মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে সমাবেশ, বৃক্ষ রোপন ও চারা বিতরণ অনুষ্ঠিত
করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন চারা বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন ) সকাল ১০টার দিকে উপজেলার বেরিবাইদ এলাকায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবস এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লোকাল সেন্টার কমিটির (এলসিসি) চেয়ারম্যান সুপেন্দ্র হাদিমা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচনা শেষে চারা বিতরণ করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন।
মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের সমাজ কর্মী শুল্কা আতিওয়ারা'র সঞ্চালনায় বক্তব্য রাখেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প’র প্রজেক্ট ম্যানেজার যিয়ূশ হাগিদক এলসিসি'র সদস্য মিলসন হাদিমা, সুভাসন আতিওয়ারা, নিলিমা রিছিল, লেবিশন চিরান, প্রবল ম্রং, ফিলিসন চিরান। এসময় উপস্থিত ছিলেন অর্থ বিষয়ক কর্মকর্তা লিপলু নকরেক, মধুপুর প্রেসক্লাবের কার্যনিবাহী সদস্য মোঃ লিটন সরকার, দৈনিক মুক্তখবর পত্রিকার মধুপুর উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন পরিবেশ রক্ষা, শিক্ষা ও বাল্য বিবাহ রোধে অভিভাবকদের সচেতনতা মূলক আলোচনা শেষে উপকারভোগী ২৯৩ জন শিশুদের মাঝে পরিচর্যার দৈনন্দিন ব্যবহার সামগ্রী ক্লোজআপ, ব্রাশ, লাক্স সাবান, হুইল সাবান, কলম খাতাসহ বিভিন্ন জাতের চারা বিতরণ করেন।
এমএসএম / এমএসএম