসহ এক হাজার টাকা জরিমানা করেছেন। চলতি বছরের শুরুর দিকে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এরপরও তিনি রহস্যজনক কারণে গ্রেপ্তার হচ্ছেন না। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং অংশ নিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামেও।
মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০১১ সালের ১৯ এপ্রিল ঢাকার কাকরাইল এলাকায় জামায়াত-শিবিরের নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দিয়ে সড়কে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, যাত্রীদের মারধরসহ চালকের টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় রমনা মডেল থানায় একটি মামলা হয়। মামলা নম্বর ৩৮ (৯) ১১। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. জাফর আলী ২০১২ সালের ৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ওই ঘটনায় বেশ কয়েকজনকে আসামির সঙ্গে কবির হোসেন সরকারকেও দোষী সাব্যস্ত করেন। তাঁকে ১৪৭ ধারায় এক বছর সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪২৭ ধারায় আরও এক বছর সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড রায় দেন আদালত। দুটি ধারায় দেওয়া সাজা আলাদাভাবে কার্যকর করা হবে বলে জানিয়ে দেন আদালত।
রমনা থানার এই মামলা ছাড়াও কবির হোসেন সরকারের বিরুদ্ধে আশুলিয়া থানায় আরও ৫টি মামলা রয়েছে। এ মামলা গুলো দায়ের হয় ২০১৮ সালের ২১ ডিসেম্বর, ২০১০ সালের ৩ এপ্রিল, ২০১৪ সালের ২৫ মে, ২০১৩ সালের ২০ জুলাই, ২০০৯ সালের ২১ জুলাই। এসব মামলায় হত্যাচেষ্টা, চাঁদাবাজি, চুরি, প্রতারণা, দখলসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
আশুলিয়া যুবলীগের একাধিক নেতা-কর্মী দাবি করে বলেন, কবির সরকারকে আগে ছাত্রলীগ বা যুবলীগের কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং তার আপন বড়ভাই গাজীপুর মহানগর বিএনপির সভাপতি। কবির সরকারের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে আর এসব মামলা থেকে বাঁচতেই তিনি যুবলীগের রাজনীতি শুরু করেন এবং ২০১৭ সালের ১৮ জুলাই গঠিত আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কমিটিতে তৎকালীন কেন্দ্রীয় কমিটির এক শীর্ষ নেতার সঙ্গে সুসম্পর্কের মধ্য দিয়ে আহ্বায়কের পদ পান তিনি। তিন মাস মেয়াদি সেই কমিটি বর্তমানে ৭ বছরে পরেছে কিন্তু এখনো সেই কমিটির আহ্বায়ক পদে বহাল তবিয়তে রয়েছেন তিনি।
এসব বিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতা কবির হোসেন সরকারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আমি কখনোই বিএনপির রাজনীতি করিনি যারা এসব বলে তারা মিথ্যে বলে। আর মামলাগুলোও মিথ্যে কারন আমি আশুলিয়ার বাসিন্দা, রমনা এলাকার ঘটনায় আমি কিভাবে থাকব। সাবেক সংসদ সদস্যের সঙ্গে আমার কিছু ঝামেলা ছিল, উনিই আমাকে ওই মামলায় জড়িয়েছেন। আমি ওই মামলায় জামিন নিয়েছি জামিনের কাগজ থানায় জমা দিয়ে দিবো। আর আশুলিয়া থানার বাকি মামলার বেশিরভাগই নিষ্পত্তি হয়েছে। বাকি দু-একটি মামলায় জামিনে রয়েছি।’
তবে এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, কবির হোসেন সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেয়েছি। তিনি জামিনের কোন কাগজ থানায় জমা দেননি। তাঁকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে ঢাকা উত্তরের দায়িত্বে থাকা যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল বলেন, ‘কমিটি গঠনের সময় আমরা যাঁদের নেতৃত্ব দিই, তাঁদের বিষয়ে আগেই বিভিন্ন মাধ্যম থেকে বিস্তারিত জেনে নিই। কবির সরকারের সাজার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
এমএসএম / এমএসএম
দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ
গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ
চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল
হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত
ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাউনিয়ায় শোকাবহ পরিবেশে ওসমান হাদীর গাইবানা জানাজা সম্পন্ন
আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন কর্তৃক মুকসুদপুরের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো মেধা বৃত্তি পরীক্ষা
শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার
ভূরুঙ্গামারীতে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
তানোর কোয়েল পূর্বপাড়া গ্রামের স্বপন আলী অবৈধ মটার স্হাপন জনগণের মধ্যে চরম উত্তেজনা
বড়লেখায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে "দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসা"র উদ্বোধন
রায়গঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত