উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চাই

মানুষের জীবনে লক্ষ থাকে সুস্হসবল ভাবে জীবনযাপন করার এবং তাছাড়া সমাজে নিজেকে কর্মদক্ষতার মাধ্যমে উন্নতভাবে বেচে থাকার অদম্য ইচ্ছা শক্তি থাকে সকলের কখনও অসুস্হ হবে তা চিন্তা করেনা, কিন্ত নিয়তির পরিনাম যদি কখন অসুস্হ হয়, তখনই প্রয়োজন হয় একজন আস্হাশীল চিকিৎসকের,
তেমনি আস্হভাজন চিকিৎসকের সাথে কথা হচ্ছিল দৈনিক সকালের সময়ের প্রতিবেদকের বর্তমান উপজেলা স্বাস্হ্য ও পঃ পঃ কর্মকর্তা ডঃ মোহাম্মদ সায়েমুল হুদার সহিত যিনি চিকিৎসা পেশায় আসার কারণ উল্লেখ করে বলেন মায়ের ইচ্ছাতেই নিজেকে চিকিৎসক হিসাবে গড়ে তুলতে সাহস পেয়েছিলেন সেদিন, চিকিৎসা সেবা দেবার সেই ব্রুত নিয়ে নিজেকে গড়ে তুলেছেন মানব সেবা দেবার একান্ত ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে উপজেলার সকল ইউনিয়ন ও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া খ্যাত বিপুল জনগোষ্ঠীর একমাত্র সরকারী স্বাস্হ্য কেন্দ্র হিসাবে আস্হাশীল চিকিৎসা কেন্দ্র হিসাবে দাঁড় করাতে কাজ করে যাচ্ছেন। যে প্রতিষ্ঠান গড়ে তুলতে বিভিন্ন সময় প্রতিকূলতাকে কাটিয়ে ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে জনগণের সেবা দিতে চেষ্টা করে যাচ্ছেন কথাটি বলছিলাম সাভার উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদার কথা।
প্রতিটি পেশায় ব্যতিক্রম কিছু থাকে চিকিৎসা পেশায় তার ব্যতিক্রম নয় তিনি পেশাকে একটি মহৎতের জায়গায় নিতে নিজেকে আত্মনিয়োগ করেছেন। যার বাস্তব দৃষ্টান্ত স্হাপন করেছেন সাভার উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের কর্নধর স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা।
সাভার উপজেলার বিপুল জনগোষ্ঠীর চিকিৎসা সেবা পাবার প্রাণকেন্দ্র হিসাবে জনগনের বিশ্বাস স্থাপন করতে সক্ষম হয়েছেন এই চিকিৎসক। তার ঐকান্তিক প্রচেষ্টা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতায়। একমাত্র বাংলাদেশে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র যেখানে ৮/৯ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব হচ্ছে বর্তমান এই স্বাস্থ্য কমপ্লেক্সে, উল্লেখযোগ্য বিভাগ হচ্ছে মেডিসিন, গাইনোকলজিস্ট,অর্থোপেডিক, পিডিয়াট্রিক ও কার্ডিওলজিস্ট সহ বিনামূল্যে নরমাল ডেলিভারি সিজার সেকশন করা ৩০ থেকে ৬০ বছর বয়সের মায়েদের ভায়াটেস্ট এর মাধ্যমে সেবা প্রদান করে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইকো, ইসিজি এবং রক্তের সকল ধরনের পরীক্ষা করাসহ ব্লাডগ্রুপিং,ক্রসমেসিং এমনকি ব্লাড ট্রান্সমিশনও করা হয় যা অনেক থানা স্বাস্হ্য কেন্দ্রেেও এই সুবিধা দিতে সক্ষম হয়নি, এছাড়া বাংলাদেশ কোরিয়া যৌথ প্রচেষ্টায় সম্মিলিত প্রজেক্টের মাধ্যমে আইভিশন চালু আছে,যা বর্তমান মেয়াদ শেষ হওয়ায় নতুনভাবে চালু প্রক্রিয়া চলমান স্বল্পদিনে আবারও চোক্ষ সেবা দেওয়া সম্ভব হবে।
বর্তমান স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসা সংক্রান্ত নানাবিধ প্রসংগে আলাপকালে উঠে আসে তিনার এই মহান পেশার প্রতি দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা কথা।
মায়ের আদর্শে বেড়ে উঠা এবং চিকিৎসা সেবাকে সাধারন মানুষের দৌড়গড়ায় পৌছে দেওয়ার নানাবিধ পরিকল্পনায় সাভার উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সেে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে মনে করেন স্থানীয়রা।
এছাড়া গেন্ডা বাসস্ট্যান্ডের অনেক আগে থেকেই ডিজিটাল জীনএক্সপার্ট মেশিন চালু আছে যা যক্ষা রোগীদের রোগ নিরূপণের জন্য ব্যবহৃত হচ্ছে কিন্তু উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আগত যক্ষা রোগীদের ক্ষেত্রে প্রয়োজন অনুভব করায় নতুন একটি জিন এক্সপার্ট মেশিনের আবেদন করায় তা অনুমোদন হয়েছে কিন্তু মেশিনটি স্হাপনের জায়গার সংকুলান ছিলনা বিধায় বর্তমান ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও পদাধিকার বলে স্বাস্হ্য কমপ্লেক্সের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের মাধ্যমে বরাদ্ধকৃত অর্থায়নে জীন এক্সপার্ট মেশিন বসানোর জন্য নতুন বিল্ডিং এর কাজ চলমান, যারফলে স্বল্পদিনে তা স্হাপন করা সম্ভব হবে বলে আশা করেন এই স্বাস্হ্য কর্মকর্তা। যা রোগীদের যক্ষা রোগ জন্য নিরুপনে বাড়তি সুবিধা দেবে।
বর্তমান উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ৫০ শয্যা থেকে উন্নীতকরণ বিষয়ে জিজ্ঞাসা করা হলে প্রতিবেদককে এই কর্মকতা বলেন, মাননীয় সংসদ সদস্য সংসদ্য মোহম্মদ সাইফুল ইসলাম, সংসদ অধিবেশনের প্রথম দিনেই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের শয্যা বৃদ্ধি করন বিষয়ে প্রস্তাব উত্থাপন করেন এবং ২০০ শয্যা বিশিষ্ট উন্নীতকরণ বিষয়ে প্রস্তাবনা দেন এবং এই বিষয়ে ডিও লেটার দেন। যার ফলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা আশাবাদ ব্যক্ত করেন এবং বলেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্র উন্নতিকরনের সার্বিক বিষয় পর্যালোচনা করা হয় স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের শরণাপন্ন হয়ে এগিয়ে যাচ্ছি। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভেতর ময়লা আবর্জনা যাতে না থাকে তারজন্য একটি ডাষ্টরুম বানানো হয়েছে।এছাড়া প্রাকৃতিক পরিবেশ বৃদ্ধিকরন এবং সুন্দর্য্য বাড়ানোর লক্ষে বিভিন্ন ধরনের গাছ ও ফুলবাগান করা হয়েছে। কারণ সকল বিষয় থাকলেও পরিস্কার পরিচ্ছন্নতার অভাবে রোগীদের আস্তা হারাতে পারে। জনগণের আস্তা আরো বৃদ্ধি পাওয়া এবং চিকিৎসা সেবা নিশ্চিতকরণ লক্ষ্যে আরো বিভিন্ন বিষয়ের চিকিৎসক বাড়ানোর বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। সার্বিক এই উন্নয়ন কাজে সহযোগিতত করার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুরুল আলম রাজীব ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমিকে ধন্যবাদ জানান এবং সার্বিক উন্নয়নের সহযোগিতার জন্য সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুল রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

রোহিঙ্গা নারী ও মেয়েদের সুরক্ষার ঝুঁকি ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার ওপর একশনএইড এর গবেষণা

রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

চৌগাছায় কৃষকদের মাঝে মাষকলাই বীজ ও রাসয়নিক সার বিতরন

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস

বারহাট্টার বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান খান রেজভীর চেহলাম অনুষ্ঠিত

খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা, প্রেমঘটিত কারণে হতাশা

বরগুনার পাথরঘাটা বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর

অভিভাবকসুলভ প্রধান শিক্ষক মোছা’র বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন

বাঘায় ৪৫ বছরে সাড়ে ৩'শ অধিক কবর খুঁড়েছেন দুলাল ও রতন
