মানিকগঞ্জে কোরবানীর জন্য প্রস্তুত প্রায় দেড় লাখ পশু

ঈদুল আযহা উপলক্ষে মানিকগঞ্জ জেলায় ১ লাখ ২৯ হাজার ৩ শত ৩০টি পশু বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। এবছর চাহিদার তুলনায় বেশি পশু মোটা তাজাকরণ করা হয়েছে। কিন্তু ঈদকে সামনে রেখে ভারতীয় পশু অবাধে দেশে আনলে দেশীয় খামারীরা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এবার মানিকগঞ্জ জেলার ৭টি উপজেলায় ঈদুল আযহা উপলক্ষে ১ লাখ ২১ হাজার ৫ শত ৪২টি পশু লালন পালনের লক্ষ্য থাকলেও সেখানে পশু লালন পালান করা হয়েছে ১ লাখ ২৯ হাজার ৩ শত ৩০টি। যেখানে চাহিদার তুলনায় ৭ হাজার ৭৮৮টি পশু বেশী প্রস্তুত করা হয়েছে। জেলার বেশীর ভাগ গ্রামের প্রতিটি বাড়িতেই গরু ছাগল ও ভেড়া লালন পালন করে। বিশেষ করে কোরবানীর ঈদকে সামনে রেখে প্রতি বছর এখানকার কৃষকরা গরু মোটা তাজা করণ করে থাকে। এদিকে জেলার প্রতিটি উপজেলার পশুর হাটগুলি জমে উঠেছে কোরবানীর পশু বিক্রির জন্য।
এদিকে কোরবানির পশুর হাটের পাশাপাশি গ্রামে গ্রামে গিয়ে খোজ খবর নিচ্ছেন ক্রেতারা। পছন্দ হলে আগে ভাগেই কিনে রাখছেন পশুগুলি। ইতোমধ্যে গরু কিনতে দূরদূরান্ত থেকে মানুষ আসছে ও ভিড় করছে জেলার বিভিন্ন বিভিন্ন হাট ও খামারগুলোতে।
মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম এলাকার রাজ্জাক মিয়া জানান, প্রতিবছরের ন্যায় এবারো কোরবানির জন্য তিনটি গরু দেশীয় প্রদ্ধতিতে মোটাতাজা করেছি। উৎপাদন খরচ প্রচুর বেড়ে যাওয়ায় এবার কোরবানি পশুর দাম অনেক বেশি চাওয়া হচ্ছে। আমাদের এখানে দেড় লাখ থেকে সাড়ে পাঁচ লাখ টাকার মূল্যের গরু রয়েছে।
জাগীর এলাকার আবুল বাশার জানান, সরকার পশু খাদ্যের দাম নির্ধারণ করে দিলে খামারিদের গরু লালনপালন করতে সহজ হতো। যেভাবে পশু খাদ্যের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে সামনের দিনগুলোতে প্রান্তিক খামারিদের জন্য পশু লালন পালন করাটাই কঠিন হয়ে দাঁড়াবে।
সাটুরিয়া উপজেলার অর্গানিক র্যাঞ্চ এর মালিক সলিমুল্লাহ খান বলেন, এ বছর কোরবানী উপলক্ষে আমার খামারে ৪০ টি গরু মোটা তাজা করেছি। আমার গরু কোন হাটে নিয়ে বিক্রি করি না। বিভিন্ন জাত ভেদে ৪৮০- ৫৫০ লাইভ কেজিতে বিক্রি করব। গত বছরও খামার থেকেই সব গরু বিক্রি করেছি।
মানিকগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, ঈদকে সামনে রেখে জেলায় ১ লাখ ২৯ হাজার ৩ শত ৩০টি পশু বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। এবছর চাহিদার চেয়ে বেশি পশু মোটাতাজা করা হয়েছে। আমরা সারা বছর কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। কোরবানীর পশুর হাট ছাড়াও কৃষকরা বাড়ি থেকে পশু বিক্রি করছেন। তাছাড়া জেলার প্রতিটি উপজেলায় পৃথক পৃথক অনলাইন প্লাটফর্মেও পশু বিক্রির পরিকল্পনা করা হচ্ছে। আমরা খামারিদেরকে সব ধরনের পরামর্শ এবং সহযোগিতা দিয়ে আসছি।
এমএসএম / এমএসএম

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতা শওকত হোসেন দিদার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারকে প্রেসক্লাবের ত্রুেস্ট প্রদান

সাতক্ষীরায় সাংবাদিকের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতা এ্যাড. আব্দুস সালাম খান

জাউয়া বাজারে হবে দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি, জায়গা নির্ধারণ

কুড়িগ্রামে জুলাই শহীদ নুর আলম স্মৃতি দাবা প্রতিযোগিতার চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রাণ ফিরে পেতে চায় পাবনা'র বাদ্যযন্ত্র তৈরির কারিগরেরা

ন্যায় বিচার চেয়ে সাজাপ্রাপ্ত আসামির পরিবারের সংবাদ সম্মেলন

সমাজ ও রাষ্ট্র পরিচালনায় জামায়াত ইসলামের নীতি-আদর্শ অপরিহার্য

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু : প্রশাসনের অবহেলাকে দায়ী সচেতন মহলের

ধামরাইয়ে অন্যের জমিতে জবরদখলে রাস্তা নির্মাণের চেষ্টা,বাধা দেওয়ায় মারধরও হত্যাচেষ্টা

সীতাকুণ্ডে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন বিএনপির নেতা হাক্কে মন্ডল ও তার ছেলের বিরুদ্ধে আরামবাড়িয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
