ঢাকা মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

মানিকগঞ্জে কোরবানীর জন্য প্রস্তুত প্রায় দেড় লাখ পশু


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৩-৬-২০২৪ দুপুর ১২:৪৫

ঈদুল আযহা উপলক্ষে মানিকগঞ্জ জেলায় ১ লাখ ২৯ হাজার ৩ শত ৩০টি পশু বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। এবছর চাহিদার তুলনায় বেশি পশু মোটা তাজাকরণ করা হয়েছে। কিন্তু ঈদকে সামনে রেখে ভারতীয় পশু অবাধে দেশে আনলে দেশীয় খামারীরা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এবার মানিকগঞ্জ জেলার ৭টি উপজেলায় ঈদুল আযহা উপলক্ষে ১ লাখ ২১ হাজার ৫ শত ৪২টি পশু লালন পালনের লক্ষ্য থাকলেও সেখানে পশু লালন পালান করা হয়েছে ১ লাখ ২৯ হাজার ৩ শত ৩০টি। যেখানে চাহিদার তুলনায় ৭ হাজার ৭৮৮টি পশু বেশী প্রস্তুত করা হয়েছে। জেলার বেশীর ভাগ গ্রামের প্রতিটি বাড়িতেই গরু ছাগল ও ভেড়া লালন পালন করে। বিশেষ করে কোরবানীর ঈদকে সামনে রেখে প্রতি বছর এখানকার কৃষকরা গরু মোটা তাজা করণ করে থাকে। এদিকে জেলার প্রতিটি উপজেলার পশুর হাটগুলি জমে উঠেছে কোরবানীর পশু বিক্রির জন্য।
এদিকে কোরবানির পশুর হাটের পাশাপাশি গ্রামে গ্রামে গিয়ে খোজ খবর নিচ্ছেন ক্রেতারা। পছন্দ হলে আগে ভাগেই কিনে রাখছেন পশুগুলি। ইতোমধ্যে গরু কিনতে দূরদূরান্ত থেকে মানুষ আসছে ও ভিড় করছে জেলার বিভিন্ন বিভিন্ন হাট ও খামারগুলোতে।
মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম এলাকার রাজ্জাক মিয়া জানান, প্রতিবছরের ন্যায় এবারো কোরবানির জন্য তিনটি গরু দেশীয় প্রদ্ধতিতে মোটাতাজা করেছি। উৎপাদন খরচ প্রচুর বেড়ে যাওয়ায় এবার কোরবানি পশুর দাম অনেক বেশি চাওয়া হচ্ছে। আমাদের এখানে দেড় লাখ থেকে সাড়ে পাঁচ লাখ টাকার মূল্যের গরু রয়েছে।
জাগীর এলাকার আবুল বাশার জানান, সরকার পশু খাদ্যের দাম নির্ধারণ করে দিলে খামারিদের গরু লালনপালন করতে সহজ হতো। যেভাবে পশু খাদ্যের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে সামনের দিনগুলোতে প্রান্তিক খামারিদের জন্য পশু লালন পালন করাটাই কঠিন হয়ে দাঁড়াবে।
সাটুরিয়া উপজেলার অর্গানিক র‌্যাঞ্চ এর মালিক সলিমুল্লাহ খান বলেন, এ বছর কোরবানী উপলক্ষে আমার খামারে ৪০ টি গরু মোটা তাজা করেছি। আমার গরু কোন হাটে নিয়ে বিক্রি করি না। বিভিন্ন জাত ভেদে ৪৮০- ৫৫০ লাইভ কেজিতে বিক্রি করব। গত বছরও খামার থেকেই সব গরু বিক্রি করেছি।
মানিকগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, ঈদকে সামনে রেখে জেলায় ১ লাখ ২৯ হাজার ৩ শত ৩০টি পশু বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। এবছর চাহিদার চেয়ে বেশি পশু মোটাতাজা করা হয়েছে। আমরা সারা বছর কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। কোরবানীর পশুর হাট ছাড়াও কৃষকরা বাড়ি থেকে পশু বিক্রি করছেন। তাছাড়া জেলার প্রতিটি উপজেলায় পৃথক পৃথক অনলাইন প্লাটফর্মেও পশু বিক্রির পরিকল্পনা করা হচ্ছে। আমরা খামারিদেরকে সব ধরনের পরামর্শ এবং সহযোগিতা দিয়ে আসছি।

এমএসএম / এমএসএম

রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম তুললেন শরীফ উদ্দিন

রাণীনগরে প্রায় ৮০ লক্ষ্য টাকা ব্যয়ে নির্মান হলো বৌদ্ধভূমিতে স্মৃতিসৌধ

নাজিরপুরে নামওয়াস্তে কাজ করে ৪০ লক্ষ টাকার শিংহভাগ আত্মসাতের অভিযোগ

মধুখালীতে বিকল্প আয়ের উৎস হিসেবে জেলেদের বকনা বাছুর প্রদান

চট্টগ্রামে গিয়াস কাদের ও হুম্মাম কাদেরের মনোনয়ন পত্র সংগ্রহ

মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতার দলীয় পদ থেকে পদত্যাগ

এবারের নির্বাচন হবে দেশ ও গণতন্ত্র রক্ষার নির্বাচন- মনিরুল হক চৌধুরী

শৃংখলার সাথে প্রত্যেক ভোটারের বাড়ি গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করুন : মাহমুদ হাসান খান বাবু

তানোরে তিন ফসলি জমি নষ্ট করে হিমাগার নির্মাণ

যশোরে খেজুরের রস ও গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

নোয়াখালীতে মাদক-সন্ত্রাস ও কিশোরগ্যাং রোধে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নেত্রকোনা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

আন্তঃকালেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন