কেরানীগন্জ স্বাস্হ্য কমপ্লেক্সে ৩১ বেডের জনবল দিয়ে চলছে ৫০ বেডের কার্যক্রম

ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত। রাজধানীর সবচেয়ে নিকটবর্তী হওয়ায়, স্বাস্হ্য সেবার ক্ষেত্রে মানের দিকে উন্নত চিকিৎসা সেবার পাবার আশা জনগনের থাকাটাই স্বাভাবিক।
বর্তমান উপজেলা স্বাস্হ্য ব্যবস্হা নিয়ে দৈনিক সকালের সময়ের পক্ষ থেকে কথা হচ্ছিল উপজেলা স্বাস্হ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ তানভীর আহমদের সহিত,
দৈঃ সঃ সময়ঃ- বর্তমান হাসপাতালের শয্যা সংখ্যা কত?
ডাঃ তানভীর আহমেদঃ -- হাসপাতালটি ৩১ শয্যা দিয়ে ১৯৮৪ সালে শুরু হলেও বর্তমান ৫০ শয্যার অনুমোদন পেয়ে নতুন চারতলা ভবন তৈরী হয়েছে কিন্ত ৫০ শয্যার জনবল নিয়োগ না হওযায় ৩১ শয্যার জনবল দিয়ে দিয়ে চালাতে হচ্ছে।
দৈঃ সঃ সময়ঃ-- ৫০ শয্যার জন্য কতজন জনবল প্রয়োজন ? ডাঃ তানভীর আহমেদঃ-- অফিসিয়ালি থাকার কথা ১৩৩ জন কিন্ত বহাল আছে ৭০ জন যা ৩১ শয্যার জন্য প্রযোজ্য। তবে রেডি স্ট্যাফ হিসাবে ১০৫ জন হলেও চালাতে সুবিধা হয়, এছাড়া তার অভিমত প্রকাশে বলেন,
এখান থেকে বুঝা যায় যে শয্যা সংখ্যা বাড়ানোর চাইতে জনবল বাড়ালে আনুপাতিক হারে বেশী সংখ্যক রোগীর সেবা নিশ্চিত সহজ হত।
দৈঃ সঃ সময়ঃ-হাসপতালে চিকিৎসক কতজন এবং প্রতিদিন আইডডোর, ইনডোর এবং ইমারজেন্সিতে রোগী সংখ্যা কত হয়।
স্বাস্হ্য ও পঃপঃ কর্মকর্তাঃ- প্রতিদিন সব মিলিয়ে গড়ে ৭০০/৮০০ রোগী দেখতে হয়। যার বিপরীতে চিকিৎসক ১৮ জন এরমধ্যে ৫ জন বিশেষজ্ঞ একজন গাইনি বিশেষজ্ঞ ওএসডি এটেষ্টম্যান্টসহ বাকী ৪ জনের একজন মেডিসিন, একজন সার্জারী, একজন গাইনি ও একজন ফিজিক্যাল মিডিসিনের।
এই কয়জন চিকিৎসক রোগীদের চাহিদার তুলনায় অপ্রতুল । এই বিষয়ে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ তানভীর আহমেদ বলেন,এই সংকট নিরোসনে উপজেলার অনেক সাবসেন্টার আছে যেখানে স্হাপনা ভাল না, সেখান থেকে ডাক্তার এনে চিকিৎসা দিতে হয়।
দৈঃসঃসময়ঃ- বর্তমান জরুরী কয়টি বিভাগের চিকিৎসক প্রয়োজনীয়তা আছে ?
স্বাস্হ্য ও পঃ পঃ কর্মকর্তাঃ- বর্তমান বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন চোক্ষ বিভাগ, নাক,কান ও গলা এবং অর্থোপেডিক্স,বর্তমান বিভিন্ন রোডে যানবাহন চলাচলে রোড এক্সিডেন্ট বেড়ে গিয়েছে, এছাড়াও নাককান গলা ও চোক্ষ বিশেষজ্ঞ বিভাগের চিকিৎসকের সেবা চালু হলে প্রাইভেট অথবা বড় বড় হাসপাতালের চাপ কমনো সম্ভব হত।
দৈ সঃ সময়ঃ আপনি হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর গুরুত্ব দিচ্ছেন না চিকিৎসক বাড়ানোর।
স্বাস্হ্য ও পঃপঃ কর্মকর্তাঃ-এক্ষেত্রে তার অভিমত প্রকাশে বলেন,সার্বিক বিষয় উপসদ্ধি বুঝা যায় যে শয্যা সংখ্যা বাড়ানোর চাইতে জনবল বাড়ালে আনুপাতিক হারে বেশী সংখ্যক রোগীর সেবা নিশ্চিত সহজ হত।
দৈঃ সঃ সময়ঃ- প্রাইভেট হাসপাতালগুলো কি সরকারী হাসপাতালের পরিপুরক না অন্তরায়।
ডাঃ তানভীর আহমেদঃ- এগুলো নির্ভর করে স্হাপনার উপর কারন প্রাইভেট হাসপাতালগুলোও চিকিৎসার একটি অংশ পুরন করে, তবে বি়ভিন্ন জনগোষ্ঠী দেখে ভিন্ন জায়গায় গড়ে উঠলে জনগন সুবিধা পাবে, যেন একই জায়গায় না হয়।
দৈঃ সঃ সময়ঃ- আপনার হাসপাতালে রোগীদের সেবা পেতে আস্হা পাবার দিকগুলো কি?
ডাঃ তানভীর আহমেদঃ- হাসপাতালের সামনে প্রাইভেট অথবা ডায়াগনোস্টিক সেন্টার না থাকায় পূর্ণ আস্হ নিয়ে এবং দালালমুক্তভাবে সেবা নিতে পারে। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষের আত্মার দিক বাড়িয়ে দেয় সেই বিষয়ে বিবেচনা করে হাসপিটালের বাউন্ডারির ফাঁকা জায়গাতে বিভিন্ন ধরনের ফুল গাছসহ এবং আকৃষ্ট করার মতো বিভিন্ন প্রকার গাছ সারিবদ্ধ হবে লাগানো হয়েছে। যেগুলো প্রাকৃতিক ভারসাম্য রক্ষার সাথে সাথে মানুষকে আকৃষ্ট করার ভূমিকা পালন করে।
দৈঃ সঃ সময়ঃ- অবৈধ ক্লিনিক অথবা ডায়াগনস্টিক সেন্টার এর ক্ষেত্রে কি ভূমিকা নিচ্ছেন?
ডাঃ তানভীর আহমেদঃ- এটা আমাদের একটা রুটিন কাজ তবে জুন মাসে অভিযান সংক্রান্ত দপ্তরের ব্যস্ততা থাকাই কয়েকদিন বন্ধ থাকলেও, ঈদের আগে এবং ঈদের পরে কনসালটেন্সির আড়ালে লেব অথবা ডায়াগনস্টিক চালাই,যাদেন ক্লিল্নিক অথবা ডায়াগনস্টিক সেন্টার এর বৈধ কাগজপত্র নেই সেসব প্রতিষ্ঠান এর বিরুদ্ধে অভিযান চালান হবে।
সর্বোপরি বিষয় উপলব্ধি করে বোঝা যায় যে, ভালো সেবা দেয়ার ইচ্ছা থাকলেও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, নোকাল প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকলেই চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হবে মনে করেন এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

শান্তিগঞ্জে মানসিক রোগীর লাশ উদ্ধার

রোহিঙ্গা নারী ও মেয়েদের সুরক্ষার ঝুঁকি ও ভবিষ্যৎ আকাঙ্ক্ষার ওপর একশনএইড এর গবেষণা

রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

চৌগাছায় কৃষকদের মাঝে মাষকলাই বীজ ও রাসয়নিক সার বিতরন

কমপ্লিট শাটডাউনে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস

বারহাট্টার বিশিষ্ট রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান খান রেজভীর চেহলাম অনুষ্ঠিত

খোলা চিঠি লিখে যুবকের আত্মহত্যা, প্রেমঘটিত কারণে হতাশা

বরগুনার পাথরঘাটা বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর

অভিভাবকসুলভ প্রধান শিক্ষক মোছা’র বিদায়: ১৬ বছরের সোনালি অধ্যায়ের সমাপ্তি

দেশে প্রথম কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন

বাঘায় ৪৫ বছরে সাড়ে ৩'শ অধিক কবর খুঁড়েছেন দুলাল ও রতন

মিরসরাইয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ১
Link Copied