ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক নব নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৭-৬-২০২৪ দুপুর ১১:৪৫

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্হ্য বিভাগের আয়োজনে নব নির্বাচিত জনপ্রতিনিধিগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনের সাথে স্বাস্থ্য বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার ৬ ই জুন উপজেলা স্বাস্হ্য বিভাগে নতুন সংযোজন যক্ষা রোগ নিরুপন এর জন্য জিন এক্সপার্ট মেশিন উদ্বোধন করনের পর কমপ্লেক্সের হলরুমে আনুষ্ঠানিক ভাবে নব নির্বাচিত জনপ্রতিনিধিগণের উপজেলা স্বাস্হ্য বিভাগের পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে বরন করেন। 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত হয়ে সংবর্ধিত হন সদ্য নির্বাচিত এবং বিগত তিনবারের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিন কেরানিগন্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ তানভীর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন লিটন,মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ আসমা আক্তার। সভাপতি ডাঃ তানভীর আহমেদ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আন্তরিকতা তুলে ধরেন এছাড়া প্রয়োজনীয় জনবল বৃদ্ধিকরনের সহযোগিতা চান এবং সম্মিলিত সহযোগিতা পেলে রোগীদের সেবার মান আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যিনি চার বারের উপজেলা চেয়ারম্যান দুই বারের শিক্ষাখাতে প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ন পদক প্রাপ্ত জনবান্ধব নেতা শাহীন আহমেদ, 
প্রধান অতিথি তার বক্তব্যে উপস্হিত সকলকে ধন্যবাদ জানান এবং বলেন, হাসপাতালে যারা রোগী হিসাবে সেবা নিতে আসে, তারা অনেক বিপদে পড়েই আসে সেজন্য বিষয়টি চিকিৎসকদের বুঝতে হবে। এছাড়া হাসপাতালের পরিবেশ পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরেন,তিনি বলেন পরিচ্ছন্ন পরিবেশের উপর মানুষের আস্তা বেড়ে যায়। তিনি এবার নির্বাচিত হওয়ার পর স্বাস্থ্য কমপ্লেক্সেের নতুন ভবনে প্রথম আসেন এবং পরিবেশের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া কেরানীগঞ্জ হাসপাতালের পরিবেশকে ঢাকার বড় বড় হাসপাতালের সাথে তুলনা করে বলেন, এখানকার পরিবেশ তাদের মত। হাসপতালে নতুন জীন এক্সপার্ট মেশিন পরিদর্শন কালে এর সুবিধা পাবার পাশাপাশি যত্রতত্র এন্টিবায়োটিক ঔষধের ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং চিকিৎসকদেরকে এই বিষয়টি রোগীদের সতর্ক করে প্রয়োজন মোতাবেক চিকিৎসকদের পরামর্শ ক্রমে ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের সার্বিক উন্নয়নে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে সংশ্লিষ্ট কতৃপক্ষকে আশ্বস্ত করেন। 

এমএসএম / এমএসএম

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

রোহিঙ্গা নারী ও মেয়েদের সুরক্ষার ঝুঁকি ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার ওপর একশনএইড এর গবেষণা

রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

চৌগাছায় কৃষকদের মাঝে মাষকলাই বীজ ও রাসয়নিক সার বিতরন

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস

বারহাট্টার বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান খান রেজভীর চেহলাম অনুষ্ঠিত

খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা, প্রেমঘটিত কারণে হতাশা

বরগুনার পাথরঘাটা বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর

অভিভাবকসুলভ প্রধান শিক্ষক মোছা’র বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন

বাঘায় ৪৫ বছরে সাড়ে ৩'শ অধিক কবর খুঁড়েছেন দুলাল ও রতন

মিরসরাইয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ১