ঢাকা বুধবার, ৬ আগস্ট, ২০২৫

শালিখায় কানুদার খাল পরিস্কার ও মাছের পোনা অবমুক্ত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ৭-৬-২০২৪ বিকাল ৭:১০
মাগুরার শালিখা উপজেলার কানুদার খাল দীর্ঘ বছর ধরে কুচুরিপানায় নিমজ্জিত থাকায় এ খালের মাছসহ জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষা করতে উপজেলা প্রশাসন কাজ শুরু করেছে। প্রাকৃতিক পরিবেশ ও জলাভ’মি রক্ষায় দেড় কিলোমিটার এ খালের কচুরিপানা পরিস্কার ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে । ৭জুন শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসন শালিখার আয়োজনে এ খালের পরিস্কার পরি”ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ । এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াসুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 
শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী বলেন, শালিখা উপজেলার প্রাচীন এ কানুদার খালে পূর্বে দেশীয় মাছের অভয়ারণ্য ছিল। এ অঞ্চলের মানুষ এ খাল থেকে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। প্রায় দেড় কিলোমিটার এ খালের দু’ধারে ছিন্নমুল,গরীব অসহায় মানুষ বাস করছে। খালের পরিবেশ রক্ষায় ইতিমধ্যে উপজেলা প্রশাসন থেকে ১০ হাজার বৃক্ষরোপন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবসে আমরা খালের দু’ধারে প্রায় ৩ হাজার বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়েছি । তাছাড়া এ খালের ধারে পুরানো ইকো পার্কটি সংস্কার করে বড় ধরণের রিসোর্ট তৈরি উদ্যোগও আমাদের রয়েছে । সেজন্য এ খালে পশ্চিম পাশে কাজ চলমান রয়েছে।  এ বছর বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে এ খাল পরিস্কার করে দেশিয় মাছ অবমুক্ত করা হয়েছে । দেড় কিলোমিটার এ খাল ২ দিন ধরে পরিস্কার পরি”ছন্ন করা হবে। ২ হাজার স্বে”ছাসেবক এ কাজ করবে। খাল পরিস্কার করা পর উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশীয় বিভিন্ন প্রজাতির প্রায় ৫ মন মাছ অবমুক্ত করা হবে। এ কাজে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, স্বে”ছাসেবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, এলাকার সাধারণ মানুষ একযোগে কাজ করছে । 
বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুক হোসেন বলেন, কানুদার এ খালটি অতি প্রাচীন । এ খালটি দীর্ঘদিন ধরে কুচুরিপানায় ভরা ছিল । ফলে এ খালের মাছ সহ পানি নষ্ট হয়ে ছিল । উপজেলা প্রশাসন এ খালটি পরিস্কার পরি”ছন্ন করার উদ্যোগ অত্যন্ত ভালো । এ খাল পরিস্কার পরি”ছন্ন  করে মাছ অবমুক্ত করলে খালের হারানো ঐতিহ্য ফিরে পাবে । 
মাগুরা জেলা প্রশাসক আবু নাসের বেগ বলেন, মাগুরার শালিখা উপজেলার কানুদার এ খালটি ইতিমধ্যে পরিস্কার পরি”ছন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে । এ বিষয়ে আমার সার্বিক সহযোগিতা রয়েছে । পরিবেশ রক্ষায় আমরা সব সময় কাজ করছি । ইতিমধ্যে বিশ্ব পরিবেশ দিবসে আমরা পুরস্কার অর্জন করেছি । আমরা চাই আমাদের বাইরের পরিবেশ সবুজের সমারোহে ভরে থাক । সেই লক্ষ্যে মাগুরাকে সুন্দর পরিবেশ ও পরি”ছন্ন জেলা হিসেবে গড়তে আমাদের প্রয়াস অব্যাহত থাকবে । 

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে দিনব্যাপী পালিত কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস

শ্রীমঙ্গলে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‍্যালিতে মানুষের ঢল

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বারহাট্টায় বিএনপির বিজয় মিছিল

ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ৮২ শহিদ পরিবার এবং ১৪৮৩ জন জুলাই যোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়

ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপতি উপলক্ষে নাগরপুরে বিএনপি’র বিজয় র‍্যালি

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে খোকসা'তে বিজয় মিছিল ও আলোচনা সভা

সিংগাইরে বিএনপির দুই গ্রুপের বিজয় র‍্যালি

শহীদদের রক্তের সাথে বেঈমানী করে রাজনীতি সম্ভব নয় -বিজয় র‍্যালিতে এম.এ. মতিন

পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস

গণঅভ্যুত্থান দিবসে সাটুরিয়ায় বিজয় র‍্যালী ও আলোচনা সভা

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ জনের কারাদণ্ড

লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন