ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

রূপগঞ্জে মেয়র প্রার্থীর উপর প্রতিদ্বন্দী প্রার্থীর হামলা, সম্মেলন কক্ষ ভাংচুর


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০-৬-২০২৪ দুপুর ৩:২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতীক বরাদ্দের সময় প্রশাসনের সামনেই প্রতিদ্বন্দী মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা ও তার লোকজন বর্তমান মেয়র ও মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক ও তার সমর্থকদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে মেয়রকে প্রায় ১০ মিনিট অবরুদ্ধ করে রাখে তার প্রতিদ্বন্দী প্রার্থীর সমর্থরা। এসময় উপজেলা সম্মেলন কক্ষের দরজা, বেশ কিছু জানালা ভাংচুর ও চেয়ার ছোঁড়াছোঁড়ির ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষের ভেতর ঘটে এ ঘটনা।

জানা গেছে, আগামী ২৬ জুন রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনকে ঘিরে প্রতীক বরাদ্দের দিনক্ষণ ধার্য করা ছিলো। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা রিটানিং অফিসার ইস্তাফিজুল হক আকন্দ, উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লি ইসলাম, রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহাসহ প্রশাসনিক কর্মকর্তারা। প্রতীক বরাদ্দের আগ মূহুর্তে তাদের সামনেই এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, সোমবার বেলা ১১ টার দিকে মেয়র রফিকুল ইসলাম ও তার সমর্থকরা সম্মেলন কক্ষের সামনের আসনে বসেন। এসময় তার প্রতি মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা ও তার লোকজন প্রবেশ করে তাদের আসন ছেড়ে দিতে বলেন। আসন ছাড়তে অনীহা প্রকাশ করলে তারা রফিক ও তার সমর্থকদের উপড় চড়াও হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোঁড়াছোড়ির ঘটনা ঘটে। পরে বাদশার লোকজন সম্মেলন কক্ষের দরজা, জানালা ও প্রজেক্টর ভাংচুর করে। এসময় উপজেলা পরিষদ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বর্তমান মেয়র ও মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক বলেন, নির্বাচন যেনো অবাধ ও সুষ্ঠ হয় সেই দাবী জানাচ্ছি। আজকে বসা নিয়ে দেওয়ান বাদশা ও তার লোকজন আমার ও আমার সমর্থকদের উপড় অতর্কিত হামলা চালায়।
মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা বলেন, বসা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। ওরা রিফুজি, ওরা সামনে বসবে কেন? তাই আমি তাদেরকে চেয়ার থেকে উঠিয়ে দিয়েছি।
রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এটা যেনো আর না হয় সেদিকে দৃষ্টি আছে।

জেলা রিটানিং অফিসার ইস্তাফিজুল হক আকন্দ বলেন, অনাকাঙ্খিত একটি ঘটনা ঘটে যাওয়ায় আমার আন্তরিকভাবে দুঃখিত। এ ব্যাপারে দুইপক্ষকে সতর্ক করা হয়েছে।

এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত