সখিপুর বাজারের খাল দখল-দূষণে মৃতপ্রায়
 
                                    শরীয়তপুর সখিপুর বাজারের খালের পাড় দখল ছাড়াও প্রায় ১ কিলোমিটার জুড়ে বাজারের ময়লা-আবর্জনা ফেলার কারণে সেটির অস্তিত্ব বিলীন হতে চলেছে।
একসময় আনন্দ বাজার নদী, বালার বাজার, চাঁদপুরের পদ্মা নদী হিসেবে পরিচিত সখিপুর বাজারে খালের ভেতর দিয়ে বড় বড় পালতোলা নৌকা চলত। স্থানীয় ব্যবসায়ীরা ওই সব নৌকায় করে তাদের মালামাল আনা-নেওয়া করত।
জেলেরাও মনের আনন্দে মাছ ধরত সেই নদীতে। আজ আর পালতোলা নৌকা নেই,৷ নেই মাছ ধরার মাঝি।
মাত্র ১০-১৫ বছর আগেও এই খাল দিয়ে কৃষি পন্য চাঁদপুর, ঢাকাসহ অন্যন্য জেলার শহরে নৌকায় করে নিয়ে যাওয়া হতো তা বন্ধ করে দেয়া হয়েছে। গ্রামের ব্যবসা বানিজ্য হতো নৌকা কেন্দ্রিক এখন আর নেই। স্থানীয় জেলেরা জানায়, এই খালের অনেক রকমের মাছ পাওয়া যেতো। দখলকারীদের কারনে প্রাকৃতিক বৈচিত্র্য হারিয়ে, ঐতিহাসিক সখিপুর বাজারের খাল এখন মরুভুমির চিত্রে পরিনত। নদী খাল ভিত্তিক খেটে খাওয়া মানুয় কর্মহীন হয়ে পড়েছে বেশ আগেই। অনেকে এখন খাল ভরাটের শ্রমিক।
সংশোধিত আইনে বলা হয়েছে, অন্য আইনে যা কিছুই বলা হোক না কেন, নদীর দখল, অবকাঠামো নির্মাণ, মৎস্য চাষ, নদীর স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে।
সরকারি কোন কর্মকর্তাও যদি নদ-নদীর জায়গা, তীরভূমি ইত্যাদি অবৈধভাবে কারো নামে বরাদ্দ করেন, তারাও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে দোষীআইনে নদীর দখল ও দূষণের জন্য সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড বা পাঁচ কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। নতুন আইন অনুযায়ী, কমিশন নদী দখল ও দূষণ রোধ এবং নদীর উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেবে। এই নির্দেশনা মানতে সংস্থাগুলো বাধ্য থাকবে। সংস্থাগুলো তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।
আইনে নদী সংক্রান্ত অপরাধের বিচারের জন্য ‘নদী রক্ষা কোর্ট’ গঠনের বিধান রাখা হয়েছে।
সখিপুর বাজারে ব্যবসায়ীদের এখন দাবী খাল খনন করে খালের নাব্যতা ফিরিয়ে আনা।
এমএসএম / এমএসএম
 
                বিএনপি এবং জামায়াতের সাথে আমাদের দূরত্ব হওয়ার কথাটি সত্য নয় - হাসনাত আবদুল্লাহ
 
                সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গণের ভুমি রক্ষার দাবীতে মানববন্ধন
 
                শান্তিগঞ্জে সাকিন পরিবহনের বাস খাদে পড়ে আহত ১৬
 
                হাতিয়ায় জামায়াতের নির্বাচনী পথসভায় জনতার ঢল
 
                যুবদল নেতা মারুফ আহমেদ এর উদ্যোগে- মিল্টন ভুইয়ার পক্ষ থেকে অসহায়দের মাঝে চাউল বিতরণ
 
                মনোহরদীতে ইউএনও ও এসিল্যান্ডের নাম ভাঙিয়ে প্রতারণা, প্রশাসনের সতর্কবার্তা
 
                ভূরুঙ্গামারীতে ৩১ দফা বাস্তবায়নে ডা:মোঃ ইউনুছ আলী
 
                কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না: নোয়াখালীতে প্রেস সচিব শফিকুল আলম
 
                পূর্বধলায় বালুবাহী ট্রাকে সিএনজির ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ২
 
                যশোরে ৬ টি স্বর্ণেরবার সহ বেনাপোলের সিদ্দিক আটক
 
                নির্বাচিত হলে বছরে একবার জনগণের কাছে জবাবদিহি করব মাস্টার রুহুল আমীন ভুঁইয়া
 
                জাল টাকা দিয়ে কেনাকাটা, ২৪ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার কৃষকদল নেতা
 
                 
                